Premier League: ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে হারিয়ে লিগ জয়ের লড়াইয়ে আর্সেনাল

Published : May 12, 2024, 11:53 PM ISTUpdated : May 13, 2024, 12:27 AM IST
Arsenal Vs Man U

সংক্ষিপ্ত

এবারের ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ের লড়াই আর্সেনাল ও ম্যাঞ্চেস্টার সিটির মধ্যে সীমাবদ্ধ। শেষ ম্যাচে লিগ খেতাবের ফয়সলা হতে চলেছে। ফলে লড়াই অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠেছে।

ইংলিশ প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে ১-০ হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার আশা বাঁচিয়ে রাখল আর্সেনাল। ২০ মিনিটে একমাত্র গোল করেন লিয়ান্দ্রো ট্রসার্ড। এই জয়ের ফলে ৩৭ ম্যাচ খেলে ৮৬ পয়েন্ট নিয়ে লিগ টেবলের শীর্ষে থাকল আর্সেনাল। দ্বিতীয় স্থানে থাকা ম্যাঞ্চেস্টার সিটি ৩৬ ম্যাচ খেলে ৮৫ পয়েন্ট পেয়েছে। মঙ্গলবার ভারতীয় সময় অনুযায়ী মধ্যরাতে টটেনহ্যাম হটস্পারের মুখোমুখি হচ্ছে ম্যান সিটি। এই ম্যাচ জিতলে ৮৮ পয়েন্টে পৌঁছে যাবে সিটি। ফলে শেষ ম্যাচেই খেতাব নির্ধারণ হবে। ১৯ মে ভারতীয় সময় অনুযায়ী রাত সাড়ে ৮টায় শেষ ম্যাচে ওয়েস্টহ্যম ইউনাইটেড এফসি-র মুখোমুখি হচ্ছে ম্যান সিটি এবং এভার্টনের মুখোমুখি হচ্ছে আর্সেনাল। যে দল এই ম্যাচে জয় পাবে তারাই চ্যাম্পিয়ন হবে। তবে তার টটেনহ্যামের বিরুদ্ধে ম্যান সিটি হেরে গেলে আর্সেনালের সুবিধা হবে।

সেরা পারফরম্যান্স না দেখিয়েও জয় আর্সেনালের

গত কয়েক বছরের মতো এবারও ইংলিশ প্রিমিয়ার লিগে ভালো পারফরম্যান্স দেখাতে পারছে না ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। রবিবার ১৪-তম ম্যাচে হারল এরিক টেন হ্যাগের দল। ৩৬ ম্যাচ খেলে ৫৪ পয়েন্ট নিয়ে ৮ নম্বরে ম্যান ইউ। ফলে দুরন্ত ফর্মে থাকা আর্সেনাল এদিন ওল্ড ট্র্যাফোর্ডে বড় ব্যবধানে জয় পাবে বলে আশা করছিলেন সমর্থকরা। কিন্তু তাঁদের হতাশ হতে হল। এই ম্যাচে খুব একটা ভালো পারফরম্যান্স দেখাতে পারল না আর্সেনাল। শেষমুহূর্ত পর্যন্ত সমর্থকদের উদ্বেগে থাকতে হয়। ঘরের মাঠে যথেষ্ট লড়াই করল ম্যান ইউ। সমতা ফেরাতে না পারলেও, আর্সেনালকে বেগ দিল ম্যান ইউ।

২ দশক পর লিগ জিততে পারবে আর্সেনাল?

২০০৩-০৪ মরসুমে শেষবার ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয় আর্সেনাল। ২ দশক পর এবার ফের খেতাব জয়ের সামনে গানার্স। রবিবার নতুন নজির তৈরি হতে পারে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Kylian Mbappe: চলতি মরসুম শেষেই পিএসজি ছাড়ছেন, ভিডিও বার্তা কিলিয়ান এমবাপের

UEFA Champions League: ন্যুয়েরের ভুলে ডুবল বায়ার্ন, চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে রিয়াল

UEFA Champions League: ফের বার-পোস্টে ধাক্কা পিএসজি-র, চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে বরুশিয়া ডর্টমুন্ড

PREV
click me!

Recommended Stories

UCL 2025-26: চ্যাম্পিয়ন্স লিগের মেগা লড়াইতে ইন্টার মিলানের মুখোমুখি লিভারপুল, নজরে সালাহ
নেইমারের চোখ ধাঁধানো ৭.৫ মিলিয়ন পাউন্ডের গাড়ির কালেকশন দেখেছেন?