English Premier League: বার্নলিকে হারিয়ে ইপিএল-এ ৮ নম্বরে উঠে এল ম্যান ইউ

ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মরসুম সবে শুরু হয়েছে। এখনও পয়েন্ট তালিকায় উপরের দিকে উঠে আসতে পারেনি ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। তবে চেষ্টা চালিয়ে যাচ্ছে এরিক টেন হ্যাগের দল।

Soumya Gangully | Published : Sep 23, 2023 8:14 PM IST / Updated: Sep 24 2023, 02:56 AM IST

বার্নলিকে ১-০ হারিয়ে এবারের ইংলিশ প্রিমিয়ার লিগে তৃতীয় জয় পেল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ৪৫ মিনিটে একমাত্র গোল করেন ব্রুনো ফার্নান্ডেজ। এই জয়ের ফলে ৬ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ৮ নম্বরে উঠে এল ম্যান ইউ। এর আগে ইংলিশ প্রিমিয়ার লিগে ১৩৬টি ম্যাচে প্রথমার্ধের শেষে এগিয়ে থাকার পর অপরাজিত থাকে ম্যান ইউ। এর মধ্যে ১১৭টি ম্যাচে জয় আসে। বার্নলির বিরুদ্ধে এই রেকর্ড উজ্জ্বল হল। বার্নলির বিরুদ্ধে জয়সূচক গোল করে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন ব্রুনো। তিনি এই পুরস্কার তুলে দেন জনি ইভান্সের হাতে। ব্রুনো বলেন, ‘ও খুব ভালো অধিনায়ক। তবে ওকে মাথা ঠান্ডা রাখতে হবে। রেফারির সঙ্গে একটু বুঝে-শুনে কথা বলা উচিত। যদিও এই ম্যাচে সেরকম কোনও সমস্যা হয়নি।’

ইভান্স বলেছেন, 'বার্নলির বিরুদ্ধে ওদের মাঠে খেলা সহজ নয়। আমাদের জয় পেতে হলে সেরা পারফরম্যান্স দেখানো জরুরি ছিল। আমরা সেটা করতে পেরেছি।'

ব্রুনো বলেছেন, ‘আমি গোল করার জন্য দারুণ পাস পেয়েছিলাম। আমি জানতাম জনি আমাকে পাস দিতে পারে। সেই কারণে আমি অপেক্ষা করছিলাম। আমি জানতাম, বিপক্ষ দলের খেলার ছন্দ নষ্ট করে দিতে পারি। আমাদের দলের সবাই দারুণ মেজাজে আছে। আমাদের দলের সবাই খুব ভালো খেলোয়াড়। বার্নলি খুব ভালো খেলে। সেই কারণে আমাদের সতর্ক থাকতে হচ্ছিল। ওদের বিরুদ্ধে খেলা সত্যিই কঠিন। সেই কারণে আমরা ৩ পয়েন্ট পেয়ে খুব খুশি।’

কয়েকদিন আগেই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে ৩-৪ হেরে যায় ম্যান ইউ। তার আগে ইংলিশ প্রিমিয়ার লিগে গত ম্যাচে ব্রাইটনের কাছে ১-৩ হেরে যায় ম্যান ইউ। এই হারের ধাক্কা কাটিয়ে প্রত্যাবর্তন ঘটানো সহজ ছিল না। কিন্তু এদিনও পয়েন্ট নষ্ট করলে এরিক টেন হ্যাগের দলের উপর চাপ বাড়ত। সেই কারণে বার্নলির বিরুদ্ধে শুরু থেকেই জয়ের চেষ্টা করছিল ম্যান ইউ। তবে লিগ টেবলে ২০ নম্বরে থাকা দলের বিরুদ্ধেও সহজে জয় এল না। বার্নলিই বরং জয় পেলে সেটা খেলার ধারার সঙ্গে সঙ্গতিপূর্ণ হত। সারা ম্যাচে বার্নলিরই দাপট ছিল।

এদিন জয় পেলেও, টেন হ্যাগের চিন্তা কমছে না। তাঁর দলকে লিগ টেবলে উপরের দিকে নিয়ে যেতে হলে টানা জিতে যেতে হবে। কিন্তু ম্যান ইউ এখন যে ফর্মে আছে, তাতে শক্তিশালী দলগুলিকে হারানো মোটেই সহজ হবে না।

আরও পড়ুন-

Manchester City: পুরো দ্বিতীয়ার্ধ ১০ জনে খেলেই নটিংহ্যামের বিরুদ্ধে ২-০ জয়, ইপিএল-এর শীর্ষেই ম্যান সিটি

Mohun Bagan Super Giant: ঘরের মাঠে পাঞ্জাব এফসি-কে উড়িয়ে নতুন মরসুম শুরু আইএসএল চ্যাম্পিয়নদের

Lionel Messi : লিওনেল মেসির কেরিয়ারের ৪৪-তম খেতাব, প্রথম ট্রফি ইন্টার মায়ামির

Share this article
click me!