চলতি প্রিমিয়ার লিগে (Premier League) এখনও পর্যন্ত অপরাজিত রয়েছে ম্যাঞ্চেস্টার সিটি (Manchester City)। আর্সেনালের (Arsenal) বিরুদ্ধে রবিবার, ম্যাচ শেষ হল ২-২ গোলে।
চলতি প্রিমিয়ার লিগে (Premier League) এখনও পর্যন্ত অপরাজিত রয়েছে ম্যাঞ্চেস্টার সিটি (Manchester City)। আর্সেনালের (Arsenal) বিরুদ্ধে রবিবার, ম্যাচ শেষ হল ২-২ গোলে। দ্বিতীয়ার্ধের পুরোটাই কার্যত, ১০ জনে খেলল আর্সেনাল। সেই সুযোগে আক্রমণে ঝাঁঝ অনেকটাই বাড়ায় ম্যাঞ্চেস্টার। ড্র করে ইপিএলে (EPL) শীর্ষস্থান ধরে রাখলেন অরলিং হালান্ডরা।
ম্যাচ শুরুর ৯ মিনিটের মাথায়, গোল করেন হালান্ড। ম্যাঞ্চেস্টার সিটির হয়ে ১০০ তম গোলটি করে ফেললেন তিনি। আর্সেনালের ডিফেন্ডাররা বেশ কিছুটা এগিয়ে যান। ফলে, হালান্ড যখন বল পান, তখন অনেকটা জায়গা তৈরি হয়ে যায়। সেই সুযোগ কাজে লাগিয়েই, গতির নিরিখে বাকিদের পরাস্ত করে বল জালে জড়িয়ে দেন তিনি।
সেই গোল শোধ করেন কালাফিওরি। খেলার ২২ মিনিটে, গোল করেন তিনি। সুবর্ণ সুযোগ কাজে লাগিয়ে গোল করে যান কালাফিওরি। প্রথমার্ধ শেষ হওয়ার মুখেই দলের হয়ে ব্যবধান বাড়ান গ্যাব্রিয়েল মাগালহায়েস।
প্রথমার্ধের অতিরিক্ত সময়ে, লাল কার্ড দেখেন আর্সেনালের লিয়ান্দ্রো ট্রসার্ড। দ্বিতীয় হলুদ কার্ড দেখার ফলে, লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি। যে কারণে, পুরো দ্বিতীয়ার্ধটাই ১০ জনে খেলে আর্সেনাল। তাতেও ম্যাঞ্চেস্টার সিটিকে প্রায় হারিয়ে দিয়েছিলেন গ্যাব্রিয়েল-বুকায়ো সাকারা। কিন্তু শেষ মুহূর্তে ম্যাঞ্চেস্টার সিটির হয়ে গোল করেন জন স্টোনস। সেই গোলের পরেই খেলা শেষের বাঁশি বাজে। শেষপর্যন্ত, ২-২ গোলে ড্র করে শীর্ষস্থান ধরে রাখলেন হালান্ডরা।
ফলে, চলতি প্রিমিয়ার লিগে (Premier League) এখনও পর্যন্ত অপরাজিতই থাকল ম্যাঞ্চেস্টার সিটি (Manchester City)। আর্সেনালের (Arsenal) বিরুদ্ধে রবিবার, তারা ম্যাচ শেষ করল ২-২ গোলে।
বলা চলে, ১০ জনের আর্সেনালকে পেয়েও হারাতে ব্যর্থ সিটি। যদিও লিগ টেবিলের শীর্ষে থাকল তারাই।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।