ইউরোর লড়াই জমজমাট, কোন দল রয়েছে কোন গ্রুপে? একঝলকে দেখে নিন পূর্ণাঙ্গ সূচি

আর মাত্র বাকি কয়েকদিন। শুরু হতে চলেছে ইউরোপের ফুটবল মহাযুদ্ধ। আর এই প্রতিযোগিতায় কোন দল কোন গ্রুপে রয়েছে এবং তাদের ম্যাচ কবে কবে, সেটা একবার দেখে নেওয়া যাক।

Subhankar Das | Published : May 28, 2024 12:32 PM IST

আর মাত্র বাকি কয়েকদিন। শুরু হতে চলেছে ইউরোপের ফুটবল মহাযুদ্ধ। আর এই প্রতিযোগিতায় কোন দল কোন গ্রুপে রয়েছে এবং তাদের ম্যাচ কবে কবে, সেটা একবার দেখে নেওয়া যাক।

বিশ্ব ফুটবলের অন্যতম সেরা প্রতিযোগিতা ইউরো কাপ ঘিরে ইতিমধ্যেই ফুটবলপ্রেমীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। আগামী ১৫ জুন থেকে শুরু হচ্ছে এই মেগা ফুটবল প্রতিযোগিতা। এই বছর ইউরো কাপের আসর বসবে জার্মানির বুকে। মোট ১০টি স্টেডিয়ামে আসন্ন ইউরোর ম্যাচগুলি অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচে মুখোমুখি হবে আয়োজক দেশ জার্মানি এবং স্কটল্যান্ড।

Latest Videos

এবার মোট ২৪টি দল অংশ নিচ্ছে এই প্রতিযোগিতায়। প্রাথমিক পর্যায়ে ৬টি গ্রুপে ভাগ করা হয়েছে সব দলকে। একটি গ্রুপে রয়েছে ৪টি করে দল। আর গ্রুপপর্বে প্রত্যেকটি দল খেলবে ৩টি করে ম্যাচ। চলুন দেখে নেওয়া যাক কোন গ্রুপে কোন দল রয়েছে।

 

গ্রুপ-এঃ জার্মানি, স্কটল্যান্ড, হাঙ্গেরি, সুইজারল্যান্ড

গ্রুপ-বিঃ স্পেন, ক্রোয়েশিয়া, ইতালি, আলবানিয়া

গ্রুপ-সিঃ স্লোভেনিয়া, ডেনমার্ক, সার্বিয়া, ইংল্যান্ড

গ্রুপ-ডিঃ পোল্যান্ড, নেদারল্যান্ডস, অস্ট্রিয়া, ফ্রান্স

গ্রুপ-ইঃ বেলজিয়াম, স্লোভাকিয়া, রোমানিয়া, ইউক্রেন

গ্রুপ-এফঃ তুরস্ক, জর্জিয়া, পর্তুগাল, চেক প্রজাতন্ত্র

 

কবে কবে কার খেলা?

১৫ জুন শনিবারঃ

জার্মানি এবং স্কটল্যান্ড, রাত ১২.৩০ মিনিট

হাঙ্গেরি বনাম সুইজারল্যান্ড, সন্ধ্যে ৬.৩০ মিনিট

স্পেন বনাম ক্রোয়েশিয়া, রাত ৯.৩০ মিনিট

 

১৬ জুন, রবিবারঃ

ইতালি বনাম আলবানিয়া, রাত ১২.৩০ মিনিট

পোল্যান্ড বনাম নেদারল্যান্ডস, সন্ধ্যে ৬.৩০ মিনিট

স্লোভেনিয়া বনাম ডেনমার্ক, রাত ৯.৩০ মিনিট

 

১৭ জুন, সোমবারঃ

সার্বিয়া বনাম ইংল্যান্ড, রাত ১২.৩০ মিনিট

রোমানিয়া বনাম ইউক্রেন, সন্ধ্যে ৬.৩০ মিনিট

বেলজিয়াম বনাম স্লোভাকিয়া, রাত ৯.৩০ মিনিট

 

১৮ জুন, মঙ্গলবারঃ

অস্ট্রিয়া বনাম ফ্রান্স, রাত ১২.৩০ মিনিট

তুরস্ক বনাম জর্জিয়া, রাত ৯.৩০ মিনিট

 

১৯ জুন, বুধবারঃ

পর্তুগাল বনাম চেক প্রজাতন্ত্র, রাত ১২.৩০ মিনিট

ক্রোয়েশিয়া বনাম আলবানিয়া, সন্ধ্যে ৬.৩০ মিনিট

জার্মানি বনাম হাঙ্গেরি, রাত ৯.৩০ মিনিট

 

২০ জুন, বৃহস্পতিবারঃ

স্কটল্যান্ড বনাম সুইজারল্যান্ড, রাত ১২.৩০ মিনিট

স্লোভেনিয়া বনাম সার্বিয়া, সন্ধ্যে ৬.৩০ মিনিট

ডেনমার্ক বনাম ইংল্যান্ড, রাত ৯.৩০ মিনিট

 

২১ জুন, শুক্রবারঃ

স্পেন বনাম ইতালি, রাত ১২.৩০ মিনিট

স্লোভাকিয়া বনাম ইউক্রেন, সন্ধ্যে ৬.৩০ মিনিট

পোল্যান্ড বনাম অস্ট্রিয়া, রাত ৯.৩০ মিনিট

 

২২ জুন, শনিবারঃ

নেদারল্যান্ডস বনাম ফ্রান্স, রাত ১২.৩০ মিনিট

জর্জিয়া বনাম চেক প্রজাতন্ত্র, সন্ধ্যে ৬.৩০ মিনিট

তুরস্ক বনাম পর্তুগাল, রাত ৯.৩০ মিনিট

 

২৩ জুন, রবিবারঃ

বেলজিয়াম বনাম রোমানিয়া, রাত ১২.৩০ মিনিট

 

২৪ জুন সোমবারঃ

জার্মানি বনাম সুইজারল্যান্ড, রাত ১২.৩০ মিনিট

স্কটল্যান্ড বনাম হাঙ্গেরি, রাত ১২.৩০ মিনিট

 

২৫ জুন, মঙ্গলবারঃ

আলবানিয়া বনাম স্পেন, রাত ১২.৩০ মিনিট

ক্রোয়েশিয়া বনাম ইতালি, রাত ১২.৩০ মিনিট

ফ্রান্স বনাম পোল্যান্ড, রাত ৯.৩০ মিনিট

নেদারল্যান্ডস বনাম অস্ট্রিয়া, রাত ৯.৩০ মিনিট

 

২৬ জুন, বুধবারঃ

ডেনমার্ক বনাম সার্বিয়া, রাত ১২.৩০ মিনিট

ইংল্যান্ড বনাম স্লোভেনিয়া, রাত ১২.৩০ মিনিট

স্লোভাকিয়া বনাম রোমানিয়া, রাত ৯.৩০ মিনিট

ইউক্রেন বনাম বেলজিয়াম, রাত ৯.৩০ মিনিট

 

২৭ জুন, বৃহস্পতিবারঃ

জর্জিয়া বনাম পর্তুগাল, রাত ১২.৩০ মিনিট

চেক প্রজাতন্ত্র বনাম তুরস্ক, রাত ১২.৩০ মিনিট

 

গ্রুপ পর্যায়ের সেরা দলগুলি সুযোগ পাবে শেষ ষোলোর লড়াইতে। সবমিলিয়ে, জমজমাট এক ফুটবল ইভেন্ট অপেক্ষা করে রয়েছে বিশ্বের আপামর ফুটবলপ্রেমীদের জন্য।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

ট্রাম না চালানোর সিদ্ধান্ত রাজ্য় সরকারের, প্রতিবাদে জমায়েত শ্যামবাজার ট্রাম ডিপোতে | Kolkata Tram
দুর্গা পুজোয় কী ভাসবে বাংলা? দেখুন কী বলছে হাওয়া অফিস | West Bengal Weather Update
Sukanta Majumdar Live: হাওড়ার আমতায় বন্যায় কবলিত মানুষদের পাশে সুকান্ত মজুমদার, দেখুন সরাসরি
'নিশ্চয়ই ঈশ্বরের কাছে কোন পাপ করেছিলাম, সেই পাপের শাস্তি পেলাম' মন্তব্য অনুব্রত মণ্ডলের
হুগলির বন্যা মোকাবিলায় এসডিও স্মিতা সান্যাল শুক্লা, নিলেন সাধারণ মানুষকে রক্ষা করার দায়িত্ব