
Kerala Sports Minister V Abdurahiman on Argentina Team: লিওনেল মেসির (Lionel Messi) নেতৃত্বে আর্জেন্টিনা দলের (Argentina national football team) কেরল সফর কি বাতিল হয়ে গিয়েছে? বিভিন্ন মহলে এই জল্পনা তৈরি হলেও, কেরলের ক্রীড়ামন্ত্রী ভি আবদুরাহিমান (V Abdurahiman) আশাবাদী, যাবতীয় সমস্যা মিটে যাবে এবং মেসিরা কেরলে খেলতে আসবেন। তিনি অবশ্য স্পনসরদের ঘাড়েই দায় ঠেলেছেন। কেরলের ক্রীড়ামন্ত্রী বলেছেন, আর্জেন্টিনা দলের এই সফরের বিষয়ে যাবতীয় দায়িত্ব স্পনসরদের। রাজ্য সরকারের কোনও দায়িত্ব নেই। জল্পনা তৈরি হয়েছে, স্পনসরদের সঙ্গে চুক্তি সংক্রান্ত সমস্যার জেরে কেরল সফর বাতিল করে দিয়েছে আর্জেন্টিনা ফুটবল সংস্থা। তবে এ বিষয়ে কেরলের ক্রীড়ামন্ত্রী বলেছেন, 'আমরা এখনও এটা বলতে পারছি না যে মেসি ও আর্জেন্টিনা দল কেরলে আসবে না। যদিও কয়েকটা বিষয়ে দেরি হচ্ছে। তবে এই মুহূর্তে কোনও সংশয় নেই।' কেরল সরকারই মেসিদের সফরের বিষয়ে উদ্যোগ নিয়েছিল। কিন্তু এখন এই সফরের জন্য অর্থ জোগাড় করা-সহ যাবতীয় ব্যবস্থাপনার দায় বেসরকারি সংস্থাগুলির উপর ছেড়ে দিচ্ছে কেরল সরকার।
কেরলের ক্রীড়ামন্ত্রী মেসিদের সফর নিয়ে আশাবাদী হলেও, একইসঙ্গে বলেছেন, ‘প্রথমে যারা স্পনসর হয়েছিল, তারা রিজার্ভ ব্যাঙ্কের (RBI) শর্তপূরণ করতে পারেনি। এরপর আমরা স্পনসরশিপ দিই। রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে ছাড়পত্রও পাওয়া গিয়েছে। ফলে আমি আশাবাদী, মেসি ও তাঁর দল কেরলে আসবে। এই মুহূর্তে নেতিবাচক চিন্তা করার কোনও কারণ নেই। রাজ্যে ফুটবলকে আরও জনপ্রিয় করে তোলাই সরকারের উদ্দেশ্য।’
শুরুতে ঠিক হয়েছিল, কেরলের সোনা ও রুপো ব্যবসায়ীদের সংগঠন মেসিদের এই সফরের যাবতীয় খরচ বহন করবে। কিন্তু রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে প্রয়োজনীয় অনুমোদন পেতে দেরি হওয়ায় সরে যায় এই সংগঠন। এরপর কোচির এক সংস্থা স্পনসর হয়েছে। কিন্তু এখনও আর্থিক সমস্যা মেটেনি। এই কারণেই মেসিদের কেরল সফর নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।