FIFA Club World Cup 2025: ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে, নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে পিএসজি-কে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হল চেলসি। আর এই একটা ক্লাব বিশ্বকাপ পকেট ভরিয়ে দিল একাধিক ফুটবল ক্লাবের। বিরাট পরিমাণ টাকা ঘরে তুলল দলগুলি (chelsea f.c. vs psg)।
এদিন ম্যাচের হাফটাইমে নাচ এবং গানে দর্শকদের মাতিয়ে দিলেন ডোজা ক্যাট এবং কোল্ড প্লে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমেরিকার প্রেসিডেন্ট স্বয়ং ডোনাল্ড ট্রাম্প নিজে। মোট একমাস ধরে ৩২টি দলের ৬৩টি ম্যাচ খেলা হল। আর এই ক্লাব বিশ্বকাপের মোট পুরস্কার মূল্য ১ বিলিয়ন ডলার। কার্যত, টুর্নামেন্টে অংশগ্রহণ করা প্রতিটি দলই টাকা পাবে। সঙ্গে প্রতিটি ধাপ পেরনোর জন্য ছিল বড় অঙ্কের টাকা (club world cup 2025)।
https://www.whatsapp.com/channel/0029Va9a73wK0IBjbT91jj2D
যেমন চ্যাম্পিয়ন চেলসি পাচ্ছে ১২৩২.৯৫ কোটি টাকা এবং রানার্স পিএসজি পাবে ১১৩২.৭১ কোটি টাকা। যে পরিমাণ টাকা বেঁচে থাকবে, তা ফুটবলের উন্নতির স্বার্থে ব্যয় করা হবে বলে ঘোষণা করেছেন ফিফা সভাপতি। অন্যদিকে, এই প্রতিযোগিতা সম্প্রচারের গুরুদায়িত্ব ছিল DAZN-এর উপর। যখন তাদের সঙ্গে ফিফার চুক্তি সম্পন্ন হয়, তখন তারা ব্যাপক ক্ষতির সামনে দাঁড়িয়ে ছিল। সেই সংস্থার সঙ্গে ফিফার চুক্তি হয় মোট ১ বিলিয়ন ডলারের। যেখানে ফিফা সাধারণত চুক্তি করে বিবিসি এবং আইটিভি-র সঙ্গে।
সূত্রের খবর, ক্লাব বিশ্বকাপ থেকে মোট ২ বিলিয়ন ডলার আয় করেছে ফিফা। সেটা পুরোটাই ফিফার পকেটে। তাছাড়া অব্যবসায়িক সংস্থার ক্ষেত্রে লাভ একদমই কম নয়। ক্লাবগুলিরও রাজি না হওয়ার কোনও কারণ নেই এতে। সবথেকে বড় বিষয়, চ্যাম্পিয়ন চেলসি যা আয় করল, তাতে তাদের নতুন তারকা জোয়াও পেদ্রোকে সই করানোর পুরো টাকাটাই উঠে চলে এসেছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।