
FIFA Club World Cup 2025: পুরনো ক্লাবকে জবাব দেওয়ার লক্ষ্য মাঠে নেমেছিলেন। কিন্তু ম্যাচ শেষে মাথা নিচু করেই মাঠ ছাড়তে হল কিলিয়ান এমবাপেকে (Kylian Mbappé)। তাঁর দেশের ক্লাব পিএসজি (PSG) সহজেই রিয়াল মাদ্রিদকে (Real Madrid) হারিয়ে ক্লাব বিশ্বকাপ ফাইনালে (FIFA Club World Cup 2025 Final) পৌঁছে গেল। পুরো সময়ই মাঠে থাকলেন এমবাপে। কিন্তু তাঁর পক্ষে কিছুই করা সম্ভব হল না। প্রথমার্ধেই ৩-০ এগিয়ে গিয়েছিল পিএসজি। এরপর আর রিয়াল মাদ্রিদের পক্ষে ম্যাচে ফেরা সম্ভব হয়নি। ম্যাচের শেষদিকে ব্যবধান বাড়ায় পিএসজি। ভারতীয় সময় অনুযায়ী রবিবার মধ্যরাতে ক্লাব বিশ্বকাপ ফাইনালে চেলসির (Chelsea) মুখোমুখি হচ্ছে পিএসজি। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ (UEFA Champions League) জেতার পর এবার ক্লাব বিশ্বকাপও জেতার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছে লুইস এনরিকের (Luis Enrique) দল।
এই ম্যাচে পিএসজি-র অন্যতম নায়ক স্পেনের ফুটবলার ফ্যাবিয়ান রুইজ (Fabián Ruiz)। তাঁকে ব্যবহার করেই রিয়াল মাদ্রিদকে দুরমুশ করল পিএসজি। ঠিক যেন কাঁটা দিয়ে কাঁটা তোলা। ৬ মিনিটে প্রথম গোল করেন রুইজ। এরপর ৯ মিনিটে ব্যবধান বাড়ান স্পেনের জাতীয় দলে এমবাপের সতীর্থ উসমানে ডেম্বেলে (Ousmane Dembélé)। ২৪ মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোল করেন রুইজ। প্রথমার্ধে আর গোল হয়নি। ৮৭ মিনিটে চতুর্থ গোল করেন গনসালো র্যামোস (Gonçalo Ramos)।
ক্রোয়েশিয়ার (Croatia) কিংবদন্তি লুকা মডরিচ (Luka Modric) এদিনই রিয়াল মাদ্রিদের হয়ে শেষ ম্যাচ খেললেন। তিনি আগেই ক্লাব ছাড়ার কথা ঘোষণা করেছিলেন। তাঁকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছিল। কিন্তু ক্লাব বিশ্বকাপ থেকে হতাশাজনকভাবে বিদায় নিতে হল মডরিচকে। তিনি ৬ বার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। কিন্তু শেষটা ভালোভাবে করতে পারলেন না। রিয়াল মাদ্রিদের অপর এক তারকা লুকাস ভাজকুয়েজও (Lucas Vazquez)। তিনি ৫ বার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। এই দুই তারকার বিকল্প খেলোয়াড় পাওয়া সহজ হবে না।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।