East Bengal: রক্ষণ শক্তিশালী করার উদ্যোগ, আই লিগের অন্যতম সেরা ডিফেন্ডার ইস্টবেঙ্গলে

Published : Jul 09, 2025, 08:23 PM ISTUpdated : Jul 09, 2025, 09:33 PM IST
Martand Raina

সংক্ষিপ্ত

East Bengal FC: আইএসএল-এ (Indian Super League) গত মরসুমেও নিয়মিত গোল হজম করেছে ইস্টবেঙ্গল। রক্ষণের এই দুর্বলতা দূর করার জন্য এবার আই লিগ (I League) থেকে তরুণ ভারতীয় ডিফেন্ডারকে দলে নিল ইস্টবেঙ্গল।

Martand Raina joined East Bengal FC: আই লিগের (I-League) দল রাজস্থান ইউনাইটেড এফসি (Rajasthan United FC) থেকে তরুণ ডিফেন্ডার মার্তণ্ড রায়নাকে (Martand Raina) সই করাল ইস্টবেঙ্গল (East Bengal FC)। বুধবার এই ডিফেন্ডারের সঙ্গে তিন বছরের চুক্তির কথা ঘোষণা করা হয়েছে। এই ডিফেন্ডার ১৬ নম্বর জার্সি পরে খেলবেন। ২০২৪-২৫ মরসুমে আই লিগে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন মার্তণ্ড। এই দীর্ঘদেহী ডিফেন্ডার বিপক্ষের স্ট্রাইকারদের পা থেকে বল কেড়ে নিতে ওস্তাদ। তিনি ঠিক জায়গায় থেকে বিপক্ষের আক্রমণ ভোঁতা করে দিতে পারেন। হেডিংও দক্ষ মার্তণ্ড। রক্ষণে ভালো পারফরম্যান্স দেখানোর পাশাপাশি আক্রমণেও দলকে সাহায্য করতে পারেন মার্তণ্ড। তিনি গত মরসুমের আই লিগে চার গোল করেন। তিনিই আই লিগে সেন্টার-ব্যাকদের মধ্যে সবচেয়ে বেশি গোল করেন। আই লিগে ২১ ম্যাচে মোট ১,৭৬৬ মিনিট খেলেন মার্তণ্ড। গত মরসুমে লাল-হলুদ রক্ষণকে ভরসা দিতে পারেননি লালচুংনুঙ্গা (Lalchungnunga)। এবার আনোয়ার আলির (Anwar Ali) পাশে মার্তণ্ড খেললে রক্ষণ জমাট হবে বলে আশা লাল-হলুদ শিবিরের।

মার্তণ্ডকে নিয়ে আশাবাদী অস্কার ব্রুজোঁ

মার্তণ্ডকে দলে পেয়ে খুশি ইস্টবেঙ্গলের প্রধান কোচ অস্কার ব্রুজোঁ (Oscar Bruzon)। তিনি ২৪ বছর বয়সি এই ডিফেন্ডার সম্পর্কে বলেছেন, ‘গত মরসুমের আই লিগে অন্যতম কার্যকর ও ধারাবাহিক খেলোয়াড় ছিল রায়না। আমাদের রক্ষণ যাতে শক্তিশালী হয় এবং প্রথম একাদশে সুযোগ করে নেওয়ার জন্য প্রতিযোগিতা বৃদ্ধি পায়, তার জন্যই ওকে আমরা সই করালাম।’

মার্তণ্ডর প্রশংসায় থাংবোই সিংটো

তরুণ ডিফেন্ডারের প্রশংসা করে ইস্টবেঙ্গলের হেড অফ ফুটবল থাংবোই সিংটো বলেছেন, ‘আমাদের লক্ষ্য হল আই লিগ সেরা প্রতিভাদের তুলে নিয়ে আসা। ওরা যাতে বেশ কিছুদিন ধরে ইস্টবেঙ্গলের হয়ে খেলতে পারে, তা নিশ্চিত করতে চাইছি। গত মরসুমের আই লিগে রায়নার অবিশ্বাস্য ধারাবাহিকতাই ওর প্রতি আমাদের আকৃষ্ট করে। আমাদের বিশ্বাস, ও পরবর্তী ধাপে উন্নত হতে পারবে এবং ক্লাবের সাফল্যে অবদান রাখতে পারবে।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

সুপার কাপ ফাইনাল: 'আমাদের পাশে থাকতে গোয়ায় আসুন,' সমর্থকদের আর্জি রশিদ-সিবিলে-ক্রেসপোদের
FIFA World Cup 2026: ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র শুক্রবার, সরাসরি দেখবেন কোথায়?