
Real Madrid vs Al-Hilal: রিয়াল মাদ্রিদের (Real Madrid) নতুন কোচ হিসেবে শুরুটা ভালোভাবে করতে পারলেন না প্রাক্তন ফুুটবলার জাবি আলোন্সো (Xabi Alonso)। ক্লাব বিশ্বকাপে (FIFA Club World Cup) নিজেদের প্রথম ম্যাচে সৌদি প্রো লিগের (Saudi Pro League) অন্যতম সেরা দল আল-হিলালের (Al-Hilal Saudi FC) কাছে আটকে গেল রিয়াল মাদ্রিদ। ম্যাচের ফল ১-১। ৩৪ মিনিটে গঞ্জালো গার্সিয়ার (Gonzalo Garcia) গোলে এগিয়ে যায় রিয়াল। কিন্তু ৭ মিনিটের মধ্যেই সমতা ফেরায় আল-হিলাল। বক্সের মধ্যে মার্কোস লিওনার্দোকে (Marcos Leonardo) অবৈধভাবে বাধা দেন রাউল আসেনসিও (Raul Asensio)। পেনাল্টির নির্দেশ দেন রেফারি। গোল করে ম্যাচে সমতা ফেরান রুবেন নেভেস (Ruben Neves)। সারা ম্যাচে ৭ বার গোলে শট নেন রিয়াল মাদ্রিদের ফুটবলাররা। কিন্তু তাঁরা জয়সূচক গোল পেলেন না। ফলে সৌদি আরবের ক্লাবের কাছে আটকে গেল রিয়াল মাদ্রিদ।
ক্লাব বিশ্বকাপের প্রথম ম্যাচে রিয়াল মাদ্রিদ আটকে গেলেও, জয় পেল ম্যাঞ্চেস্টার সিটি (Manchester City)। বৃহস্পতিবার মরক্কোর ক্লাব উইদাদ এসি-কে (Wydad AC) সহজেই ২-০ হারিয়ে দিল ম্যান সিটি। ৮৮ মিনিটে লাল কার্ড দেখেন রিকো লিউইস (Rico Lewis)। ফলে বাকি সময়টা ১০ জনে খেলতে বাধ্য হয় ম্যান সিটি। তা সত্ত্বেও জয় পেতে সমস্যা হয়নি। ম্যাচের দ্বিতীয় মিনিটেই প্রথম গোল করেন ফিল ফডেন (Phil Foden)। এরপর ৪২ মিনিটে দ্বিতীয় গোল করেন জেরেমি ডকু (Jeremy Doku)। ম্যান সিটির সামনে কোনওরকম প্রতিরোধই গড়ে তুলতে পারেনি মরক্কোর ক্লাব।
বড় ব্যবধানে জয় দিয়ে ক্লাব বিশ্বকাপ শুরু করল ইতালির বিখ্যাত ক্লাব জুভেন্টাস (Juventus)। আবু ধাবির (Abu Dhabi) ক্লাব আল-আইন এফসি-কে (Al Ain Football Club) ৫-০ উড়িয়ে দিল জুভেন্টাস। জোড়া গোল করলেন ফরাসি তারকা রান্ডাল কোলো মুয়ানি (Randal Kolo Muani)। পর্তুগালের তারকা ফ্রান্সিসকো কনসিকাও (Francisco Conceicao) জোড়া গোল করেন। অপর গোল করেন কেনান ইলদিজ (Kenan Yildiiz)।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।