
All India Football Federation: ডুরান্ড কাপ (Durand Cup), সুপার কাপ (Super Cup) বা ফেডারেশন কাপ (Federation Cup), আই লিগ (I League) আছে। সন্তোষ ট্রফি (Santosh Trophy), বিভিন্ন বয়সভিত্তিক টুর্নামেন্টও আছে। কিন্তু ২০২৫-২৬ মরসুমে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (All India Football Federation) ক্যালেন্ডারে ইন্ডিয়ান সুপার লিগ (Indian Super League) নেই। তাহলে কি বন্ধ হয়ে যাচ্ছে দেশের সেরা লিগ হিসেবে পরিচিত হয়ে ওঠা আইএসএল? বিভিন্ন ক্লাব ও ফ্র্যাঞ্চাইজি নতুন মরসুমের জন্য দল গঠনের কাজ শুরু করে দিয়েছে। ভারতীয় ও বিদেশি ফুটবলারদের সঙ্গে চুক্তি করা হচ্ছে। সবই হচ্ছে আইএসএল-এর কথা মাথায় রেখেই। কিন্তু এই লিগ যদি না হয়, তাহলে কী হবে? শুধু ডুরান্ড কাপ, সুপার কাপ বা ফেডারেশন কাপ খেলেই মরসুম শেষ করে দেবে ক্লাবগুলি? আইএসএল না হলে ভারতের কোনও ক্লাব কি এএফসি টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করতে পারবে? প্রশ্ন অনেক, কিন্তু উত্তর দিতে পারছে না এআইএফএফ।
এআইএফএফ দেশের সেরা লিগ আয়োজনের দায়িত্বে নেই। আইএসএল আয়োজন করে ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড (Football Sports Development Limited)। এই বেসরকারি সংস্থার সঙ্গে এআইএফএফ-এর মাস্টার রাইটস অ্যাগ্রিমেন্ট (Master Rights Agreement) শেষ হয়ে গিয়েছে। এই চুক্তির আওতায় রয়েছে মালিকানা এবং লিগ ব্যবহারের স্বত্ব। এফএসডিএল-এর পক্ষ থেকে বিভিন্ন ক্লাবকে জানিয়ে দেওয়া হয়েছে, চুক্তি নিয়ে জটিলতা মেটা না পর্যন্ত আগামী মরসুমের আইএসএল শুরু হবে না। ফলে লিগের ভবিষ্যৎ বিশ বাঁও জলে।
এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবের (Kalyan Chaubey) বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ উঠেছে। এআইএফএফ-এর নতুন সংবিধান নিয়ে শীঘ্রই রায় দিতে পারে সুপ্রিম কোর্ট। তার আগে আইএসএল-এর বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া কঠিন। ডিসেম্বরে এফএসডিএল-এর সঙ্গে এআইএফএফ-এর চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। তার আগে নতুন করে চুক্তি না হলে শুরু হবে না আইএসএল।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।