FIFA club World Cup 2025: ফিফা ক্লাব বিশ্বকাপের প্রি-কোয়ার্টার গেল কোন কোন দল? দেখে নিন একঝলকে

Published : Jun 27, 2025, 12:44 PM ISTUpdated : Jun 27, 2025, 12:45 PM IST
FIFA club World Cup 2025

সংক্ষিপ্ত

FIFA club World Cup 2025: খেলা হচ্ছে জমজমাট। ইতিমধ্যেই ফিফা ক্লাব বিশ্বকাপ ফুটবলের প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে ১৬টি দল। 

FIFA club World Cup 2025: আমেরিকার বুকে অনুষ্ঠিত হচ্ছে ফিফা ক্লাব বিশ্বকাপ। আর সেই ক্লাব বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে নিশ্চিত হয়ে গেল ১৬টি দল। শনিবার থেকে শুরু হচ্ছে নক-আউট পর্ব। তার আগে বৃহস্পতিবার, ইতিমধ্যেই জায়গা পাকা করে ফেলল রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস এবং ম্যাঞ্চেস্টার সিটি। 

বৃহস্পতিবার, মুখোমুখি হয় ম্যাঞ্চেস্টার সিটি বনাম জুভেন্টাস। সেই ম্যাচে পাঁচ গোল দেয় সিটি। ফলে, জুভেন্টাসের বিরুদ্ধে তারা জিতল ৫-২ ব্যবধানে। সিটির হয়ে গোল করেন জেরেমি ডোকু, পিয়েরে কালুলু (আত্মঘাতী), এর্লিং হালান্ড, ফিল ফোডেন এবং সাভিনহো। অর্থাৎ, বিরাট জয়। এদিকে জুভেন্টাসের হয়ে দু’টি গোল শোধ করেন টিউন কুপমেইনার্স এবং দুসান লাহুভিচ। 

তবে এই ম্যাচে হারলেও গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে তারা। আবার নক আউটে পৌঁছে গেছে রিয়াল মাদ্রিদও। তারা ৩-০ গোলে তারা হারিয়ে দিয়েছে রেড বুল সালসবার্গকে। মাদ্রিদের হয়ে এই ম্যাচে গোল করেন ভিনিসিয়াস জুনিয়র, ফেডেরিকো ভালভার্দে এবং গঞ্জালো গার্সিয়া।

অন্যদিকে, জয় পেয়েছে আল হিলাল

আল হিলাল প্রি-কোয়ার্টার ফাইনালে উঠলেও জিতে গিয়েও বাদ গেছে আল আইন। গ্রুপে তৃতীয় স্থানে শেষ করেছে তারা। তাছাড়া প্রি-কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদ খেলতে নামবে জুভেন্টাসের বিরুদ্ধে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দুই প্রাক্তন ক্লাব এবার একে অপরের মুখোমুখি হতে চলেছে। এছাড়া ম্যাঞ্চেস্টার সিটি খেলবে আল হিলালের বিরুদ্ধে।

শনিবার, থেকে শুরু হচ্ছে ক্লাব বিশ্বকাপের নক আউট পর্ব। সেদিন প্রথম ম্যাচেই মুখোমুখি হবে পামেইরাস এবং বোটাফোগো। শনিবার রাতে, মুখোমুখি হবে বেনফিকা এবং চেলসি।

আর ঠিক তার আগে, ক্লাব বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে নিশ্চিত হয়ে গেল ১৬টি দল। শনিবার থেকে শুরু হচ্ছে নক-আউট পর্ব। তার আগে বৃহস্পতিবার, জায়গা পাকা করে ফেলল রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস এবং ম্যাঞ্চেস্টার সিটি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

সুপার কাপ ফাইনাল: 'আমাদের পাশে থাকতে গোয়ায় আসুন,' সমর্থকদের আর্জি রশিদ-সিবিলে-ক্রেসপোদের
FIFA World Cup 2026: ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র শুক্রবার, সরাসরি দেখবেন কোথায়?