
Emami East Bengal FC: শুক্রবার কলকাতা ফুটবল লিগ (Calcutta Football League 2025-26 Premier Division) অভিযান শুরু করছে সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন হওয়া ইস্টবেঙ্গল (Emami East Bengal FC)। গত মরসুমে কলকাতা লিগের চ্যাম্পিয়ন কোন দল, তা এখনও ঠিক হয়নি। ডায়মন্ড হারবার এফসি (Diamon Harbour FC) মামলা করায় পয়েন্টের বিচারে এগিয়ে থাকা ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন ঘোষণা করতে পারেনি আইএফএ। এরই মধ্যে নতুন মরসুমের প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে নামছে ইস্টবেঙ্গল। শুক্রবার বিকেল তিনটেয় নৈহাটি বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে মেজারার্স ক্লাবের বিরুদ্ধে এবারের কলকাতা লিগে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে ইস্টবেঙ্গল। কলকাতা ময়দানের অন্যতম প্রাচীন দল মেজারার্স ক্লাব। এই ক্লাব প্রতিষ্ঠা হয় ১৯১৪ সালে। লেসলি ক্লডিয়াস সরণিতে (Leslie Claudius Sarani) ইস্টবেঙ্গল তাঁবুর অদূরেই মেজারার্স ক্লাবের তাঁবু। তবে সাফল্যের বিচারে দুই ক্লাবের পার্থক্য বিস্তর। শুক্রবার মেজারার্স ক্লাব কতটা লড়াই করতে পারবে, সে বিষয়ে গড়ের মাঠে আগ্রহ তৈরি হয়েছে।
বিনো জর্জের (Bino George) কোচিংয়ে গতবারের কলকাতা লিগে অপরাজিত ছিল ইস্টবেঙ্গল। ১২ ম্যাচের মধ্যে ১১ ম্যাচে জয় এসেছিল এবং একটি ম্যাচ ড্র হয়েছিল। ৪৬ গোল করেছিলেন লাল-হলুদ জার্সিধারীরা। সর্বাধিক ১৩ গোল করেন জেসিন টি কে (Jesin TK)। এবার দলের শক্তি বাড়ানোর লক্ষ্যে ভবানীপুর এফসি (Bhawanipore FC) থেকে স্ট্রাইকার মনোতোষ মাজি, ডিফেন্ডার বিক্রম প্রধান এবং সুরুচি সংঘ (Suruchi Sangha) থেকে মিডফিল্ডার সঞ্জয় ওঁরাওকে দলে নিয়েছে ইস্টবেঙ্গল। বাংলাকে সন্তোষ ট্রফি জেতাতে বড় ভূমিকা পালন করেছিলেন মনোতোষ ও বিক্রম। এবার তাঁরা কলকাতা লিগেও ভালো পারফরম্যান্স দেখাবেন বলে আশায় লাল-হলুদ শিবির।
বিনোর কোচিংয়ে গত কয়েক মরসুমে কলকাতা ফুটবল লিগে ভালো পারফরম্যান্স দেখিয়েছে ইস্টবেঙ্গল। বেশ কয়েকজন তরুণ ফুটবলার নজর কেড়ে নিয়েছেন। এবারের কলকাতা লিগে খেলতে নামার আগে বিনো বলেছেন, ‘নতুন খেলোয়াড়রা আমার খেলার ধারার সঙ্গে দ্রুত মানিয়ে নিচ্ছে। ওরা দলকে আরও শক্তিশালী করে তুলবে। আমরা কলকাতা লিগে দাপট অব্যাহত রাখতে চাই। দেশের অন্যতম কঠিন রাজ্য লিগ কলকাতা ফুটবল লিগ। এটা তরুণ ফুটবলারদের জন্য চমৎকার মঞ্চ।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।