Mohun Bagan Super Giant: জেসন কামিংসের সইয়ের সময় নিয়ম লঙ্ঘন, ফিফার নিষেধাজ্ঞার মুখে মোহনবাগান

Published : May 05, 2025, 04:05 PM ISTUpdated : May 05, 2025, 05:06 PM IST
Mohun Bagan Super Giant

সংক্ষিপ্ত

Mohun Bagan Super Giant: গত কয়েক বছরে ভারতীয় ফুটবলে সফলতম ক্লাব মোহনবাগান সুপার জায়ান্ট। তবে এবারের মরসুম শেষ হওয়ার পরেই ফিফার (FIFA) নিষেধাজ্ঞার মুখে পড়ল সবুজ-মেরুন।

Mohun Bagan Super Giant National Transfer Ban: সফল মরসুম সবে শেষ হয়েছে। এবার নতুন মরসুমের জন্য দলগঠন শুরু হবে। কিন্তু তার আগেই সমস্যায় মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। ফিফার (FIFA) নিষেধাজ্ঞার মুখে পড়ল সবুজ-মেরুন। জাতীয় স্তরে আপাতত কোনও নতুন ফুটবলারকে সই করাতে পারবে না মোহনবাগান। অস্ট্রেলিয়ার ক্লাব সেন্ট্রাল কোস্ট মেরিনার্স এফসি (Central Coast Mariners FC) থেকে স্ট্রাইকার জেসন কামিংসকে (Jason Cummings) সই করানোর সময় কিছু পদ্ধতিগত সমস্যা হয়েছিল। এই কারণেই ফিফার নিষেধাজ্ঞার মুখে পড়ল মোহনবাগান। ফিফা শৃঙ্খলারক্ষা কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। ২ মে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফিফা জুডিশিয়াল বডিজ বিভাগের ডিরেক্টর কার্লোস স্নেইডার সালভাদোরেস সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে (All India Football Federation) ই-মেল করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। এই ই-মেলে এটিকে মোহনবাগান এফসি (ATK Mohun Bagan FC) হিসেবে উল্লেখ করা হয়েছে। এআইএফএফ-কে অবিলম্বের এই সিদ্ধান্ত কার্যকর করতে বলেছে ফিফা। নতুন মরসুমে দলবদল শুরু হওয়ার আগে যদি এই নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা হয়, তাহলে সমস্যায় পড়ে যেতে পারে মোহনবাগান সুপার জায়ান্ট।

নিয়ম লঙ্ঘনের কথা মানতে নারাজ সবুজ-মেরুন শিবির

ফিফা নিষেধাজ্ঞার কথা জানানোর পর মোহনবাগান সুপার জায়ান্টের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই সিদ্ধান্ত প্রশাসনিক। এর সঙ্গে আর্থিক অনিয়মের কোনও সম্পর্ক নেই। কোনও নিয়ম লঙ্ঘন করা হয়নি। দ্রুত এই সমস্যা মিটে যাবে বলেও আশা সবুজ-মেরুন শিবিরের।

আর্থিক কারণেই নিষেধাজ্ঞা জারি ফিফার

ফিফার শৃঙ্খলারক্ষা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৩ সালের গ্রীষ্মে এ লিগ ছেড়ে আইএসএল-এ যোগ দেন কামিংস। সেই সময় অনুশীলনের ক্ষতিপূরণ হিসেবে সেন্ট্রাল কোস্ট মেরিনার্স এফসি-কে যে অর্থ দেওয়ার কথা ছিল মোহনবাগান সুপার জায়ান্টের, সেই অর্থ দেওয়া হয়নি। ট্রান্সফার ফি হিসেবে যে অর্থ দেওয়ার কথা ছিল, তা মিটিয়ে দিয়েছিল সবুজ-মেরুন। কিন্তু অনুশীলনের ক্ষতিপূরণ বাবদ যে অর্থ প্রাপ্য ছিল, তা পায়নি অস্ট্রেলিয়ার ক্লাবটি। এই কারণেই কড়া ব্যবস্থা নিল ফিফা। এই অর্থ দিতে দেরি হলে বা দেওয়া না হলে কঠোর ব্যবস্থা নেয় ফিফা। এবার মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে সেই ব্যবস্থা নেওয়া হল। যদিও মোহনবাগান সুপার জায়ান্ট কর্তারা দাবি করেছেন, যে অর্থ নিয়ে সমস্যা, তা মিটিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। কিন্তু কিছু পদ্ধতিগত সমস্যার জন্য সেই অর্থ মিটিয়ে দেওয়া সম্ভব হয়নি। এই কারণে সাময়িকভাবে জাতীয় স্তরে নতুন খেলোয়াড়কে দলে নেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করল ফিফা।

সমর্থকদের আশ্বস্ত করছেন কর্তারা

ফিফার পক্ষ থেকে নিষেধাজ্ঞা জারি করলেও, তাতে বিশেষ চিন্তিত নন বলে দাবি করছেন মোহনবাগান সুপার জায়ান্ট কর্তারা। তাঁরা সমর্থকদের আশ্বস্ত করে বলেছেন, এই নিষেধাজ্ঞা বড় কোনও ব্যাপার না। দ্রুত এই সমস্যা মিটে যাবে। এক কর্তা জানিয়েছেন, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। এক সপ্তাহের মধ্যেই সমস্যা মিটে যাবে বলে আশা করা হচ্ছে। তবে যত দ্রুত এই সমস্যা মিটে যাওয়ার কথা বলছেন সবুজ-মেরুন কর্তারা, তা যদি না হয়, তাহলে নতুন মরসুমের আগে কিছুটা অস্বস্তি হতে পারে।

ভারতসেরা দল মোহনবাগান সুপার জায়ান্টের

গত কয়েক মরসুম ধরেই ভারতীয় ফুটবলের বেশিরভাগ সেরা তারকাই মোহনবাগান সুপার জায়ান্টের হয়ে খেলছেন। সদ্যসমাপ্ত মরসুমেও জাতীয় দলের অনেক তারকাই সবুজ-মেরুন জার্সি পরে খেলেছেন। তাঁদের সঙ্গে ক্লাবের দীর্ঘমেয়াদী চুক্তি আছে। ফলে নতুন মরসুমে যদি জাতীয় স্তরে কোনও ফুটবলারকে নতুন করে সই করানো সম্ভব নাও হয়, তাহলেও সবুজ-মেরুন শিবিরের কোনও সমস্যা হওয়ার কথা নয়। নতুন মরসুমেও মোহনবাগান সুপার জায়ান্টের দল অত্যন্ত শক্তিশালী হতে চলেছে। নতুন করে কোনও বিদেশি ফুটবলারকে নেওয়া হতে পারে। বিদেশি ফুটবলারকে দলে নেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেনি ফিফা। ফলে স্বস্তিতে সবুজ-মেরুন শিবির।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

সুপার কাপ ফাইনাল: 'আমাদের পাশে থাকতে গোয়ায় আসুন,' সমর্থকদের আর্জি রশিদ-সিবিলে-ক্রেসপোদের
FIFA World Cup 2026: ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র শুক্রবার, সরাসরি দেখবেন কোথায়?