Super Cup Final 2025: জামশেদপুরকে দুরমুশ করে সুপার কাপ ঘরে তুলল এফসি গোয়া, জোড়া গোল বোরহার

Published : May 03, 2025, 09:24 PM ISTUpdated : May 03, 2025, 09:57 PM IST
Super Cup 2025

সংক্ষিপ্ত

Super Cup Final 2025: সুপার কাপ ট্রফি এফসি গোয়ার দখলে। জামশেদপুরকে হারিয়ে বড় জয় তুলে নিল গোয়া (FC Goa)। 

Super Cup Final 2025: ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে শনিবার সন্ধ্যায়, সুপার কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল এফসি গোয়া বনাম জামশেদপুর এফসি (FC Goa vs Jamshedpur FC)।  আর সেই ম্যাচেই, ৩-০ গোলে জয় পেল এফসি গোয়া (fc goa vs jamshedpur fc live score)। 

এদিন শুরু থেকেই জমে ওঠে ফাইনাল ম্যাচে। একদিকে সিভেরিও এবং জাভি হার্নান্দেজরা জামেশদপুর জার্সিতে চাপ বাড়াতে থাকেন। আর ঠিক উল্টোদিকে বরিস সিং এবং কার্ল ম্যাঘাউরা এফসি গোয়ার হয়ে কাউন্টার অ্যাটাক তুলে আনতে থাকেন (fc goa vs jamshedpur fc score)। 

তারই মাঝে ফাউল করার অপরাধে হলুদ কার্ড দেখেন জামেশদপুর এফসির ডিফেন্ডার স্টিফেন এজে। অন্যদিকে, ফ্রি-কিক থেকে গোলের সুযোগ নষ্ট করেন বোরহা। নাহলে তখনই গোয়া এগিয়ে যেতে পারত। কিন্তু উদান্তা সিংরা যেভাবে উইং-কে ব্যবহার করে আক্রমণ তুলে আনছিলেন, তাতে বোঝাই যাচ্ছিল যে, যে কোনও মুহূর্তে গোল পেয়ে যেতে পারেন তারা (Super Cup Highlights)। 

আর ঠিক তাই হল। ম্যাচের ২২ মিনিটে, মাঝমাঠ থেকে পাওয়া বলে বাঁদিক দিয়ে দ্রুত এগিয়ে জোরালো শট নেন এফসি গোয়া ফরোয়ার্ড সাঙ্গওয়ান। তবে সেই শট রুখে দেন জামেশদপুর গোলকিপার আলবিনো গোমেজ। কিন্তু ফিরতি বলে ফের শট নেন, বোরহা। সেটিও সেভ করেন আলবিনো। কিন্তু তৃতীয় শটে বলকে জালে জড়িয়ে দেন সেই বোরহা হেরেরা। আর সঙ্গে সঙ্গে এফসি গোয়া ম্যাচে এগিয়ে যায় ১-০ ব্যবধানে (super cup 2025 live)। 

যদিও খেলার ৩৭ মিনিটে, সুযোগ আসে জামেশদপুর এফসির সামনেও। তবে মিস করেন আশুতোষ মেহতা। এদিকে জামেশদপুরের হয়ে উভেইস এবং মুরে একাধিক চেষ্টা করেন গোল করার। কিন্তু গোল আসছিল না কিছুতেই। শেষপর্যন্ত, আর কোনও গোল হয়নি। প্রথমার্ধ শেষ হয় ১-০ ফলাফল নিয়েই (fc goa vs jamshedpur fc highlights)।       

দ্বিতীয়ার্ধে যেন আরও শক্তিশালী হয়ে নামে গোয়া। খেলার ৫১ মিনিটে, দূরপাল্লার দুরন্ত শটে গোল করে যান বোরহা এবং গোয়া ম্যাচে লিড নেয় ২-০ ব্যবধানে। যদিও তার কয়েক মুহূর্তের মধ্যেই অফসাইডের দরুণ জামেশদপুরের গোল বাতিল হয়।  

 

 

কিন্তু ম্যাচের নাটকীয় মুহূর্ত তখনও আরও অনেকটাই বাকি ছিল। খেলার ৭২ মিনিটে, কার্ল ম্যাঘাউ বল বাড়ান ড্রাজিকের দিকে। সেই বল নিয়েই বাঁ-প্রান্ত দিয়ে গতি বাড়িয়ে ঢুকে, আলবিনোকে পরাস্ত করে সোজা জালে বল ঠেলে দেন ড্রাজিক। জামশেদপুর গোলকিপার আলোবিনো চেষ্টা করেও সেই বল ধরতে পারেননি। আর সেই গোলের সুবাদেই এফসি গোয়া ম্যাচে এগিয়ে যায় ৩-০ ব্যবধানে। এই ম্যাচে গোয়ার হয়ে গুয়ারোটক্সেনাও অনেক বেশ ওয়ার্কলোড নেন (super cup 2025 final)।  

ম্যাচের শেষদিকে বোরহাকে তুলে নেন এফসি গোয়া কোচ মানোলো মারকুয়েজ। তবে জামেশদপুরের হয়ে পাল্টা আক্রমণে উঠে আসার চেষ্টা করে সানান এবং আশুতোষ। শেষপর্যন্ত, জামশেদপুর এফসিকে ৩-০ গোলে হারিয়ে সুপার কাপ জিতে নিল এফসি গোয়া। ম্যাচের সেরা বোরহা হেরেরা (Borja Herrera)। 

 

 

আর সবথেকে উল্লেখযোগ্য দিকটি হল, সেই বোরহার জোড়া গোলে এফসি গোয়া জয় পেল। যাকে ইস্টবেঙ্গল দল থেকে ছেঁটে ফেলেছিল। দ্বিতীয়ত, ঠিক একদিন আগে সেরা কোচের শিরোপা পাওয়া খালিদ জামিলের সেই একই ডিফেন্সিভ পরিকল্পনায় ডুবতে হল জামশেদপুরকে। আর সবশেষে, জাতীয় দলের হেড কোচ মানোলো অনেকটা স্বস্তি নিয়ে ঘুমাতে যাবেন। 

এদিন ম্যাচের শেষদিকে চূড়ান্ত ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় কলিঙ্গতে। ম্যাচ শেষে গোটা মাঠ প্রদক্ষিণ করেন এফসি গোয়া ফুটবলাররা। ভিজতে ভিজতেই চলে সেলিব্রেশন (fc goa vs jamshedpur fc live)। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

সুপার কাপ ফাইনাল: 'আমাদের পাশে থাকতে গোয়ায় আসুন,' সমর্থকদের আর্জি রশিদ-সিবিলে-ক্রেসপোদের
FIFA World Cup 2026: ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র শুক্রবার, সরাসরি দেখবেন কোথায়?