FC Barcelona vs Villarreal CF: লা লিগার শীর্ষে বার্সেলোনা। নেপথ্যে ইয়ামাল-র্যাফিনহা জুটি (villarreal cf vs fc barcelona standings)। এবার অ্যাওয়ে ম্যাচে, ভিলারিয়ালকে ২-০ গোলে গোলে হারিয়ে দিল বার্সা। এই ম্যাচে, বার্সেলোনার হয়ে গোল করেন লামিনে ইয়ামাল এবং র্যাফিনহা (la liga standings)।
ম্যাচের ৩৯ মিনিটে, ভিলারিয়ালের রেনাতো ভেইগা লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যাওয়ায়, জয় অনেকটা সহজ হয়ে যায় বার্সেলোনার কাছে। কার্যত, গোটা ম্যাচেই দাপট দেখায় হান্সি ফ্লিকের ছেলেরা।
আর এই জয়ের ফলে, টানা ৭টি ম্যাচ অপরাজিত রইল বার্সেলোনা। রবিবার, অ্যাওয়ে ম্যাচের শুরু থেকেই আগ্রাসী মনোভাব দেখা যায় বার্সেলোনার ফুটবলারদের মধ্যে। খেলার ১২ মিনিটে, দলের হয়ে প্রথম গোলটি করেন র্যাফিনহা।
ইয়ামালের কাছ থেকে বল পেয়ে ডি-বক্সের ডানদিক দিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করতেই, তাঁকে ফাউল করে বসেন ভিলারিয়ালের ডিফেন্ডার। সঙ্গে সঙ্গে রেফারি বার্সেলোনার পক্ষে পেনাল্টির নির্দেশ দেন।
সেই পেনাল্টি থেকেই গোল করে বার্সেলোনাকে এগিয়ে দেন র্যাফিনহা। প্রথম গোলের ঠিক ২ মিনিট পর, আবারও জোরালো শট নেন র্যাফিনহা। তবে এক্ষেত্রে বল বারপোষ্টে লেগে ফিরে আসে। তবে পিছিয়ে পড়েও লড়াইতে ফিরে আসার চেষ্টা করে ভিলারিয়ালও। তবে এক্ষেত্রে ত্রাতা হয়ে ওঠেন বার্সেলোনার গোলকিপার।
কিন্তু ম্যাচের ৩৯ মিনিটে, ইয়ামালকে পিছন থেকে ফাউল করার অপরাধে ভিলারিয়ালের ফুটবলার ভেইগাকে লাল কার্ড দেখান রেফারি। আর তারপরেই দশজনের ভিলারিয়াল কিছুটা বাধ্য হয়েই রক্ষণাত্মক পরিকল্পনা নেয়।
আর সেই সুযোগেই খেলার ৬২ মিনিটে, বার্সেলোনার হয়ে দ্বিতীয় গোলটি করে যান লামিনে ইয়ামাল এবং বার্সেলোনা এগিয়ে যায় ২-০ ব্যবধানে। এরপর আর এই ম্যাচে কোনও গোল হয়নি। ভিলারিয়ালকে ২-০ গোলে গোলে হারিয়ে ম্যাচ জিতে নেয় বার্সা। আর সেইসঙ্গে, লা লিগার শীর্ষে চলে গেল তারা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।