ফাইনালে পৌঁছেছে আর্জেন্টিনা। ম্যাচ শেষে মেসিদের জয় ঘোষণার শেষ হুইসেল বাজতেই চোখের জল ধরে রাখতে পারলেন না কোচ স্কালোনিও। মেসি জড়িয়ে ধরে চোখের জলে ভাসলেন তিনি।
সেমি ফাইনালে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে খেলতে নেমে ফের একবার মাঠে জাদু দেখালেন মেসি। গোটা সময় ধরে কার্যত খেলাটা নিয়ন্ত্রণ করে গেল নীল-সাদা জার্সিধারীরা। অবশেষে ৩-০ ব্যবধানে গত বিশ্বকাপের রানার্স আপ ক্রোয়েশিয়াকে হারিয়ে ফাইনালে পৌঁছয় আর্জেন্টিনা। এদিন চোখের জল ধরে রাখতে পারেননি কোচ লিওনেল স্কালোনি। শেষ হুইসেলের সঙ্গেই কান্নায় ভেঙে পড়েন তিনি। সোজা এসে জড়িয়ে ধরেন মেসিকে। এদিন এক আবেগঘন মুহূর্তের সাক্ষী থাকল গোটা বিশ্ব।
বুধবার রাতটা গোটা বিশ্বের আর্জেন্টিনা সমর্থকদের কাছে একটা আবেগের রাত ছিল। একদিকে পরাজয়ের গ্লানি ভুলে ৩৫ বছর পর ফের একবার বিশ্বকাপ জেতার সুযোগ আর্জেন্টিনার কাছে। অন্যদিকে এটাই সম্ভবত এই শতাব্দির অন্যতম শ্রেষ্ঠ ফুটবলার মেসির শেষ বিশ্বকাপ। একটা প্রজন্মের হিরো মেসি। স্বপ্নের নায়কের পঞ্চম এবং শেষ বিশ্বকাপে একের পর এক চমক দেখছেন দর্শকরা। আবেগঘন রাত আর্জেন্টিনা ফুটবলারদের কাছেও। স্বপ্নকে ছুঁতে আর মাত্র একটা সিড়ি বাকি। ফাইনালে পৌঁছেছে আর্জেন্টিনা। ম্যাচ শেষে মেসিদের জয় ঘোষণার শেষ হুইসেল বাজতেই চোখের জল ধরে রাখতে পারলেন না কোচ স্কালোনিও। মেসি জড়িয়ে ধরে চোখের জলে ভাসলেন তিনি।
সেমি ফাইনালে গতবারের রানার্স ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিল ২০১৪ সালের রানার্স আর্জেন্টিনা। ৮ বছর পর ফের বিশ্বকাপ ফাইনালে মেসিরা। ব্রাজিলে সেবার জার্মানির কাছে ০-১ গোলে হেরে রানার্স হতে হয়েছিল। এবার চ্যাম্পিয়ন হওয়াই লক্ষ্য আর্জেন্টিনার। ফাইনালে ফ্রান্স বা মরক্কো, যে দলের বিরুদ্ধেই খেলতে হোক না কেন, জয় ছাড়া অন্য কিছু ভাবছেন না নীল-সাদা জার্সিধারীরা। ৩৬ বছর পর দেশকে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন করে প্রয়াত অধিনায়ক ও কোচ দিয়েগো মারাদোনার প্রতি শ্রদ্ধা জানানোই মেসিদের লক্ষ্য। সেই লক্ষ্যে তাঁরা ভালভাবেই এগিয়ে চলেছেন। আর এক ধাপ বাকি।