মারাদোনার রেকর্ড ছুঁয়েছিলেন আগেই, এবার আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি গোল করা গ্যাব্রিয়েল বাতিস্তুতার রেকর্ডও ভাঙলেন মেসি

দিয়েগো মারাদোনা আগে টপকে গিয়েছিলেন লিও। এবার আর্জেন্টিনার হয়ে সর্বাধিক গোল করা খেলোয়াড় গ্যাব্রিয়েল বাতিস্তুতার রেকর্ডকেও ভাঙলেন মেসি।

নিজের পঞ্চম বিশ্বকাপ খেলছেন মেসি। এটাই হয়তো বিশ্বকাপের ময়দানে তাঁর শেষ খেলা। সেমিফাইনালের রাতেই সেকথা জানিয়েছেন লিওনেল মেসি। ক্লাবের হয়ে খেললেও দেশের জার্সিতে আগামী ১৮ অক্টোবরই শেষবারের মতো খেলবেন মেসি। ৩৫ বছর বয়সেই বিশ্বকাপের সফর শেষ করতে চান তিনি। পরবর্তী বিশ্বকাপ পর্যন্ত ৩৯ কোটায় মেসি। এই বয়সে এসে বিপক্ষের কড়া মার্কিংয়ের চাপ নেওয়া সত্যিই কঠিন হয়ে যায়। তাই বিশ্বকাপ শুরুর আগে থেকেই এই বিষয় জানিয়েছিলেন তিনি। শেষ বিশ্বকাপে রাজার মতোই শেষ করতে চান তিনি। কাপ জয়ের স্বপ্নপূরণে বাকি আর মাত্র একটা ধাপ। ৩৬ বছর পর ফের একবার এই সুযোগ এসেছে আর্জেন্টিনার কাছে। দেশের হয়ে আরও একবার কি মেসি ম্যজিক দেখতে পাবে বিশ্ব? চলতি বিশ্বকাপে একের পর ব্যক্তিগত রেকর্ডও গড়েছেন মেসি। দিয়েগো মারাদোনা আগে টপকে গিয়েছিলেন লিও। এবার আর্জেন্টিনার হয়ে সর্বাধিক গোল করা খেলোয়াড় গ্যাব্রিয়েল বাতিস্তুতার রেকর্ডকেও ভাঙলেন মেসি।

জীবনের পঞ্চম বিশ্বকাপ খেলছেন লিওনেল মেসি। এই বিশ্বকাপে এখন পর্যন্ত পাঁচটি গোল করেছেন মেসি। বিশ্বকাপে মোট গোল সংখ্যা ১১। প্রি-কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নেমেই ভেঙেছিলেন মারাদোনার রেকর্ড। ৬৪ মিনিটের মাথায় মেসি ম্যাজিক। ফের একবার জ্বলে উঠেছিল লিও বিখ্যাত বাঁ পা। ছুরির ফলার মত গোল। গোটা স্টেডিয়াম ফেটে পড়ল চিৎকারে। দোহার ফ্যান পার্কে শুরু হয়ে গিয়েছুল মেসি-মেসি চিৎকার। মাটি ঘেষা শটে জাদু করলেন লিও। এই এক গোলেই নতুন জীবন পেল আর্জেন্টিনা। এবারের বিশ্বকাপে এটাই মেসির দ্বিতীয় গোল ছিল। এই গোল করে দিয়েগো মারাদোনাকে ছুঁলেন লিও। ছুঁয়ে ফেললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকেও। এবার সেই রেকর্ডকে ছাপিয়ে গ্যাব্রিয়েল বাতিস্তুতার রেকর্ডও ভাঙলেন মেসি। বিশ্বকাপে এখন পর্যন্ত আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি গোল করা ফুটবলার ছিলেন গ্যাব্রিয়েল বাতিস্তুতা। গোল সংখ্যা ১০। এবার তাঁর রেকর্ডকে টপকে আর্জেন্টিনার হয়ে মেসির করা গোল সংখ্যা দাঁড়াল ১১।

Latest Videos

এর আগে ২০০৬ সালের বিশ্বকাপে ৩ টি ম্যাচে একটি গোল করেছিলেন মেসি। তারপর ২০১০ সালে ক্ষরা। বিশ্বকাপে পাঁচ ম্যাচে খেলেও একটিও গোল করতে পারেননি মেসি। তাঁরপর ২০১৪ সালে ৭টি ম্যাচে ৪টি এবং ২০১৮ সালে ৪ ম্যাচে ১টি গোল করেছিলেন লিও। এবার ২০২২ সালের বিশ্বকাপে প্রথম ম্যাচেই ২টি গোল করেছেন লিওনেল মেসি।

আরও পড়ুন - 

জুলিয়ান আলভারেজের জোড়া গোল, ক্রোয়েশিয়াকে ৩-০ উড়িয়ে বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা

এমবাপের সঙ্গে লড়াই, কাতার বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার দৌড়ে মেসি

বাংলাদেশের ক্রিকেটারদের বিশ্বকাপ সেমি ফাইনাল দেখায় নিষেধাজ্ঞা জারি কোচের

Share this article
click me!

Latest Videos

ফিরহাদকে কড়া ডোজ দিলেন শুভেন্দু | Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari #shortsfeed
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today
কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল? আসল কারন ফাঁস করলেন Suvendu Adhikari, শুনলে চমকে উঠবেন