মাঠ ছাড়ার আগে পরিপাটি করে পরিষ্কার করলেন ড্রেসিংরুম, মাঠের বাইরেও বিশ্ববাসীর মন জয় করলেন জাপানি ফুটবলাররা

Published : Nov 25, 2022, 01:40 PM IST
Qatar World Cup 2022

সংক্ষিপ্ত

বুধবার গোটা বিশ্বকে চমকে দিয়ে জার্মানির বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল জাপান। বিশ্বকাপের ময়দানে নিজেদের উদ্বোধনী ম্যাচেই জার্মানির মত প্রতিপক্ষকে জাপান ২-১ ব্যবধানে হারাবে তা কেউই ভাবতে পারেনি। তবে শুধু মাঠেই নয় গ্যালারিতেও বিশ্ববাসীর নজর কেড়েছে জাপানিরা।

শুধু মাঠেই নয় মাঠের বাইরেও বার বার বিশ্ববাসীর মন জয় করলেন জাপানিরা। মাঠে জার্মানির বিরুদ্ধে অনবদ্য ফুটবলের নজির গড়ার পর স্টেডিয়াম পরিষ্কার করতে দেখা গিয়েছিল জাপানি সমর্থকদের। এবার স্টেডিয়াম ছাড়ার আগে চেঞ্জরুম সাফাই করতে দেখা গেল জাপানি ফুটবলারদের। জাপানিদের এই দায়বদ্ধতা মুগ্ধ করেছে গোটা বিশ্বকে। বিশ্বকাপের ময়দানে জার্মানির বিরুদ্ধে ঐতিহাসিক জয়ের সাক্ষর রেখেছে জাপান। এবার ম্যাচ শেষে স্টেডিয়াম ছেড়ে বেরোনোর আগে নিজেদের চেঞ্জরুম পরিষ্কার করলেন রিৎসু দোয়ান ও তাকুমা আসানোরা। লকাররুম এতটাই পরিপাটি করে করে গোছানো, যা মুগ্ধ করেছে নিয়ামক সংস্থা ফিফাকেও। সেই সাজঘরের ছবি ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে গোটা ঘটনায় বিশ্ববাস

বুধবার গোটা বিশ্বকে চমকে দিয়ে জার্মানির বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল জাপান। বিশ্বকাপের ময়দানে নিজেদের উদ্বোধনী ম্যাচেই জার্মানির মত প্রতিপক্ষকে জাপান ২-১ ব্যবধানে হারাবে তা কেউই ভাবতে পারেনি। তবে শুধু মাঠেই নয় গ্যালারিতেও বিশ্ববাসীর নজর কেড়েছে জাপানিরা। বিশ্বকাপের ম্যাচের পাশাপাশি মানবতার দিক থেকেও বিশ্ববাসীর মন জিতেছে জাপানিরা। খেলা শেষে সবাই যখন বাড়ি ফেরার পথে জাপানি সমর্থকদের তখন দেখা গেল অন্য ভূমিকায়। দলের হয়ে গলা ফাটানোর পাশাপাশি খেলা শেষে গ্যালারি পরিষ্কার করতেও দেখা গেল তাঁদের। খেলা উপভোগ করার পাশাপাশি যে স্টেডিয়াম পরিষ্কার করাও যে দর্শকদের কাজ তা বুঝিয়ে দিলেন তাঁরা।

 

 

মাঠে-বাইরে দু'দিকেই বিশ্ববাসীকে অবাক করলেন জাপানিরা। ৯০ মিনিট ধরে মাঠে নিজেদের চমকপ্রদ পারফর্ম্যান্স দিয়ে গোটা বিশ্বের নজর কাড়ল জাপানি ফুটবলাররা। পরের ঘন্টায় আবারও বিশ্বের নজর নিজেদের দিকে ঘোরালেন জাপানি সমর্থকরা। খেলা শেষে সবাই বাড়ি ফিরে গেলেও, নিজেদের নৈতিক কর্তব্য ভোলেননি জাপান সমর্থকরা। যদিও এই কাজ জাপানের প্রথম নয়, গতবারের বিশ্বকাপেও একই ভূমিকায় দেখা গিয়েছিল জাপান সমর্থকদের। এবারও তাঁদের কাজ মন জয় করেছে জাপান সমর্থকদের।

আরও পড়ুন - 

প্রথম ম্যাচেই গোড়ালিতে চোট পেলেন নেইমার, পরের ম্যাচগুলিতে কি আদৌ দেখা যাবে তাঁকে? আশঙ্কায় সমর্থকরা

রিচার্লিসনের জোড়া গোল, বিশ্বকাপের প্রথম ম্যাচে সার্বিয়াকে উড়িয়ে দিল ব্রাজিল

প্রথম ফুটবলার হিসেবে ৫ বিশ্বকাপে গোল, অনন্য নজির ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

PREV
click me!

Recommended Stories

বিশ্বকাপ ফুটবল ২০২৬: 'পর্তুগালের এখনও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে দরকার,' বার্তা সতীর্থ ব্রুনোর
FIFA World Cup 2026: ফুটবল বিশ্বকাপের পুরস্কারমূল্য কত? ঘোষণা করল ফিফা