২৩ বছরের এই ফুটবলার কিন্তু নিজের লক্ষ্যে স্থির। গোল্ডেন বল নয়, বিশ্বকাপ জেতাই লক্ষ্য বলে জানালেন কিলিয়ান এমবাপে।
প্রি-কোয়ার্টার ফাইনালে ফের একবার নিজের জাত চেনালেন এমবাপে। পোল্যান্ডের বিরুদ্ধে জোড়া গোল করে দলকে এগিয়ে নিয়ে গেলেন ২৩ বছরের এই স্ট্রাইকার। গতকালই প্রি-কোয়ার্টার ফাইনালে পোল্যান্ডের মুখোমুখি হয়েছিল ফ্রান্স। এই ম্যাচে পোল্যান্ডকে ৩-১ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছয় ফ্রান্স। আগামী ১১ ডিসেম্বর কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হতে চলেছে ফ্রান্স। ইতিমধ্যেই এমবাপে ইংল্যান্ড শিবিরের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। ২৩ বছরের এই ফুটবলার কিন্তু নিজের লক্ষ্যে স্থির। গোল্ডেন বল নয়, বিশ্বকাপ জেতাই লক্ষ্য বলে জানালেন কিলিয়ান এমবাপে।
চলতি বিশ্বকাপে ইতিমধ্যেই ৫টি গোল করে ফেলেছেন এমবাপে। এর আগের বিশ্বকাপে করেছিলেন ৪টি। বিশ্বকাপে মোট ১১টি ম্যাচ খেলে ৯টি গোল ঝুলিতে নিয়েছেন এই তরুণ ফুটবলার। এমবাপের খেলা ইতিমধ্যেই চিন্তা বাড়িয়েছে অন্য দলগুলির। সম্প্রতি একটি সাক্ষাৎকারে ২৩ বছরের এই ফুটবলার জানিয়েছেন,'বিশ্বকাপ জেতাই আমার একমাত্র লক্ষ্য। ওটাই স্বপ্ন ছিল। বিশ্বকাপের জন্য নিজেকে মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত করেছি। এখনও অনেকটা পথ বাকি। সামনেই কোয়ার্টার ফাইনালের লড়াই। ধাপে ধাপে এগোতে হবে।' এখানেই শেষ নয় তিনি স্পষ্টই জানান,'গোল্ডেন বল জিততে এখানে আসিনি। সেটা কখনই আমার লক্ষ্য নয়। আমি এখানে এসেছি বিশ্বকাপ জয়ের জন্য ফ্রান্সকে সাহায্য করতে।'
কোয়ার্টার ফাইনালে সহজেই পোল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে দিল ফ্রান্স। ৪৪ মিনিটে এমবাপের পাস থেকে ম্যাচের প্রথম গোল করেন জিরু। এরপর ৭৪ মিনিটে দ্বিতীয় গোল করেন এমবাপে। এরপর আর পোল্যান্ডের পক্ষে ম্যাচে ফেরা সম্ভব ছিল না। ৯০ মিনিটের মাথায় নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন এমবাপে। শেষদিকে পেনাল্টি থেকে গোল করেন রবার্ট লেওয়ানডস্কি। ফলে সহজ জয় পেল ফ্রান্স। এদিন ম্যাচের শুরু থেকেই ফ্রান্সের দাপট ছিল। তবে পোল্যান্ডও মাঝেমধ্যেই ফরাসি রক্ষণে আতঙ্ক তৈরি করছিল। ফ্রান্সের গোলকিপার হুগো লরিসকে একাধিকবার নিশ্চিত গোল বাঁচাতে হয়। ফলে ১-০ গোলে এগিয়ে যাওয়ার পরেও নিশ্চিন্ত হতে পারছিল না ফ্রান্স। তবে এমবাপে দ্বিতীয় গোল করার পর আর ঘুরে দাঁড়াতে পারেনি পোল্যান্ড। এমবাপে তৃতীয় গোল করার পর অবশ্য কিছুটা আত্মতুষ্ট হয়ে পড়েন ফ্রান্সের ডিফেন্ডাররা। তার ফলেই পেনাল্টি থেকে ব্যবধান কমানোর সুযোগ পান লেওয়ানডস্কি।
আরও পড়ুন -
এমবাপের জোড়া গোল, পোল্যান্ডকে ৩-১ উড়িয়ে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স
শুরু হয়ে গিয়েছে শেষ ষোলোর লড়াই, চলতি বিশ্বকাপে কি মুখোমুখি হতে পারে ব্রাজিল ও আর্জেন্টিনা?
সতীর্থদের খেলায় মুগ্ধ মেসি, সেরার পুরস্কার নিতে এসে কাঁদের প্রশংসা করলেন লিও?