ঈশ্বরকে ছুঁলেন মেসি, মেক্সিকোর বিরুদ্ধে দূর্দান্ত গোল করে মারাদনার, রোনাল্ডোর সমান গোল করলেন লিও

Published : Nov 27, 2022, 12:06 PM IST
lionel messi

সংক্ষিপ্ত

মাটি ঘেষা শটে জাদু করলেন লিও। এই এক গোলেই নতুন জীবন পেল আর্জেন্টিনা। এবারের বিশ্বকাপে এটাই মেসির দ্বিতীয় গোল। এই গোল করে দিয়েগো মারাদোনাকে ছুঁলেন লিও। ছুঁয়ে ফেললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকেও।

মেক্সিকোর বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচ। এই ম্যাচের ফলাফই ঠিক করবে বিশ্বকাপে আর্জেন্টিনার ভবিষ্যৎ। প্রথমার্ধে গোল আসেনি। দ্বিতীয়ার্ধেও বেশ চাপে দল। কিন্তু ম্যাজিক হল ম্যাচের ৬৪ মিনিটের মাথায়। মেসি ম্যাজিক। ফের একবার জ্বলে উঠল লিও বিখ্যাত বাঁ পা। ছুরির ফলার মত গোল। গোটা স্টেডিয়াম ফেটে পড়ল চিৎকারে। দোহার ফ্যান পার্কে শুরু হয়ে গেল মেসি-মেসি চিৎকার। মাটি ঘেষা শটে জাদু করলেন লিও। এই এক গোলেই নতুন জীবন পেল আর্জেন্টিনা। এবারের বিশ্বকাপে এটাই মেসির দ্বিতীয় গোল। এই গোল করে দিয়েগো মারাদোনাকে ছুঁলেন লিও। ছুঁয়ে ফেললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকেও। বিশ্বকাপে মেক্সিকোর বিরুদ্ধে এক গোল করে বিশ্বকাপে মেসির মোট গোল সংখ্যা হল ৮।

বিশ্বকাপে মোট আটটি গোল রয়েছে দিয়েগোর। উল্লেখ্য বিশ্বকাপে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর গোল সংখ্যাও ৮। এবার সেই তালিকা স্পর্ষ করলেন লিওনেল মেসিও। গোটা বিশ্বের আর্জেন্টিনা সমর্থকদের আশাকে বাঁচিয়ে ম্যাজিকাল গোল করলেন মেসি। সেই সঙ্গেই ছুঁলেন ঈশ্বরের গোল সংখ্যাও। উল্লেখ্য দিয়েগো এবং লিও দু'জনেই বিশ্বকাপে মোট ২১টি ম্যাচ খেলেছেন। দু'জনেরই গোল সংখ্যা ৮। সেখানে রোনাল্ডো এখন পর্যন্ত বিশ্বকাপে মোট ১৮টি ম্যাচ খেলেছেন। রোনাল্ডোরও গোল সংখ্যা ৮।

এর আগে ২০০৬ সালের বিশ্বকাপে ৩ টি ম্যাচে একটি গোল করেছিলেন মেসি। তারপর ২০১০ সালে ক্ষরা। বিশ্বকাপে পাঁচ ম্যাচে খেলেও একটিও গোল করতে পারেননি মেসি। তাঁরপর ২০১৪ সালে ৭টি ম্যাচে ৪টি এবং ২০১৮ সালে ৪ ম্যাচে ১টি গোল করেছিলেন লিও। এবার ২০২২ সালের বিশ্বকাপে প্রথম ম্যাচেই ২টি গোল করেছেন লিওনেল মেসি। চলতি বিশ্বকাপে আর একটি গোল করতে পারলেই ছাপিয়ে যাবেন মারাদোনাকে। এখন দেখার গ্রুপের শেষ ম্যাচে পোল্যান্ডের বিরুদ্ধে গোল করে লিও কি পারবে দিয়েগোকে ছাপিয়ে যেতে?

আরও পড়ুন - 

মেসি, এনজো ফার্নান্ডেজের অসাধারণ গোল, মেক্সিকোকে ২-০ হারিয়ে নক-আউটের দৌড়ে আর্জেন্টিনা

চাপ কাটাতে বিশ্বকাপের মাঝেই সতীর্থদের সঙ্গে নৈশভোজে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

এমবাপের জোড়া গোল, ডেনমার্ককে হারিয়ে বিশ্বকাপের নক-আউটে নিশ্চিত ফ্রান্স

PREV
click me!

Recommended Stories

Indian Super League: ফেডারেশনকে হোম গ্রাউন্ড জানিয়ে দিল ক্লাবগুলি, মোহন-ইস্ট কোথা থেকে খেলবে?
এসআইআর শুনানিতে মোহনবাগানের কিংবদন্তি কর্তা স্বপনসাধন বসুকে তলব নির্বাচন কমিশনের