'সবাই তোমার দিকে তাকিয়ে আছে বাবা', বিশ্বকাপের ফাইনালের আগে 'বাবা'র জন্য বিশেষ চিঠি থিয়াগো মেসির

বিশ্বকাপের শুরু থেকেই তিন ছেলেকে নিয়ে দোহায় মেসির স্ত্রী আন্তোনেল্লা। ফাইনালে নামার আগে বাবার জন্য আবেগঘন চিঠি লিখেছে মেসির বড় ছেলে থিয়াগো। চিঠিতে আর্জেন্টিনার সব সমর্থকদের তরফে বাবার কাছে দলকে জেতানোর আর্জি জানিয়েছে থিয়াগো।

'সবাই তোমার দিকে তাকিয়ে আছে বাবা', আর্জেন্টিনার কাপ জয়ের স্বপ্ন দেখছে মেসির বড় ছেলে থিয়াগোও। আর্জিন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেলতে চলেছেন মেসি। শেষ বিশ্বকাপে লিওর হাতে ট্রফি দেখতে মরিয়া আর্জেন্টিনা সমর্থকরা। ৩৬ বছর পর ফের একবার নীল-সাদা জার্সির গৌরব ফিরিয়ে আনতে পারে মেসি। বিশ্বের বিভিন্ন প্রান্তের আর্জেন্টিনা সমর্থকদের চোখে এখন একটাই স্বপ্ন, তৃতীয়বার আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন হতে দেখা। শেষ বিশ্বকাপে যেন রাজার মতো যেতে পারেন তাঁদের সকলের নায়ক মেসি, সেই প্রার্থনাই এখন দেশবাসীর মুখে। প্রার্থনা করছে মেসির পরিবারও। বিশ্বকাপের শুরু থেকেই তিন ছেলেকে নিয়ে দোহায় মেসির স্ত্রী আন্তোনেল্লা। ফাইনালে নামার আগে বাবার জন্য আবেগঘন চিঠি লিখেছে মেসির বড় ছেলে থিয়াগো। চিঠিতে আর্জেন্টিনার সব সমর্থকদের তরফে বাবার কাছে দলকে জেতানোর আর্জি জানিয়েছে থিয়াগো।

শেষ বিশ্বকাপে শুরু থেকেই পাশে রয়েছে মেসির পরিবার। তিন ছেলেকে নিয়ে কাতারে আন্তোনেল্লা। গ্যালারিতে বসে দেখেছেন আর্জেন্টিনার সবকটি ম্যাচ। আজকের ম্যাচের গুরুত্ব যে কতটা তা বুঝতে পারছে মেসির ছেলে থিয়াগোও। মেসির স্ত্রী আন্তোনেল্লা জানিয়েছেন নিজের খাতায় মেসির জন্য একটি চিঠিও লিখেছেন থিয়াগো। সেই চিঠিতে লেখা,'আর্জেন্টিনার সব মানুষ, সব সমর্থক তোমার দিকে তাকিয়ে রয়েছে বাবা, তুমিই ওদের একমাত্র ভরসা।' পাশাপাশি ওই চিঠিতে বাবার জন্য অনুপ্রেরণামূলক আর্জেন্টিনার একটি গানও লিখেছে থিয়াগো।

Latest Videos

১৯৭৮ এবং ১৯৮৬-এর পর আর কেটে গিয়েছে ৩৬ বছর। আর কাপ ঘরে আসেনি আর্জেন্টিনার। প্রতিবারই ব্যর্থতা নিয়ে ফিরতে হয়েছে মেসিদের। ২০১৪-এর পর ২০২২ সালে আবারও একবার কাপ ঘরে তোলার সুযোগ মেসিদের সামনে। এবার প্রতিপক্ষ ফ্রান্স। দু'বারের বিশ্বকাপ জয়ী দল তারা। ১৯৯৪ সালের পর থেকে পরপর সাতটি বিশ্বকাপে চমক ধরে রেখেছে ফ্রান্স। চারবার বিশ্বকাপের ফাইনালে উঠেছে ফ্রান্স। দু'বার জিতেওছে। ১৯৯৮ ও ২০১৮ সালে কাপ ঘরে তোলে ফরাসি দল। ২০১৮ সালে প্রথমবার বিশ্বকাপে নেমেই আন্তর্জাতিক ফুটবলে নিজের জায়গা তৈরি করে নিয়েছিলেন এমবাপে। এবারের বিশ্বকাপেও শুরুর থেকেই ফর্মে তিনি। রবিবার কাতারের লুসাইল স্টেডিয়ামে দুই দলের দশ নম্বর জার্সির টক্কর দেখবে বিশ্ব। নতুন ইতিহাস কার পক্ষে থাকবে? তরুণ যুবরাজের গতির সামনে কি ভাগ্যবদল করতে পারবে শেষবারের মত মাঠে নামা রাজা? 

আরও পড়ুন - 

মেসির 'ওয়ান লাস্ট ডান্স', শেষ ম্যাচে ছ'টি রেকর্ড গড়ার সুযোগ লিওর কাছে

শেষ লড়াইয়ে কি ভাগ্যবদল হবে রাজার? নাকি এমবাপের গতির সামনে ইতিহাসের পুণরাবৃত্তি? বিশ্বকাপের মঞ্চে আজ সেয়ানে সেয়ানে টক্কর

আর্জেন্টিনার বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনালে ইতিহাস গড়তে তৈরি দিদিয়ের দেশঁ, হুগো লরিস

Share this article
click me!

Latest Videos

জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
চমকে উঠবেন! কৃষ্ণনগর পক্সো আদালতের বড় সাজা ঘোষণা | Nadia Latest News
'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক অর্জুন
অসমে অ্যাকশন শুরু! খপাখপ শয়তান জঙ্গিগুলোকে ধরল পুলিশ | Murshidabad Latest News | Bangla News
West Bengal-এ জঙ্গিযোগ নিয়ে Mamata Banerjee-কে চরম তুলোধোনা Agnimitra Paul-এর! দেখুন কী বললেন