FIFA World Cup 2026: কয়েক মাস পরেই শুরু হতে চলেছে বিশ্বকাপ ফুটবল ২০২৬। প্রথমবার বিশ্বকাপের মূলপর্বে খেলছে ৪৮ দল। প্রথমবার তিন দেশ মিলিয়ে হতে চলছে বিশ্বকাপ। ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে ফিফা।
১৯৩০ সালে উরুগুয়েতে শুরু হয়েছিল বিশ্বকাপ ফুটবল, তারপর কেটে গিয়েছে ৯৬ বছর
বিশ্বকাপ ফুটবলের ২৩-তম আসর
এবার বিশ্বকাপ ফুটবলের ২৩-তম আসর বসতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয়। বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দিয়েছে ফিফা। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভিসা নীতির কারণে বিশ্বকাপে বিভিন্ন দেশের সমর্থকদের যাওয়া নিয়ে জটিলতা তৈরি হয়েছে। আলোচনার মাধ্যমে এই সমস্যা মেটানোর উদ্যোগ নিয়েছে ফিফা।
DID YOU KNOW ?
বিশ্বকাপ ফুটবল ২০২৬
কয়েক মাস পরেই শুরু হতে চলেছে বিশ্বকাপ ফুটবল ২০২৬। প্রথমবার বিশ্বকাপ ফুটবলের মূলপর্বে খেলছে ৪৮ দল।
ফিফার পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, মেক্সিকো, কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্র হতে চলা বিশ্বকাপ ফুটবলের অফিসিয়াল ম্যাচ বলের নাম ট্রাইওন্ডা। এই বলেই এবার বিশ্বকাপ খেলবেন লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা। প্রতিবারই বিশ্বকাপ ফুটবলের ম্যাচ বল নিয়ে সারা বিশ্বের ফুটবলপ্রেমীদের মধ্যে আগ্রহ থাকে। এবারও বিশ্বকাপের বল নিয়ে আগ্রহ তৈরি হয়েছে।
১৯৩০
১৯৩০ সালে শুরু হয় বিশ্বকাপ ফুটবল।
১৯৩০ সালে প্রথম বিশ্বকাপ ফুটবল আয়োজিত হয় উরুগুয়েতে। এবার বিশ্বকাপ ফুটবলের ৯৬ বছর। এবার ২৩-তম বিশ্বকাপ হতে চলেছে।
36
এবারও বিশ্বকাপ ফুটবলের অফিসিয়াল ম্যাচ বল তৈরি করেছে জার্মানির সংস্থা অ্যাডিডাস
বিশ্বকাপের বল প্রস্তুতকারক অ্যাডিডাস
ফিফার সহযোগী ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থা অ্যাডিডাসই এবারের বিশ্বকাপ ফুটবলের অফিসিয়াল ম্যাচ বল ট্রাইওন্ডা তৈরি করেছে। লাল, সবুজ ও নীল রঙের এই বল অত্যন্ত আকর্ষণীয়। যত দিন যাচ্ছে প্রযুক্তি উন্নত হচ্ছে। এবারের বিশ্বকাপ ফুটবলের অফিসিয়াল ম্যাচ বলেও অত্যাধুনিক প্রযুক্তির ছোঁয়া দেখা যাচ্ছে। এই বলে খেলা আরও আকর্ষণীয় হয়ে উঠবে বলে আশাবাদী সারা বিশ্বের ফুটবলপ্রেমীরা।
বিশ্বকাপ ফুটবল ২০২৬-এর ৩ আয়োজক দেশের জাতীয় পতাকার রঙ দেখা যাচ্ছে অফিসিয়াল ম্যাচ বলে
বিশ্বকাপে ৩ রঙের বল
এবারের ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬-এর তিন আয়োজক দেশ মেক্সিকো, কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকার রঙের আদলে অফিসিয়াল ম্যাচ বল তৈরি করা হয়েছে। প্রথমবার তিন দেশ মিলিয়ে বিশ্বকাপ ফুটবল আয়োজন করা হচ্ছে। এই তিন দেশ এবং ফুটবল ম্যাচের তিন পয়েন্টের কথা মাথায় রেখেই এবারের বিশ্বকাপ ফুটবলের অফিসিয়াল ম্যাচ বল তৈরি করা হয়েছে।
56
১১ জুন শুরু হতে চলেছে বিশ্বকাপ ফুটবল ২০২৬, এই টুর্নামেন্টের ফাইনাল হবে ১৯ জুলাই
এক মাসেরও বেশি সময় ধরে চলবে বিশ্বকাপ
মেক্সিকো, কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রে ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ শুরু হতে চলেছে ১১ জুন। ফাইনাল ম্যাচ হবে ১৯ জুলাই। ৪৮ দলের এই টুর্নামেন্টে ফেভারিট হিসেবে খেলতে নামছে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লিওনেল মেসি এবারও বিশ্বকাপে খেলতে নামবেন বলে আশা করছেন সারা বিশ্বের ফুটবলপ্রেমীরা। পেশাদার ফুটবল থেকে অবসর নেওয়ার আগে আরও একবার বিশ্বকাপ জিততে চান মেসি।
66
বিশ্বকাপ ফুটবল ২০২৬-এর অফিসিয়াল ম্যাচ বলে থাকছে বিশেষ মোশন সেন্সর চিপ
বলে থাকছে মোশন সেন্সর চিপ
ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬-এর অফিসিয়াল ম্যাচ বলে থাকছে ৫০০ হার্ৎজ মোশন সেন্সর চিপ। এছাড়া এই বলে থাকছে অ্যাকসেলেরোমিটার ও গিরোস্কোপ। অ্যাডিডাসের পক্ষ থেকে জানানো হয়েছে, বলের একদিকে থাকবে অত্যাধুনিক সরঞ্জামগুলি। কিন্তু তা সত্ত্বেও বলের ভারসাম্য নষ্ট হবে না। বল যেমন ঘাসে সমৃণভাবে গড়াবে, তেমনই হাওয়ায় ভাসবে।