Lionel Messi: কেরিয়ারের শেষ প্রান্তে পৌঁছে গিয়েছেন বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। তিনি চলতি বছরেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিতে পারেন। ক্লাব ফুটবলে হয়তো আরও কয়েক মরসুম খেলবেন। তারপর কী করবেন, সেই পরিকল্পনা তৈরি।
বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের অধিনায়ক হিসেবে খেলেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর মেসির?
বিশ্বকাপের পরেই অবসর মেসির?
২০২২ সালে আর্জেন্টিনার অধিনায়ক হিসেবে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছেন লিওনেল মেসি। এবার তিনি বিশ্বকাপজয়ী অধিনায়ক হিসেবে খেলতে নামবেন। এবারের বিশ্বকাপে খেলার পরেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করতে পারেন এই কিংবদন্তি। এখন তাঁর বয়স ৩৮ বছর। চার বছর পর তিনি হয়তো আর বিশ্বকাপে খেলবেন না। ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতেই শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারেন মেসি।
DID YOU KNOW ?
মেসির নিজের ক্লাব
পেশাদার ফুটবল থেকে অবসর নেওয়ার পর নিজের ক্লাব তৈরি করবেন লিওনেল মেসি। তিনি শিশুদের খেলার সুযোগ দিতে চান।
26
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার পরেও ক্লাবের হয়ে খেলা চালিয়ে যেতে পারেন মেসি
ইন্টার মায়ামিতে থাকবেন মেসি
লিওনেল মেসি এখন মার্কিন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামির হয়ে খেলছেন। পিএসজি ছাড়ার পর তিনি এই দলে যোগ দেন। নতুন করে তিন বছরের চুক্তি করেছেন তিনি। ২০২৮ সাল পর্যন্ত ইন্টার মায়ামিতেই থাকছেন মেসি। তারপর তিনি যদি ক্লাব ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত নেন, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতেই আন্তর্জাতিক ও ক্লাব ফুটবলে শেষ ম্যাচ খেলতে পারেন।
২০২৮
২০২৮ সাল পর্যন্ত ইন্টার মায়ামিতে থাকছেন লিওনেল মেসি।
ইন্টার মায়ামির সঙ্গে নতুন করে ৩ বছরের চুক্তি করেছেন লিওনেল মেসি। তিনি ২০২৮ পর্যন্ত এই ক্লাবের হয়ে খেলবেন।
36
পেশাদার ফুটবল থেকে অবসরের পর কীভাবে সময় কাটাবেন, সেই পরিকল্পনা তৈরি মেসির
অবসরের পর কী করবেন মেসি?
সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অবসর-পরবর্তী জীবনের বিষয়ে পরিকল্পনা সম্পর্কে লিওনেল মেসি জানিয়েছেন, ‘আমি নিজেকে কোচ হিসেবে দেখতে চাইছি না।’ তবে কোচিংয়ে না এলেও, পেশাদার ফুটবল থেকে অবসর নেওয়ার পরেও ফুটবলের সঙ্গেই যুক্ত থাকতে চাইছেন এই কিংবদন্তি। তিনি অবসরকালীন জীবনের জন্য নির্দিষ্ট পরিকল্পনা তৈরি করে রেখেছেন।
নিজের ফুটবল ক্লাব তৈরি করে সাফল্য পাওয়ার চেষ্টা করতে পারেন লিওনেল মেসি
মেসির নিজের ক্লাব
লিওনেল মেসি আরও জানিয়েছেন, ‘আমি ম্যানেজার হতে পারি। এই ভূমিকা আমার পছন্দের। কিন্তু আমি ক্লাবের মালিক হতে পারলে বেশি খুশি হব। আমি নিজের ক্লাব তৈরি করে একেবারে নিচুতলা থেকে শুরু করে ক্লাবকে উঁচুতে তুলে নিয়ে যেতে চাই। শিশুদের উন্নতি করার সুযোগ দেওয়া এবং গুরুত্বপূর্ণ কিছু অর্জন করার সুযোগ দিতে চাই। এই ব্যাপারটাই আমাকে সবচেয়ে বেশি আকর্ষণ করে।’
56
পেশাদার ফুটবল থেকে অবসর নেওয়ার পর ইন্টার মায়ামিরও আংশিক কর্ণধার হতে পারেন মেসি
ভবিষ্যতে ইন্টার মায়ামির কর্ণধার মেসি
ইন্টার মায়ামির সঙ্গে লিওনেল মেসির যে চুক্তি হয়েছে, তাতে বলা হয়েছে, ভবিষ্যতে এই ক্লাবের আংশিক কর্ণধার হতে পারেন আর্জেন্টিনার কিংবদন্তি। তাছাড়াও নিজের ক্লাব তৈরি করতে চাইছেন মেসি। তিনি সতীর্থদেরও এ বিষয়ে উৎসাহ দিচ্ছেন। তাঁরা উৎসাহেই উরুগুয়েতে চতুর্থ ডিভিশনে নতুন ক্লাব ডেপোর্টিভো এলএসএম শুরু করেছেন লুই সুয়ারেজ।
এবারের বিশ্বকাপে গ্রুপ জে-তে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডনের সঙ্গে আছে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লিওনেল মেসি এখনও বিশ্বকাপে খেলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানাননি। তবে আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি আশাবাদী, মেসি এবারও খেলবেন। ফের বিশ্বচ্যাম্পিয়ন হয়ে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলে বিরল নজির গড়বেন মেসি।