India Vs Qatar: ভারত-কাতার ম্যাচে অন্যায্য গোল, তদন্তের দাবি এআইএফএফ-এর

ভালো পারফরম্যান্স দেখিয়েও ফের বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্ব থেকে বিদায় নিতে হয়েছে ভারতীয় দলকে। কাতারের বিরুদ্ধে ম্যাচে রেফারির ভূমিকা নিয়ে ফুটবল দুনিয়ায় নিন্দার ঝড়।

মঙ্গলবার বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে কাতারের বিরুদ্ধে ভালো পারফরম্যান্স দেখিয়েও রেফারির অন্যায় সিদ্ধান্তের শিকার হতে হয়েছে ভারতীয় দলকে। দক্ষিণ কোরিয়ার রেফারি কিম উ-সাংয়ের ভূমিকা নিয়ে বিশ্বজুড়ে প্রশ্ন উঠেছে। এবার এই ঘটনার তদন্ত দাবি করল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ)। ফিফা ও এএফসি-র কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে। তিনি এক বিবৃতিতে জানিয়েছেন, 'জয়-পরাজয় খেলার অঙ্গ। আমরা সেটা ভালোভাবে গ্রহণ করতে শিখেছি। যদিও গতকাল রাতে ভারতের বিরুদ্ধে যে দু'টি গোল হয়েছে, তার মধ্যে একটি গোল নিয়ে কিছু প্রশ্নের জবাব পাওয়া যায়নি। আমরা ফিফা বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের প্রধান, এএফসি-র রেফারি বিভাগের প্রধান, এএফসি-র প্রতিযোগিতা বিভাগের প্রধান ও ম্যাচ কমিশনারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছি। যে ভুলের জন্য আমাদের বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে তৃতীয় রাউন্ডে যাওয়া হয়নি, সে ব্যাপারেই অভিযোগ জানানো হয়েছে।'

কীভাবে এত বড় 'ভুল' রেফারির?

Latest Videos

ফিফা র‍্যাঙ্কিংয়ে কাতারের চেয়ে অনেক পিছিয়ে থাকলেও, মঙ্গলবারের ম্যাচে ভারতেরই দাপট ছিল। শুরু থেকেই লড়াই করছিলেন রাহুল ভেকে, সুরেশ সিং ওয়াংজমরা। ৩৭ মিনিটে লালিয়ানজুয়ালা ছাংতের অনবদ্য গোলে এগিয়ে যায় ভারত। ব্র্যান্ডন ফার্নান্ডেজের মাইনাসে পা ছুঁইয়ে জালে বল জড়িয়ে দেন ছাংতে। প্রথমার্ধে আর গোল হয়নি। দ্বিতীয়ার্ধেও ভালো পারফরম্যান্স দেখাচ্ছিল ভারত। কিন্তু ৭৫ মিনিটে যে বিতর্কিত ঘটনা ঘটে, তাতেই ম্যাচের রং বদলে যায়। ইউসিফ আয়মেনের হেড সেভ করেন ভারতের গোলকিপার গুরপ্রীত সিং সান্ধু। সেই বল গোললাইন পেরিয়ে যায়। তা সত্ত্বেও বল টেনে এনে ইউসিফকে বাড়িয়ে দেন আল-হাসান। সেই বল পেয়ে গোল করেন ইউসিফ। ভারতীয় ফুটবলাররা প্রতিবাদ জানালেও কর্ণপাত করেননি রেফারি। এরপর ৮৫ মিনিটে কাতারের হয়ে দ্বিতীয় গোল করেন আল-রাবি। ফলে হেরে যায় ভারত।

 

 

রেফারির নিন্দা বিভিন্ন মহলের

ফুটবলের সঙ্গে যাঁরা সরাসরি জড়িত নন, তাঁরাও বলছেন, এই ঘটনা দিনের বেলা ডাকাতি করার মতো। বল গোললাইন পেরিয়ে যাওয়ার পরেও রেফারি কেন বাঁশি বাজালেন না বা সহকারী রেফারি পতাকা তুললেন না, তা কারও কাছেই স্পষ্ট নয়। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে এর আগেও বিতর্ক হয়েছে। এবার রেফারির বিতর্কিত সিদ্ধান্তের বলি হল ভারত।

 

 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

কাজে এল না ছাংতের দুরন্ত গোল, কাতারের বিরুদ্ধে ২-১ গোলে পরাজয় ভারতের

East Bengal Club: ময়দানে নজির, ইস্টবেঙ্গল ক্লাবের কর্মসমিতিতে ঝুলন গোস্বামী

হাবাসকে ছেঁটে ফেলল সবুজ মেরুন, মোহনবাগানের নতুন কোচ হলেন জোসে মোলিনা

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: বিধানসভার বাইরে মুখোমুখি শুভেন্দু অধিকারী, দেখুন সরাসরি
Guyana-র সরস্বতী বিদ্যা নিকেতন স্কুলে Narendra Modi, কথা বললেন পড়ুয়াদের সঙ্গে
উপনির্বাচনে (By Election) কেমন ফল করবে বিজেপি? দেখুন কী বললেন শুভেন্দু | Suvendu Adhikari
Bear Rescue Operation | বরফের মধ্যে ভাল্লুকের প্রান বাঁচাল ভারতীয় সেনা, দেখুন দুঃসাহসিক ভিডিও
ট্যাব কেলেঙ্কারির প্রতিবাদে শিক্ষকদের জোরদার বিক্ষোভ! দাবি সঠিক তদন্তের! | Bengal Tab Scam