ব্রাজিল বিশ্ব ফুটবলের সফলতম দল, চাপ নিয়েই খেলতে হবে, সাফ জানালেন কোচ তিতে

বৃহস্পতিবার ভারতীয় সময় অনুযায়ী মধ্যরাতে এবারের বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল। সার্বিয়ার বিরুদ্ধে ম্যাচ সহজ হবে না, তবে জয় ছাড়া কিছু ভাবছে না ব্রাজিল শিবির।

Web Desk - ANB | Published : Nov 23, 2022 7:33 PM IST / Updated: Nov 24 2022, 01:06 AM IST

ব্রাজিল বিশ্বের অন্যতম সেরা দল। প্রতিবারই বিশ্বকাপে ফেভারিট হিসেবে বিশ্বকাপে খেলতে নামে ব্রাজিল। এবার বিশ্বকাপের আগে ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ছিল ব্রাজিলই। ২০ বছর আগে শেষবার বিশ্বকাপ জিতেছিল সেলেকাওরা। ফলে কাতারে নেইমার, রিচার্লিসনদের উপর চাপ থাকবেই। সেই চাপ নিয়েই তাঁদের খেলতে হবে। ব্রাজিলের কোচ তিতে সাফ জানিয়ে দিলেন, বিশ্বকাপে যে দলটা সবচেয়ে বেশি সফল, বিশ্ব ফুটবলের ইতিহাসে যাদের সাফল্য সবচেয়ে বেশি, তাদের উপর চাপ থাকা স্বাভাবিক। সার্বিয়ার বিরুদ্ধে ম্যাচের আগে ব্রাজিলের কোচকে দলের উপর থাকা চাপ নিয়ে প্রশ্ন করা হয়েছিল। তিতের জবাব, 'আমাদের উপর চাপ থাকা স্বাভাবিক।ফুটবলের ইতিহাসে ব্রাজিলের সাফল্যই সবচেয়ে বেশি। এই ঐতিহ্যের সঙ্গেই আসে চাপ। এটা স্বাভাবিক। আমাদের দলে এমন কয়েকজন ফুটবলার আছে, যাদের উপর সারা বিশ্বের সংবাদমাধ্যমের নজর রয়েছে। আমরা এটাকে স্বাভাবিকভাবেই নিই। বিশ্বকাপ জেতা আমাদের স্বপ্ন। ফলে চাপ সবসময়ই থাকবে। এই চাপ নিয়েই আমাদের খেলতে হবে।'

ব্রাজিলের কোচ আরও বলেছেন, 'আমি এবারের বিশ্বকাপে যেভাবে দলকে গড়ে তুলতে চেয়েছিলাম, সেটা করতে পেরেছি। ২০১৮ সালে আমি দলকে তৈরি করার জন্য খুব বেশি সময় পাইনি। তার ফলে প্রত্যাশিত সাফল্য পাইনি। রাশিয়ায় বিশ্বকাপের আগে আমি মাত্র ২ বছর সময় পেয়েছিলাম। দলের কঠিন সময়ে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। এখন আর সেই পরিস্থিতি নেই। আমি যেভাবে দলকে গড়ে তুলতে চেয়েছিলাম, তার জন্য পর্যাপ্ত সময় পেয়েছি। সেই কারণে ৪ বছর আগে আমার যে মনোভাব ছিল, এখন তা সম্পূর্ণ বদলে গিয়েছে। আমি এখন আর ৪ বছর আগের মতো স্নায়ুর চাপে ভুগছি না। কারণ আমি জানি, আমার কাজ সারা হয়ে গিয়েছে। আমাদের দল ৩ ধরনের ছকে খেলতে তৈরি। প্রতিটি ম্যাচে পরিবেশ-পরিস্থিতি, বিপক্ষের শক্তি-দুর্বলতা দেখে সেই অনুযায়ী খেলব আমরা। দলের সব খেলোয়াড়ের কাছেই বিষয়টি স্পষ্ট। ওরা এভাবে খেলতে তৈরি।'

এবার ব্রাজিলের সেরা তারকা নেইমার। তবে ভিনিসিয়াস জুনিয়রকেও দলের অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবলার বলে মনে করছেন তিতে। এ প্রসঙ্গে তিনি বলেছেন, 'আমি কোচ হিসেবে সব খেলোয়াড়ের কাছ থেকেই সেরা খেলা বের করে আনতে চাই। ভিনিসিয়াস এমন একজন খেলোয়াড় যে ক্লাবের হয়ে সর্বোচ্চ পর্যায়ের ফুটবলে নিজের জাত চিনিয়েছে। ওর মতো আরও কয়েকজন ফুটবলার আমাদের দলে আছে। ওদের সবাইকে নিয়ে কীভাবে খেলবে দল, সেটা আমাকে ঠিক করতে হবে।'

আরও পড়ুন-

পরিচ্ছন্ন ফুটবল, আগাগোড়া দাপট বজায় রেখে কোস্টারিকার বিরুদ্ধে ৭-০ জয় স্পেনের

'ওয়ানলাভ' আর্মব্যান্ডে নিষেধাজ্ঞা, ফিফার বিরুদ্ধে আদালতে জার্মান ফুটবল ফেডারেশন

ভাল আছি, হাসপাতাল থেকে বার্তা আর্জেন্টিনা ম্যাচে চোট পাওয়া সৌদি ডিফেন্ডারের

Read more Articles on
Share this article
click me!