১-২ ব্যবধানে জয় ছিনিয়ে নেয় সৌদি আরব। এই হারের পর মেসিকে তীব্র ভাষায় আক্রমণ করলেন দিয়েগো মারাদোনার ছেলে দিয়েগো মারাদোনা জুনিয়র। মারাদনার সঙ্গে মেসির কোনও তুলনাই হয় না বলেও জানালেন তিনি।
সৌদি আরবের বিরুদ্ধে বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচেই বেশ নিষ্প্রভ ছিল আর্জেন্টিনা। দেখা যায়নি মেসি সুলভ ফুটবলও। ফলত ম্যাচ শুরুর ১০ মিনিটের মধ্যে গোল করেও দলকে জেতাতে পারেনি মেসি। সৌদি আরবের প্রেসিং ফুটবলের সামনে দুর্বল হয়ে পড়ে আর্জেন্টিনা রক্ষণ। ১-২ ব্যবধানে জয় ছিনিয়ে নেয় সৌদি আরব। এই হারের পর মেসিকে তীব্র ভাষায় আক্রমণ করলেন দিয়েগো মারাদোনার ছেলে দিয়েগো মারাদোনা জুনিয়র। মারাদনার সঙ্গে মেসির কোনও তুলনাই হয় না বলেও জানালেন তিনি। শুধু তাই নয় তিনি এও বলেন, যদি কেউ মারাদনার সঙ্গে মেসির তুলনা করেন তবে বুঝে নিতে হবে তিনি ফুটবল বোঝেন না। দিয়েগো মারাদোনা জুনিয়রের মন্তব্যের পরই শোরগোল পড়ে যায় বিশ্বের ফুটবল প্রেমীদের মধ্যে।
সম্প্রতি ইটালির এক রেডিয়ো চ্যানেলে সাক্ষাৎকারে মারাদোনার ছেলে বিশ্বকাপের প্রথম ম্যাচে আর্জেন্টিনার হার প্রসঙ্গে তীব্র হতাশা প্রকাশ করে তিনি বলেন,'বিশ্বাসই হচ্ছে না সৌদি আরবের মতো প্রতিপক্ষের কাছে আরা হেরে গেলাম। আমার বাবার সঙ্গে মেসির তুলনাই হয় না। যারা তুলনা করে তাঁরা ফুটবলের কিছুই বোঝে না। দুটো আলাদা গোলার্ধের যেমন তুলনা হয় না।' তবে পাশাপাশি তিনি এও বলেন, 'হারের জন্য সরাসরি মেসিকে দায়ী করতে চাই না। গোটা দলেরই দোষ রয়েছে।' মারাদোনা জুনিয়রের সংযোজন,'প্রতিপক্ষ যে এ ভাবে ঘুরে দাঁড়াতে পারে এটা আর্জেন্টিনা ভাবতেই পারেনি। তাই ভয় পেয়েছিল।'
প্রসঙ্গত, ১-২ ব্যবধানে সৌদি আরবের কাছে হার আর্জেন্টিনার। এই ফল যেন দুঃস্বপ্নেও ভাবতে পারেননি মেসিরা। শুধু আর্জেন্টিনা দল নয়। গোটা বিশ্বের কাছেও এই ফলাফল শুধু অপ্রত্যাশিতই নয়, অবাক করাও। ম্যাচের পর থেকেই থমথমে পরিবেশ আর্জেন্টিনা শিবিরে। আর্জেন্টিনার সংবাদমাধ্যম সূত্রে খবর ম্যাচের পর থেকেই আর একেঅপরের সঙ্গে কথা বলেননি খেলোয়াড়রা। স্টেডিয়ামের টানেল দিয়ে বেরোনোর সময়ও বিশেষ কথা বলেননি কেউ। এক ঘন্টা থমথমে মুখে বসে ছিলেন লুসাইল স্টেডিয়ামের সাজঘরে। শুধু বাসে ওঠার আগে সাংবাদিকদের সামনে মেসি বলেন,'আমরা মারা গিয়েছি। তিন পয়েন্টের আশায় মাঠে নেমেছিলাম। এই ভাবে হারতে হবে ভাবতে পারিনি। সামনে যা আসবে সব কিছুর জন্য প্রস্তুত থাকতে হবে। জিততে আমাদের হবেই।'
আরও পড়ুন -
পিছিয়ে পড়েও জার্মানির বিরুদ্ধে ২-১ গোলে জয়, বিশ্বকাপে চমক জাপানের
'আমরা মারা গিয়েছি', সৌদি আরবের কাছে হারের পর থমথমে পরিবেশ আর্জেন্টিনা শিবিরে