শুরু হয়ে গিয়েছে কাতার বিশ্বকাপ। প্রথম ম্যাচে অনায়াস জয় পেয়েছে ইকুয়েডর। এবার ফুটবলপ্রেমীরা তাকিয়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, লিওনেল মেসিদের ম্যাচের দিকে।
বিশ্ব ফুটবলের মহাতারকা। ৫ বার ব্যালন ডি'অর জিতেছেন। ২০১৬ সালে ইউরো কাপও জিতিয়েছেন পর্তুগালকে। কিন্তু একবারও বিশ্বকাপ ছোঁয়া হয়নি। এবারই সম্ভবত শেষবার বিশ্বকাপ খেলছেন। তাই দলকে চ্যাম্পিয়ন করতে মরিয়া ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তিনি কাতারে পৌঁছে দলের সবার সঙ্গে অনুশীলন শুরু করে দিলেন। রবিবারই কাতারে প্রথম অনুশীলন ছিল পর্তুগাল দলের। সতীর্থদের সঙ্গে পুরো সময়ই অনুশীলন করলেন 'সি আর ৭'। এবারের বিশ্বকাপে বেশ কঠিন গ্রুপে আছেন রোনাল্ডোরা। গ্রুপ এইচ-এ পর্তুগালের সঙ্গে আছে দক্ষিণ কোরিয়া, ঘানা ও উরুগুয়ে। ২৪ নভেম্বর প্রথম ম্যাচে ঘানার মুখোমুখি হবে পর্তুগাল। ২৮ নভেম্বর দ্বিতীয় ম্যাচে রোনাল্ডোর সঙ্গে লুই সুয়ারেজের উরুগুয়ের লড়াই। ২ ডিসেম্বর গ্রুপের শেষ ম্যাচে পর্তুগালের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া। রোনাল্ডো ভালভাবেই জানেন, তাঁদের গ্রুপে কোনও ম্যাচই সহজ হবে না। খাতায়-কলমে সব দলই শক্তিশালী। ফলে পর্তুগালের সামনে কঠিন চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ অতিক্রম করার জন্য তৈরি হচ্ছেন পর্তুগিজ মহাতারকা।
এবারের বিশ্বকাপ রোনাল্ডোর কেরিয়ারের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁকে হয়তো বিশ্বকাপের পরেই ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ছাড়তে হবে। বিশ্বকাপ শুরু হওয়ার ঠিক আগে ইংল্যান্ডের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ক্লাব সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করেছেন রোনাল্ডো। তিনি ম্যান ইউ ম্যানেজার এরিক টেন হ্যাগ, স্পোর্টিং ডিরেক্টর র্যাল্ফ র্যাংনিক, প্রাক্তন সতীর্থ ওয়েন রুনিকে আক্রমণ করেছেন। ওল্ড ট্র্যাফোর্ডের পরিকাঠামো নিয়েও প্রশ্ন তুলেছেন রোনাল্ডো। তাঁর দাবি, দলে বিশ্বাসঘাতকতার শিকার হয়েছেন। এই সাক্ষাৎকার প্রকাশ্যে আসার পরেই ইংল্যান্ডের ফুটবলমহলে তোলপাড় শুরু হয়েছে। বিবৃতি দিতে বাধ্য হয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড কর্তৃপক্ষ। শুক্রবার এক বিবৃতিতে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, 'সম্প্রতি সংবাদমাধ্যমে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যে সাক্ষাৎকার দিয়েছেন, তার পরিপ্রেক্ষিতে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।' সেই উপযুক্ত ব্যবস্থা যে কী, সেটা অবশ্য জানা যায়নি। তবে রোনাল্ডোকে যদি আর ওল্ড ট্র্যাফোর্ডে দেখা না যায়, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না।
এই পরিস্থিতিতে রোনাল্ডোর জন্য বিশ্বকাপ খুব গুরুত্বপূর্ণ। তিনি ফের নিজেকে প্রমাণ করতে মরিয়া। তিনি কাতারে ভাল পারফরম্যান্স দেখাতে পারলে অন্য কোনও ক্লাবে সহজেই সুযোগ পেতে পারেন। ইংলিশ প্রিমিয়ার লিগেরই কোনও ক্লাবে হয়তো দেখা যাবে তাঁকে। ম্যান ইউকে জবাব দিতে মরিয়া রোনাল্ডো। সেই কারণেই তিনি কেরিয়ারের শেষপর্বে অন্য কোনও দেশে যাওয়ার বদলে ইংল্যান্ডেই থাকতে পারেন।
আরও পড়ুন-
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে অসাধারণ ফুটবল, কাতারকে ২-০ উড়িয়ে দিল ইকুয়েডর
চোখধাঁধানো উদ্বোধনী অনুষ্ঠান, মঞ্চ মাতাল বিটিএস, বেজে গেল কাতার বিশ্বকাপের দামামা
আজ থেকে শুরু ফুটবল বিশ্বকাপ ২০২২, ইছাপুরে মেসির মূর্তি বসালেন আর্জেন্টিনা ভক্ত চা বিক্রেতা