বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে অসাধারণ ফুটবল, কাতারকে ২-০ উড়িয়ে দিল ইকুয়েডর

নিজেদের দেশে বিশ্বকাপের প্রথম ম্যাচেই ইকুয়েডরের কাছে ধরাশায়ী হল কাতার। বিশ্ব ফুটবলে যে তারা লিলিপুট, সেটা বারবার বোঝা গেল।

 

ম্যাচ ছেড়ে দেওয়ার জন্য ঘুষ নেওয়ার অভিযোগ নস্যাৎ করে দিয়ে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আয়োজক দেশ কাতারকে ২-০ গোলে হারিয়ে দিল ইকুয়েডর। ম্যাচের শুরু থেকে শেষপর্যন্ত লাতিন আমেরিকার দলটিই দাপটের সঙ্গে খেলল। ম্যাচের ৩ মিনিটেই প্রথম গোল করেন এনার ভ্যালেন্সিয়া। কিন্তু অফসাইডের জন্য ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির সাহায্যে সেই গোল বাতিল করে দেন রেফারি। তবে ভ্যালেন্সিয়াকে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ১৫ মিনিটে পেনাল্টি পায় কাতার। বক্সের মধ্যে ভ্যালেন্সিয়ার পা জড়িয়ে ধরে ফেলে দেন কাতারের গোলকিপার সাদ আল-সিব। ভ্যালেন্সিয়া নিজেই পেনাল্টি মারতে যান। তিনি ঠান্ডা মাথায় গোল করেন। এরপর ৩১ মিনিটে দুরন্ত হেডে নিজের ও দলের দ্বিতীয় গোল করেন ভ্যালেন্সিয়া। প্রথমার্ধে আর কোনও গোল হয়নি। ২ গোলে এগিয়ে যাওয়ার পর ইকুয়েডর আর বিশেষ চেষ্টা করেনি। নিজেদের পায়ে বল রেখে ম্যাচ নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে থাকেন জেগসন মেন্ডেজ, মোজেস কাইসেডোরা। প্রথমার্ধের শেষদিকে ব্যবধান কমানোর সুবর্ণ সুযোগ পেয়েছিল কাতার। কিন্তু বক্সের মধ্যে ফাঁকায় থাকা আলমোয়েজ আলির হেড বাইরে চলে যায়।

দ্বিতীয়ার্ধে আর সেভাবে গোলের জন্য ঝাঁপায়নি ইকুয়েডর। বরং কাতারের ফুটবলারদের কিছুটা খেলার সুযোগ দিচ্ছিলেন ভ্যালেন্সিয়ারা। তাঁরা প্রথমার্ধেই বিপক্ষ দলের ওজন বুঝে গিয়েছিলেন। সেই কারণেই দ্বিতীয়ার্ধে বিশেষ ঘাম ঝরাননি। হাল্কা চোট পাওয়ায় ৭৬ মিনিটে মাঠ ছাড়েন ভ্যালেন্সিয়া। তাঁর বাঁ হাঁটুতে চোট লেগেছে। রিজার্ভ বেঞ্চে বাঁ হাঁটুতে বরফ বেঁধে বসে থাকতে দেখা যায় তাঁকে। আশা করা হচ্ছে তাঁর চোট গুরুতর নয়। পরের ম্যাচে খেলতে পারবেন।

Latest Videos

বিশ্বকাপের ইতিহাসে এর আগে কোনওদিন নিজেদের প্রথম ম্যাচে হারেনি আয়োজক দেশ। কাতারই প্রথম দল হিসেবে এই লজ্জাজনক নজির গড়ল। এই গ্রুপের বাকি দুই দল নেদারল্যান্ডস ও সেনেগাল। সোমবার ভারতীয় সময় অনুযায়ী রাত সাড়ে ৯টা থেকে নেদারল্যান্ডস-সেনেগাল ম্যাচ। ২৫ নভেম্বর নিজেদের দ্বিতীয় ম্যাচে সেনেগালের মুখোমুখি হবে কাতার। ইকুয়েডরের পরের ম্যাচ ২৫ নভেম্বরই নেদারল্যান্ডসের বিরুদ্ধে। এই গ্রুপ থেকে কাতারের পয়েন্ট পাওয়াই খুব কঠিন। ইকুয়েডর যদি নেদারল্যান্ডসের সঙ্গে অন্তত ড্র করতে পারে, তাহলে নক-আউটে যাওয়া অনেকটাই নিশ্চিত হয়ে যাবে। যদি নেদারল্যান্ডস ইকুয়েডরকে হারিয়ে দেয়, তাহলে সেনেগালের বিরুদ্ধে ভ্যালেন্সিয়াদের ম্যাচের গুরুত্ব বেড়ে যাবে। এই গ্রুপ থেকে ইকুয়েডর ও নেদারল্যান্ডসেরই নক-আউটে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।

আরও পড়ুন-

চোখধাঁধানো উদ্বোধনী অনুষ্ঠান, মঞ্চ মাতাল বিটিএস, বেজে গেল কাতার বিশ্বকাপের দামামা

দলের কথা ভেবেই জায়গা ছেড়ে দিতে হচ্ছে, বিশ্বকাপ থেকে ছিটকে গিয়ে মন খারাপ করিম বেঞ্জেমার

আজ থেকে শুরু ফুটবল বিশ্বকাপ ২০২২, ইছাপুরে মেসির মূর্তি বসালেন আর্জেন্টিনা ভক্ত চা বিক্রেতা

Share this article
click me!

Latest Videos

ফিরহাদকে কড়া ডোজ দিলেন শুভেন্দু | Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari #shortsfeed
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today
কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল? আসল কারন ফাঁস করলেন Suvendu Adhikari, শুনলে চমকে উঠবেন