অ্যাওয়ে ম্যাচে গোয়ার কাছে ৩ গোলে হার, লিগ টেবলে ৬ নম্বরে এটিকে মোহনবাগান

কাতারে বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনের দিন এফসি গোয়ার বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে হেরে গেল এটিকে মোহনবাগান।

এবারের আইএসএল-এ নিজেদের প্রথম ম্যাচে চেন্নাইয়িন এফসি-র কাছে হেরে গিয়েছিল এটিকে মোহনবাগান। তারপর ঘুরে দাঁড়িয়ে ভাল খেলছিলেন প্রীতম কোটাল, হুগো বুমোসরা। মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে ১০ জনে হয়ে যাওয়ার পরেও যেভাবে শেষমুহূর্তে গোল শোধ করে ম্যাচ ড্র করেছিল মেরিনার্সরা, সেটা সবারই প্রশংসা কুড়িয়েছিল। ঘরের মাঠে নর্থ-ইস্ট ইউনাইটেড এফসি-র বিরুদ্ধেও শেষমুহূর্তে গোল করে জয় ছিনিয়ে নিয়েছিলেন শুভাশিস বসু, জনি কাউকোরা। কিন্তু রবিবার অ্যাওয়ে ম্যাচে এফসি গোয়ার বিরুদ্ধে একেবারেই ভাল খেলতে পারল না এটিকে মোহনবাগান। শুরু থেকেই গোয়ার দাপট ছিল। দ্বিতীয়ার্ধে মরিয়া হয়ে ম্যাচে ফেরার চেষ্টা করছিলেন সবুজ-মেরুন জার্সিধারীরা। কিন্তু শেষপর্যন্ত গোয়ার সঙ্গে লড়াইয়ে জয় পাওয়া সম্ভব হল না। ৩-০ গোলে ম্যাচ জিতে ৬ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবলে ৩ নম্বরে উঠে এল গোয়া। অন্যদিকে, ৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবলে ৬ নম্বরে নেমে গেল এটিকে মোহনবাগান।

এদিন অনেক চেষ্টা করেও প্রথমার্ধে গোল করতে পারেনি গোয়া। একাধিকবার নিশ্চিত গোল বাঁচিয়ে দেন এটিকে মোহনবাগানের গোলকিপার বিশাল কাইথ। না হলে তখনই হয়তো পিছিয়ে পড়ত মেরিনার্সরা। প্রথমার্ধে গোয়াকে কোনওরকমে আটকে রাখতে পারলেও, দ্বিতীয়ার্ধে আর সেটা সম্ভব হয়নি। ৫০ মিনিটে প্রথম গোল করে গোয়াকে এগিয়ে দেন আইবানভা ডোহলিং। এরপর ৭৬ মিনিটে ব্যবধান বাড়ান ফেরেস আরনাউট। ৮২ মিনিটে ব্যবধান বাড়ান নোয়া সাদাউ। তৃতীয় গোলের ক্ষেত্রে দায় এড়াতে পারেন না বিশাল। অনেকটা দূর থেকে শট নেন নোয়া। সেই শট পাঞ্চ করে বের করে দেওয়ার চেষ্টা করেন বাগান গোলকিপার। কিন্তু বল তাঁর আঙুল ছুঁয়ে মাটিতে ড্র করে জালে জড়িয়ে যায়।

Latest Videos

এবারের আইএসএল-এ রবিবারই সবচেয়ে খারাপ ম্যাচ খেলল এটিকে মোহনবাগান। গোয়া যাওয়ার আগে ৩ পয়েন্টের লক্ষ্যে খেলার কথা জানিয়েছিলেন কোচ-ফুটবলাররা। কিন্তু দলের খেলায় তার প্রতিফলন দেখা গেল না। এডু বেদিয়া, ব্র্যান্ডন ফার্নান্ডেজের পাশাপাশি নোয়াকেও বিপজ্জনক ফুটবলার বলে উল্লেখ করেছিলেন প্রীতম-ব্র্যান্ডন হ্যামিলরা। এদিন গোয়ার সব ফুটবলারই দারুণ খেললেন। বুমোস, কাউকোরা বিশেষ কিছুই করতে পারেননি। তার ফলেই হারতে হল এটিকে মোহনবাগানকে। 

২৬ নভেম্বর পরের ম্যাচে ঘরের মাঠে হায়দ্রাবাদ এফসি-র মুখোমুখি হবে এটিকে মোহনবাগান। এখন লিগ টেবলের শীর্ষে গতবারের চ্যাম্পিয়ন হায়দ্রাবাদ। ফলে সেই ম্যাচও বাগানের কাছে সহজ হবে না।

আরও পড়ুন-

চোখধাঁধানো উদ্বোধনী অনুষ্ঠান, মঞ্চ মাতাল বিটিএস, বেজে গেল কাতার বিশ্বকাপের দামামা

একসঙ্গে বিশ্বকাপ দেখার জন্য ২৩ লক্ষ টাকা দিয়ে বাড়ি কিনলেন ১৭ ফুটবলপ্রেমী

আজ থেকে শুরু ফুটবল বিশ্বকাপ ২০২২, ইছাপুরে মেসির মূর্তি বসালেন আর্জেন্টিনা ভক্ত চা বিক্রেতা

Share this article
click me!

Latest Videos

প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury