কাতারে বিশ্বকাপে ফেভারিট ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স, মত প্রাক্তন তারকা কাকার

আর কয়েকদিন পরেই কাতারে শুরু হতে চলেছে বিশ্বকাপ ফুটবল। সারা বিশ্বের ফুটবলপ্রেমীদের মধ্যেই এই প্রতিযোগিতা ঘিরে উন্মাদনা দেখা যাচ্ছে।

 

২০ নভেম্বর থেকে কাতারে শুরু হতে চলেছে বিশ্বকাপ ফুটবল। এশিয়া মহাদেশে দ্বিতীয়বার হতে চলেছে 'দ্য গ্রেটেস্ট শো অন আর্থ'। এর আগে ২০০২ সালে দক্ষিণ কোরিয়া ও জাপানে হয়েছিল বিশ্বকাপ। সেবার চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল। সেই দলের অন্যতম তারকা ছিলেন কাকা। এশিয়ায় কি ফের চ্যাম্পিয়ন হতে পারবে ব্রাজিল? কাকা নিজেদের দলকে নিয়ে বেশ আশাবাদী। তিনি কাতারে বিশ্বকাপ শুরু হওয়ার আগে যে ৩ দলকে ফেভারিট হিসেবে বেছে নিয়েছেন, সেই দলগুলি হল ব্রাজিল, আর্জেন্টিনা ও ফ্রান্স। যে দলগুলিকে কেউ গুরুত্ব দিচ্ছে না, তাদের মধ্যে সার্বিয়া চমক দিতে পারে বলে মনে করেন কাকা। তিনি ব্রাজিলের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, 'এবারের বিশ্বকাপে ব্রাজিল ফেভারিট। কারণ, ব্রাজিল দল অনেকদিন ধরেই বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিচ্ছে। তিতেকে কোচ হিসেবে নিয়োগ করা উপযুক্ত সিদ্ধান্ত। দলে তারুণ ও অভিজ্ঞতার সংমিশ্রণ রয়েছে। ব্রাজিল ছাড়া বিশ্বকাপ জয়ের দাবিদার আর্জেন্টিনা ও ফ্রান্স। সার্বিয়া সবাইকে চমকে দিতে পারে।'

এবারের বিশ্বকাপে গ্রুপ জি-তে আছে ব্রাজিল। এই গ্রুপের বাকি দলগুলি হল সার্বিয়া, সুইৎজারল্যান্ড ও ক্যামেরুন। ২৪ নভেম্বর প্রথম ম্যাচে সার্বিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। ২৮ নভেম্বর পরের ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের প্রতিপক্ষ সুইৎজারল্যান্ড। ২ ডিসেম্বর গ্রুপের শেষ ম্যাচে ক্যামেরুনের মুখোমুখি হবে ব্রাজিল। গ্রুপ সি-তে আছে আর্জেন্টিনা। এই গ্রুপে আছে সৌদি আরব, মেক্সিকো ও পোল্যান্ড। ২২ নভেম্বর সৌদি আরবের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবেন লিওনেল মেসিরা। ২৬ নভেম্বর তাঁদের সামনে মেক্সিকো। ৩০ নভেম্বর গ্রুপের শেষ ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ পোল্যান্ড। গতবার রাশিয়ায় বিশ্বকাপ জেতা ফ্রান্স এবার গ্রুপ ডি-তে ডেনমার্ক, অস্ট্রেলিয়া ও টিউনিশিয়ার সঙ্গে আছে। ২৩ নভেম্বর প্রথম ম্যাচে ফ্রান্সের সামনে অস্ট্রেলিয়া। ২৬ নভেম্বর পরের ম্যাচে বিশ্বকাপ চ্যাম্পিয়নদের লড়াই ডেনমার্কের সঙ্গে। ৩০ নভেম্বর গ্রুপের শেষ ম্যাচে ফ্রান্সের প্রতিপক্ষ টিউনিশিয়া।

Latest Videos

এবারের বিশ্বকাপেও ব্রাজিলের ভরসা নেইমার জুনিয়র। সঙ্গে আছেন ভিনিসিয়াস জুনিয়র, রিচার্লিসন, গ্যাব্রিয়েল জেসুস, রাফিনহা, পেড্রো, অ্যান্টনি ডস স্যান্টোস। নেইমারের উপর ভরসা করছেন কাকা। তিনি প্যারিস সাঁ জা-র স্ট্রাইকারের প্রশংসা করে বলেছেন, 'নেইমার এবার ব্রাজিলকে বিশ্বকাপ জেতাতে পারে। ওর প্রতিভা আছে। ও এখন সেরা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে বলেই আমার বিশ্বাস। আমি চাই ও বিশ্বকাপ চ্যাম্পিয়ন হোক।'

বিশেষজ্ঞরা বলেন, ফুটবলাররা ২৮ থেকে ৩২ বছর বয়সের মধ্যে সেরা পারফরম্যান্স দেখাতে পারেন। নেইমারের বয়স এখন ৩০ বছর। ৪ বছর পর তিনি কী অবস্থায় থাকবেন, সেটা এখন বলা সম্ভব নয়। তাই এবারই বিশ্বকাপ জেতার সবচেয়ে ভাল সুযোগ পাবেন নেইমার।

আরও পড়ুন-

চোট পেয়ে কাতার বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন সেনেগালের তারকা সাদিও মানে

ফুটবল ম্যাচে ১০ জনকে লাল কার্ড দেখালেন রেফারি! নির্ধারিত সময়ের আগেই শেষ খেলা

'২০২২-র বিশ্বকাপে ব্রাজিল তারকাময়, দল শুধুই নেইমার-নির্ভর নয়', কলকাতায় এসে জানালেন কাফু

Share this article
click me!

Latest Videos

‘সোমবারেই আমি সব ফাঁস করবো’ Trinamool-কে সরাসরি আক্রমণ Suvendu Adhikari-র, দেখুন | Suvendu Adhikari
বাংলাদেশের ঘটনা নিয়ে Mamata-কে প্রশ্ন Suvendu-র, পাল্টা ক্ষোভ উগরালেন Kunal Ghosh
‘Bangladesh-এর এমন কিছু ভিডিও আছে যা দেখলে শেউরে উঠবেন’ বিস্ফোরক মন্তব্য Suvendu Adhikari-র
Mamata banerjee-কে সরাসরি চ্যালেঞ্জ Suvendu Adhikari-র! ২৬-এ হবে আসল খেলা | Suvendu Adhikari News
হিন্দু হওয়ার অপরাধে প্রধান শিক্ষককে বাধ্য করা হল পদত্যাগ করতে, গর্জে উঠে যা বললেন Suvendu Adhikari