লোথার ম্যাথাউসকে টপকে বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড লিওনেল মেসির

ফ্রান্সের বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনালে খেলতে নেমেই রেকর্ড গড়লেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। এবার গোল করে দলকে চ্যাম্পিয়ন করাই তাঁর লক্ষ্য।

Web Desk - ANB | Published : Dec 18, 2022 3:13 PM IST / Updated: Dec 18 2022, 09:13 PM IST

বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়লেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। রবিবার বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে খেলতে নেমে এই রেকর্ড গড়লেন মেসি। তিনি এদিন বিশ্বকাপে ২৬-তম ম্যাচ খেলছেন। এতদিন বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড ছিল জার্মানির প্রাক্তন তারকা লোথার ম্যাথাউসের। তিনি বিশ্বকাপে ২৫ ম্যাচ খেলেন। এবারের বিশ্বকাপের সেমি ফাইনালে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে খেলতে নেমে ম্যাথাউসের রেকর্ড স্পর্শ করেন মেসি। ফাইনালে ম্যাথাউসের রেকর্ড ভেঙে দিলেন মেসি। আর্জেন্টিনার অধিনায়ক ঘোষণা করেছেন, বিশ্বকাপ ফাইনালের পর তিনি আর দেশের হয়ে খেলবেন না। ফলে এটাই তাঁর শেষ আন্তর্জাতিক ম্যাচ। সেই ম্যাচ খেলতে নেমেই রেকর্ড গড়লেন মেসি। এবার তিনি গোল করে দলকে বিশ্বকাপ চ্যাম্পিয়ন করতে চান। ৩৬ বছর বিশ্বকাপ জেতেনি আর্জেন্টিনা। এবার কাতারে সেই খরা কাটাতে মরিয়া মেসি। তিনি আর্জেন্টিনাকে তৃতীয়বার বিশ্বকাপ চ্যাম্পিয়ন করতে চান।

২০১৪ বিশ্বকাপের সেরা ফুটবলার হিসেবে গোল্ডেন বল পেয়েছিলেন মেসি। কিন্তু তিনি সেবার দলকে চ্যাম্পিয়ন করতে পারেননি। সেবার ফাইনালে অতিরিক্ত সময়ে মারিও গোৎজের একমাত্র গোলে জার্মানির কাছে ০-১ গোলে হেরে যায় আর্জেন্টিনা। এবার বিশ্বকাপ জিততে মরিয়া মেসি। ফাইনালে পূর্ণশক্তির দল নিয়েই খেলছে আর্জেন্টিনা। প্রথম একাদশে ফিরেছেন অ্যাঞ্জেল ডি মারিয়া। তবে খেলতে পারছেন না লেফট ব্যাক মার্কোস অ্যাকুনা। তিনি প্রথম একাদশে ছিলেন। কিন্তু অসুস্থতার জন্য় খেলতে পারছেন না। তাঁর বদলে খেলছেন নিকোলাস ট্যাগলিয়াফিকো। কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিরুদ্ধে হলুদ কার্ড দেখায় সেমি ফাইনালে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে খেলতে পারেননি অ্যাকুনা। ফাইনালের দলে তাঁকে রাখেন কোচ লিওনেল স্কালোনি। কিন্তু বিশ্বকাপ ফাইনালে খেলার সুযোগ হারালেন অ্যাকুনা। ডি মারিয়া চোটের জন্য ২০১৪ সালের বিশ্বকাপ ফাইনালে খেলতে পারেননি। এবার ফিট হয়ে উঠে তিনি বিশ্বকাপ ফাইনাল খেলছেন।

Latest Videos

ডি মারিয়া দলে ফেরায় আর্জেন্টিনার মাঝমাঠের শক্তি বেড়েছে। এদিনের ম্যাচে ৪--৩-৩ ফর্মেশনে খেলছে আর্জেন্টিনা। ডি মারিয়া আক্রমণে দলকে সাহায্য করছেন। মিডফিল্ডার হিসেবে আছেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্ডেজ ও রডরিগো ডে পল। রক্ষণে আছেন নাহুেয়ল মলিনা, ক্রিস্টিয়ানো রোমেরো, নিকোলাস ওটামেন্ডি ও ট্যাগলিয়াফিকো। আর্জেন্টিনার গোলকিপার এলিমিয়ানো মার্টিনেজও দলের অন্যতম ভরসা। এবারের বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন আর্জেন্টিনার গোলকিপার। গোল্ডেন গ্লাভস জেতার অন্যতম দাবিদার এলিমিয়ানো। তিনি ফাইনালেও ভাল পারফরম্যান্স দেখাতে মরিয়া।

আরও পড়ুন-

বিশ্বকাপ ফাইনালে ২-১ গোলে জয় পাবে আর্জেন্টিনা, মত ইংল্যান্ডের বিশেষজ্ঞদের

হাওড়ায় বসে মারাদোনা ও মেসিকে নিয়ে গান বাঁধলেন বাংলার প্রাক্তন ফুটবলার

আর্জেন্টিনার বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনালে ইতিহাস গড়তে তৈরি দিদিয়ের দেশঁ, হুগো লরিস

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

ঘটনাকে চাপছে কারা! কার ভয়ে মুখ খুলছে না সঞ্জয়! ভালো করে দেখুন | RG Kar Case | Kolkata Doctor News
ঠাকুর দেখার নাম করে যুবতীর সঙ্গে কুকর্ম! আতঙ্ক নরেন্দ্রপুরে! | South 24 Parganas News Today
'পাথর নিয়ে হামলাকারীদের জন্নত নয়, জাহান্নামে পাঠিয়েছি' বিস্ফোরক যোগী আদিত্যনাথ | Yogi Aditiyanath
'আমাদের নাম কেটে যাদের পাকা বাড়ি আছে তাদের আবাসের বাড়ি দিচ্ছে' দুর্নীতির অভিযোগ | Purba Bardhaman
Virat Kohli: ৫০ ফুটের বিরাট! কোহলির ৩৬ তম জন্মদিন পালনে সাঁতরাগাছিতে মহোৎসব! | Howrah News Today