বিশ্বকাপ ফাইনালে ২-১ গোলে জয় পাবে আর্জেন্টিনা, মত ইংল্যান্ডের বিশেষজ্ঞদের

Published : Dec 18, 2022, 08:05 PM ISTUpdated : Dec 18, 2022, 08:32 PM IST
Angel Di Maria

সংক্ষিপ্ত

কিছুক্ষণ পরেই শুরু হচ্ছে এবারের বিশ্বকাপ ফাইনাল। আর্জেন্টিনার বিরুদ্ধে লড়াই ফ্রান্সের। বিশ্বকাপ ফাইনাল ঘিরে চড়ছে উত্তেজনার পারদ।

এবারের বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সকে ২-১ গোলে হারিয়ে ১৯৮৬ সালের পর ফের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে পারে আর্জেন্টিনা। এমনই মনে করছেন ইংল্যান্ডের ফুটবল বিশেষজ্ঞরা। তাঁদের মতে, ফ্রান্সের রক্ষণে কিছুটা সমস্যা আছে। এরই সুযোগ নিতে পারেন লিওনেল মেসি, অ্যাঞ্জেল ডি মারিয়া, জুলিয়ান আলভারেজরা। আর্জেন্টিনার উইঙ্গাররা আক্রমণে দলকে সাহায্য করছেন। ফুলব্যাকরাও ওভারল্যাপে উঠছেন। রাইট ব্যাক নাহুয়েল মলিনা ও লেফট ব্যাক মার্কোস অ্যাকুনা দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছেন। প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হারের পর থেকে আর্জেন্টিনার রক্ষণও দারুণ পারফরম্যান্স দেখাচ্ছে। ২ সেন্টার-ব্যাক ক্রিস্টিয়ান রোমেরো ও নিকোলাস ওটামেন্ডি রক্ষণকে জমাট করে রেখেছেন। ফাইনালে কিলিয়ান এমবাপে, অলিভিয়ের জিরু, আঁতোয়া গ্রিজম্যানদের আটকে দেওয়ার ব্যাপারেও তাঁরা আত্মবিশ্বাসী। সবমিলিয়ে বিশ্বকাপ ফাইনাল খেলতে নামার আগে গতবারের চ্যাম্পিয়ন ফ্রান্সের চেয়ে এগিয়ে আর্জেন্টিনা। এবার মাঠে নেমে ভাল পারফরম্যান্স দেখাতে হবে মেসি, ডি মারিয়া, এলিমিয়ানো মার্টিনেজদের।

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা ও ফ্রান্সের প্রথম একাদশ ঘোষণা করা হয়েছে। আর্জেন্টিনার প্রথম একাদশে আছেন এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মলিনা, নিকোলাস ওটামেন্ডি, ক্রিস্টিয়ানো রোমেরো, নিকোলাস ট্যাগলিয়াফিকো, অ্যাঞ্জেল ডি মারিয়া, রডরিগো ডে পল, এনজো ফার্নান্ডেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, লিওনেল মেসি ও জুলিয়ান আলভারেজ। লেফট ব্যাক মার্কোস অ্যাকুনা প্রথম একাদশে ছিলেন। কিন্তু তিনি হঠাৎ অসুস্থ বোধ করায় তাঁর বদলে খেলছেন মার্কোস অ্যাকুনা। ফ্রান্সের প্রথম একাদশে আছেন হুগো লরিস, জুলস কুন্ডে, রাফায়েল ভারান, দায়ত উপামেনাকো, থিও হার্নান্ডেজ, অঁরেলে শুয়ামেনি, আদ্রিয়েন র‍্যাবিয়ত, আঁতোয়া গ্রিজম্যান, কিলিয়ান এমবাপে, অলিভিয়ের জিরু ও উসমানে ডেম্বেলে।

এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে ১-২ গোলে হারের পর ঘুরে দাঁড়িয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছে আর্জেন্টিনা। ৫ গোল করে ফেলেছেন মেসি। ৪ গোল করেছেন আলভারেজ। তিনি সেমি ফাইনালে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে জোড়া গোল করেছেন। ফাইনালেও গোল করে দলকে চ্যাম্পিয়ন করতে চান মেসি, আলভারেজ। 

ফ্রান্সের তারকা স্ট্রাইকার এমবাপেও এবারের বিশ্বকাপে ৫ গোল করে ফেলেছেন। ৪ গোল করেছেন জিরু। ফাইনালে গোল করে ফ্রান্সকে পরপর ২ বার বিশ্বকাপ চ্যাম্পিয়ন করাই এমবাপে-জিরুর লক্ষ্য। এবারও বিশ্বকাপ জিততে হলে ফ্রান্সের ফুটবলারদের সেরা পারফরম্যান্স দেখাতে হবে। কারণ, আর্জেন্টিনাও এবার বিশ্বকাপ জিততে মরিয়া। মেসিরা জয়ের লক্ষ্যে ঝাঁপাবেন। ফলে বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের লড়াই অত্যন্ত কঠিন হতে পারে।

আরও পড়ুন-

বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি ফ্রান্স বনাম আর্জেন্টিনা, এমবাপে জ্বরে মাতোয়ারা ফরাসডাঙ্গা

আর্জেন্টিনার বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনালে ইতিহাস গড়তে তৈরি দিদিয়ের দেশঁ, হুগো লরিস

বিশ্বকাপ ফাইনালের জন্য পরিকল্পনা তৈরি, জানালেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি

PREV
click me!

Recommended Stories

Lionel Messi: ভারতে আসছেন মেসি! দেখা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও, 'গোট ট্যুর'-এর সম্পূর্ণ সূচি
Indian Super League: ভারতীয় ফুটবলে এই প্রথম! ১২টি ক্লাব যৌথভাবে আইএসএল আয়োজনের পথে?