ব্রাজিলের নতুন কোচ হতে পারেন পেপ গুয়ার্দিওলা! প্রস্তাব দেওয়া হচ্ছে ম্যান সিটি ম্যানেজারকে

Published : Dec 13, 2022, 12:15 AM IST
Pep Guardiola

সংক্ষিপ্ত

২০ বছর বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে পারেনি ব্রাজিল। এবার কাতারেও ব্যর্থতার জেরে ব্রাজিলের ফুটবল দলকে নতুন করে গড়ে তোলার লক্ষ্য কাজ শুরু হয়ে গিয়েছে।

কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে বিদায় নেওয়ার পর ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করেছেন ব্রাজিলের কোচ তিতে। এরপর তাঁর পরিবর্তে এক দশকেরওব বেশি সময় ধরে ক্লাব ফুটবলে বিশ্বের অন্যতম সফল কোচ পেপ গুয়ার্দিওলাকে প্রস্তাব দেওয়ার কথা ভাবছে ব্রাজিলের ফুটবল সংস্থা। কয়েকদিনের মধ্যেই ম্যাঞ্চেস্টার সিটির কোচ গুয়ার্দিওলার সঙ্গে ব্রাজিলের ফুটবল সংস্থার কর্তারা যোগাযোগ করতে চলেছেন বলে জানা গিয়েছে। ব্রাজিলের ফুটবল সংস্থার প্রেসিডেন্ট এডনাল্ডো রডরিগেজ নিজে জাতীয় দলের নতুন কোচ খোঁজার দায়িত্ব নিয়েছেন। আপাতত গুয়ার্দিওলা ছাড়া ব্রাজিলের পরবর্তী কোচ হিসেবে অন্য কারও নাম ভাবা হচ্ছে না। ব্রাজিলের জাতীয় দলের জন্য এতদিন নিজেদের দেশের বাইরে থেকে কাউকে কোচ করে আনা হয়নি। তবে এবার এই রীতিতে বদল আনার কথা ভাবছেন রডরিগেজরা। তাঁরা গুয়ার্দিওলার ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে জানতে চাইছেন। গত মাসেই ম্যাঞ্চেস্টার সিটির কোচ হিসেবে ২০২৫ পর্যন্ত থাকার বিষয়ে চুক্তি করেছেন গুয়ার্লিওলা। ফলে তিনি এই চুক্তি ভেঙে ব্রাজিলের দায়িত্ব নেবেন কি না, সেটা বলা যাচ্ছে না।

আগামী বছর পর্যন্ত ব্রাজিলের পরবর্তী কোচের বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হবে না বলে জানা গিয়েছে। গুয়ার্দিওলা কী সিদ্ধান্ত নেন, তার উপর অনেককিছু নির্ভর করছে। ম্যান সিটির কোচ নেইমারদের দায়িত্ব নিতে রাজি হলে অন্য কারও কথা ভাবা হবে না। কিন্তু তিনি যদি রাজি না হন, তাহলে সেভিয়ার কোচ জর্জ স্যাম্পাওলিকে প্রস্তাব দেওয়া হতে পারে। পালমেইরাসের কোচ অ্যাবেল ফেরেইরা, সাও পাওলোর কোচ রোজারিও সেনি, ফ্লুমিনেজের কোচ ফার্নান্ডো ডিনিজ, গ্রেমিওর কোচ রেনাতো পোর্তালুপ্পির কথাও ভাবা হচ্ছে। গুয়ার্দিওলা রাজি না হলে তখন অন্য কাউকে প্রস্তাব দেওয়া হবে।

বার্সেলোনার হয়ে দুর্দান্ত সাফল্য পেয়েছিলেন গুয়ার্দিওলা। এরপর তিনি বায়ার্ন মিউনিখের কোচ হন। সেখানেও সাফল্য় পান এই স্প্যানিশ কোচ। এরপর ২০১৬ সালে তিনি ম্যান সিটির কোচ হন। ৬ বছরে ৪ বার ইংলিশ প্রিমিয়র লিগ চ্যাম্পিয়ন করা সহ দলকে ১১টি ট্রফি এনে দিয়েছেন গুয়ার্দিওলা। তিনি ফুটবল বিশ্বে সুভদ্র ব্যক্তি হিসেবে পরিচিত। ফুটবলারদের সঙ্গে তাঁর সম্পর্ক খুবই ভাল। সাফল্য কীভাবে আদায় করে নিতে হয়, সেটা তিনি খুব ভালভাবে জানেন। সেই কারণে তাঁর উপর ভরসা করতে চাইছে ব্রাজিলের ফুটবল সংস্থা।

আরও পড়ুন-

এমবাপের খেলা দেখে নিজের সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন ব্রাজিলের কিংবদন্তি রোনাল্ডো

আমার কাছে তুমিই সর্বকালের সেরা, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে বার্তা বিরাট কোহলির

বাংলাদেশের বিরুদ্ধে দ্বিশতরান, ভবিষ্যতে আরও সাফল্যের লক্ষ্যে ঈশান কিষান

PREV
click me!

Recommended Stories

Messi in India: আম্বানি পরিবারের ‘বনতারা’ ঘুরে সফর শেষ করলেন মেসি, মঙ্গলবার ভারত ছাড়লেন বাকি দুই সতীর্থও
Messi in Kolkata: যুবভারতীকাণ্ডে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এবং বিধাননগরের সিপি-কে শো কজ! সাসপেন্ড ডিসি