গত বিশ্বকাপে তরুণ ফুটবলার হিসেবে নজর কেড়েছিলেন কিলিয়ান এমবাপে। এবার তিনি আরও পরিণত। কাতারে অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন এই স্ট্রাইকার।
কিলিয়ান এমবাপের খেলা দেখে নিজের খেলোয়াড় জীবনের কথা মনে পড়ে যাচ্ছে ব্রাজিলের কিংবদন্তি রোনাল্ডো লুইজের। ২০০২ সালে ব্রাজিলের পঞ্চম বিশ্বকাপজয়ী দলের অন্যতম নায়ক এমবাপের প্রশংসা করেছেন। বুধবার রাতে এবারের বিশ্বকাপের দ্বিতীয় সেমি ফাইনালে মরক্কোর মুখোমুখি হবে ফ্রান্স। গতবারেরর বিশ্বকাপ চ্যাম্পিয়নদের হয়ে এবারও দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছেন এমবাপে। তিনি এবার সর্বোচ্চ গোলদাতা হওয়ার দৌড়ে আছেন। সেমি ফাইনালের আগে তাঁর প্রশংসা করে রোনাল্ডো বলেছেন, 'এমবাপে এত গতিসম্পন্ন এবং এত ভাল খেলোয়াড়, ওকে নিয়ে আমরা আলোচনা করি। ওর খেলা দেখে আমি যখন খেলতাম সেই সময়ের কথা মনে পড়ে যাচ্ছে। ও জানে কীভাবে নিজের দক্ষতা কাজে লাগাতে হয়, কীভাবে অন্যদের চেয়ে দ্রুতগতিতে বল নিয়ে বিপক্ষের গোলের দিকে এগিয়ে যেতে হয়। নিজের দক্ষতা কাজে লাগিয়ে অন্যদের দিয়ে কীভাবে গোল করাতে হয় বা নিজে গোল করতে হয়, সেটা জানে এমবাপে।'
১৯৯৪, ১৯৯৮, ২০০২ ও ২০০০৬ সালে ব্রাজিলের বিশ্বকাপের দলে ছিলেন রোনাল্ডো। ১৯৯৪ ও ২০০২ সালে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় ব্রাজিল। ১৯৯৮ সালে বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের কাছে হেরে যায় ব্রাজিল। ১৯৯৮ সালে বিশ্বকাপের সেরা খেলোয়াড় নির্বাচিত হন রোনাল্ডো। ২০০২ সালে বিশ্বকাপের সর্বাধিক গোলদাতা হন তিনি। বিশ্বকাপে ১৫ গোল রয়েছে এই স্ট্রাইকারের। জার্মানির মিরোস্লাভ ক্লোজে ছাপিয়ে যাওয়ার আগে পর্যন্ত বিশ্বকাপে সর্বাধিক গোলের রেকর্ড ছিল রোনাল্ডোর দখলে। তাঁর মতো ভয়ঙ্কর স্ট্রাইকার ফুটবলের ইতিহাসে খুব কমই দেখা গিয়েছে। সেই রোনাল্ডোকে মুগ্ধ করেছেন এমবাপে।
এবার ফ্রান্সই বিশ্বকাপ জিততে পারে বলে মনে করেন রোনাল্ডো। তিনি বলেছেন, 'আমার মনে হয়, ফ্রান্সই বিশ্বকাপ জেতার সবচেয়ে বড় দাবিদার। এ কথা আমি বিশ্বকাপ শুরু হওয়ার আগে থাকতেই বলে আসছি। আমার মতে, এবার এমবাপেই বিশ্বকাপের সেরা খেলোয়াড় নির্বাচিত হবে। তবে লিওনেল মেসি যদি আর্জেন্টিনাকে বিশ্বকাপ চ্যাম্পিয়ন করে, তাহলে আমি খুশি হব। আমি ফুটবল-রোম্যান্টিক। তাই যে যে দলই চ্যাম্পিয়ন হোক না কেন আমার ভাল লাগবে। আমি খেলা উপভোগ করব।'
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে ইংল্যান্ডের লড়াইয়ের প্রশংসা করে রোনাল্ডো বলেছেন, 'ফ্রান্সের বিরুদ্ধে ইংল্যান্ড খুব ভাল ফুটবল খেলেছে। কিন্তু ছোট ভুলের জন্য খেলার ফল বদলে গেল। তবে ইংরেজদের এবারের বিশ্বকাপে তাঁদের দলের খেলার জন্য গর্বিত হওয়া উচিত।'
আরও পড়ুন-
৮ বছর পর ফের বিশ্বকাপ ফাইনালে ওঠার হাতছানি, ক্রোয়েশিয়ার মোকাবিলায় তৈরি হচ্ছেন মেসিরা
পেনাল্টি মিস করে কাঠগড়ায় হ্যারি কেন, ইংল্যান্ডকে হারিয়ে সেমি ফাইনালে ফ্রান্স
তাড়াতাড়ি দেখা হচ্ছে বন্ধু, কিলিয়ান এমবাপেকে বার্তা আশরফ হাকিমির