সংক্ষিপ্ত

কাতার থেকে দেশে ফিরে বিশ্রাম নেওয়ার বদল অনুশীলন শুরু করে দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তিনি পুরনো ক্লাব রিয়াল মাদ্রিদের স্পোর্টিং সেন্টারে অনুশীলন করছেন।

বিশ্বকাপ থেকে পর্তুগাল ছিটকে গিয়েছে মাত্র ৪ দিন আগে। এরই মধ্যে নতুন চ্যালেঞ্জ নেওয়ার জন্য নিজেকে তৈরি করার কাজ শুরু করে দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কাতার থেকে দেশে ফেরা বা অন্য কোথাও যাওয়ার বদলে তিনি পৌঁছে গিয়েছেন মাদ্রিদে। পুরনো ক্লাব রিয়াল মাদ্রিদের স্পোর্টিং সেন্টার ভ্যালডেবেবাসে অনুশীলন শুরু করে দিয়েছেন রোনাল্ডো। তিনি রিয়াল মাদ্রিদ ক্লাব কর্তৃপক্ষের কাছ থেকে প্রয়োজনীয় অনুমতি নিয়ে আপাতত সেখানেই অনুশীলন করছেন। তবে তাঁর পুরনো দলে ফেরার সম্ভাবনা দেখা যাচ্ছে না। স্পেনের এই ক্লাবটি রোনাল্ডোকে আর দলে নিতে রাজি নয়। তবে তিনি স্পোর্টিং সেন্টারে এক অনুশীলন করায় কোনও আপত্তি নেই রিয়াল মাদ্রিদের। বুধবার রোনাল্ডো যখন ভ্যালডেবেবাসে অনুশীলন করতে যান, তখন তাঁকে দেখে অনেকেই অবাক হয়ে যান। রিয়াল মাদ্রিদ অ্যাকাডেমির ফুটবলাররা এই তারকার সঙ্গে ছবি তোলার জন্য হুড়োহুড়ি শুরু করে দেন।

ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ছাড়ার পর রোনাল্ডো কোন ক্লাবে যাবেন, সেটা নিয়ে জল্পনা অব্যাহত। সৌদি আরবের ক্লাব আল-নাসর থেকে বিপুল অর্থের প্রস্তাব পেলেও, সেখানে যেতে রাজি নন রোনাল্ডো। তিনি ফের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলতে চাইছেন। দেশের হয়ে আরও বছর দেড়েক খেলতে চান এই তারকা। ২০২৪ সালে পরবর্তী ইউরো কাপ খেলে তাঁর অবসর নেওয়ার ইচ্ছা রয়েছে। সেই কারণেই ইউরোপের ক্লাবেই খেলতে চান রোনাল্ডো। তবে এখনও পর্যন্ত তিনি ভাল কোনও প্রস্তাব পাননি। সেই কারণেই অপেক্ষা করছেন। ভাল কোনও প্রস্তাব পেলে বিবেচনা করবেন তিনি।

বিশ্বকাপে ভাল খেলতে পারেননি। কোচের সঙ্গে ঝামেলার জেরে প্রথম একাদশে জায়গা হারান। সেই কারণেই ফের নিজেকে প্রমাণ করার চ্যালেঞ্জ নিচ্ছেন রোনাল্ডো। নতুন ট্রান্সফার উইন্ডোতে কোনও ক্লাবে যোগ দিলে সেখানে দুর্দান্ত পারফরম্যান্স দেখানোই তাঁর লক্ষ্য। সেই কারণেই অনুশীলন শুরু করে দিলেন রোনাল্ডো। তাঁর মতো ফুটবলার বেশিদিন ক্লাবহীন অবস্থায় থাকবেন না। সেই কারণেই তিনি নতুন ক্লাবে যোগ দেওয়ার আগে নিজেকে শারীরিকভাবে সেরা জায়গায় নিয়ে যেতে চাইছেন। এই তারকা সৌদি আরবের ক্লাবে যোগ দিতে রাজি না হলেও, আল-নাসর এখনও তাঁকে দলে নেওয়ার আশা ছাড়েনি। যদিও রোনাল্ডোর ইউরোপের বাইরের কোনও দেশের ক্লাবের হয়ে খেলার সম্ভাবনা খুবই কম। ইংলিশ প্রিমিয়ার লিগের কোনও প্রথমসারির ক্লাবের হয়ে খেলার সুযোগ পেলে সবচেয়ে খুশি হবেন রোনাল্ডো। তিনি ম্যান ইউকে জবাব দেওয়ার সুযোগ পাবেন।

আরও পড়ুন-

এখনই অবসর নিচ্ছেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, খেলতে চান ২০২৪ ইউরো কাপে

আফ্রিকার প্রথম দল হিসেবে বিশ্বকাপ ফাইনালে যাওয়ার লক্ষ্যে প্রস্তুত মরক্কো

এমবাপের সঙ্গে লড়াই, কাতার বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার দৌড়ে মেসি