Football World Cup 2026: কোন কোন দেশ নিশ্চিত করল বিশ্বকাপ? একনজরে দেখে নিন

Published : Jun 11, 2025, 01:14 PM ISTUpdated : Jun 11, 2025, 01:26 PM IST
football world cup 2026

সংক্ষিপ্ত

Football World Cup 2026: ইতিমধ্যেই একাধিক দেশ আসন্ন ফুটবল বিশ্বকাপে নিজেদের জায়গা নিশ্চিত করে ফেলেছে। 

Football World Cup 2026: আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপের জন্য গোটা বিশ্ব জুড়ে চলছে যোগ্যতা অর্জন পর্বের খেলা। ইতিমধ্যেই একাধিক দেশ আসন্ন ফুটবল বিশ্বকাপে নিজেদের জায়গা নিশ্চিত করে ফেলেছে (fifa world cup qualifiers 2026)।

এবার ফুটবল বিশ্বকাপের যোগ্যতা অর্জন করে ফেলল অস্ট্রেলিয়া

মঙ্গলবার জেড্ডায়, সৌদি আরবকে ২-১ গোলে হারিয়ে দিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল তারা। অন্যদিকে, মাত্র কয়েকটা স্টেপ দূরে দাঁড়িয়ে আছে উরুগুয়ে এবং প্যারাগুয়ে। এছাড়া সেনেগালের কাছে পরাজিত হয়ে চাপে ইংল্যান্ড।

এর আগেই অবশ্য উজবেকিস্তান এবং জর্ডন যোগ্যতা অর্জন করে ফেলেছে এই মেগা টুর্নামেন্টের জন্য। এছাড়া যোগ্যতা অর্জন করেছে দক্ষিণ কোরিয়াও। আসন্ন এই প্রতিযোগিতায় খেলবে মোট ৪৮টি দেশ (fifa world cup qualifiers)।

অপরদিকে, প্রথম স্থানে থাকা ইরান আবার ১-০ গোলে পরাজিত হয়েছে কাতারের বিরুদ্ধে। এই নিয়ে টানা ৬ বার ফুটবল বিশ্বকাপে খেলতে নামবে অস্ট্রেলিয়া। সৌদি আরবের আবদুল রহমান আলোবুদ গোল করে দলকে এগিয়ে দিলেও ম্যাচে ফিরে আসে অস্ট্রেলিয়া। কনর মেটকাফে এবং মিচ ডিউক গোল করে অস্ট্রেলিয়ার জয় এবং বিশ্বকাপের টিকিটটি নিশ্চিত করেন।

আসন্ন বিশ্বকাপে লাতিন আমেরিকা থেকে প্রথম ৬টি দেশ সরাসরি বিশ্বকাপে খেলবে

সপ্তম দেশ খেলবে অন্তর্মহাদেশীয় প্লে-অফ ম্যাচ। যোগ্যতা অর্জন পর্বে আপাতত সব দেশেরই আর দুটি করে ম্যাচ বাকি রয়েছে। 

কিন্তু সপ্তম স্থানে থাকা ভেনেজুয়েলা শেষ দু’টি ম্যাচে জিতলেও ২৪ পয়েন্টের বেশি এগোতে পারবে না। ফলে, চারে থাকা উরুগুয়ে এবং পাঁচে থাকা প্যারাগুয়ে, দুই দেশই দাঁড়িয়ে রয়েছে ২৪ পয়েন্টে। তাই আর এক পয়েন্ট পেলেই তারা বিশ্বকাপে খেলতে পারবে। উরুগুয়ে আবার এদিন ২-০ গোলে হারিয়ে দিয়েছে ভেনেজুয়েলাকে এবং ব্রাজিলের কাছে ১-০ গোলে হেরেছে প্যারাগুয়ে। 

ইউরোপেও লড়াই বেশ জমজমাট। বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী ম্যাচে নেদারল্যান্ডস ৮-০ গোলে হারিয়েছে মাল্টাকে। ফিনল্যান্ড ২-১ গোলে পরাজিত করেছে পোল্যান্ডকে এবং বেলজিয়াম ৪-৩ গোলে জয় পেয়েছে ওয়েলসের বিরুদ্ধে।

অপরদিকে, আয়োজক কানাডা, মেক্সিকো এবং আমেরিক ছাড়াও জাপান, আর্জেন্টিনা, নিউজ়িল্যান্ড এবং ইরানও ফুটবল বিশ্বকাপে যোগ্যতা অর্জন করে ফেলেছে। এদিকে ব্রাজিল, আর্জেন্টিনা এবং ইকুয়েডরও। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

FIFA World Cup 2026: অনুষ্ঠিত হল ফিফা বিশ্বকাপের ড্র, তারকারা কোন গ্রুপে? ট্রাম্পকে শান্তি পুরস্কার
Indian Super League: সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে চিঠি দিল আইএসএল-এর ১২ ক্লাব, নিজেদের উদ্যোগেই লিগ আয়োজন?