সোশ্যাল মিডিয়ায় প্যালেস্টাইনের সমর্থনে পোস্ট, 'অপরাধে' মেইনজ থেকে বহিষ্কার করা হল এল ঘাজিকে

Published : Nov 04, 2023, 05:16 PM IST
Anwar El Ghazi

সংক্ষিপ্ত

মেইনজ থেকে বহিষ্কারের পরও নিজের অবস্থানেই অনড় ২৮ বছর বয়সী ফুটবলার। উপরোন্তু তিনি বলেছেন, আমি যা হারিয়েছি তা গাজার মানুষজনের উপর চলা অত্যাচারের সামনে কিছুই নয়।' 

প্যালেস্টাইনের সমর্থনে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন ডাচ ফুটবলার আনওয়ার এল ঘাজি। এই 'অপরাধে'ই তাঁকে বহিষ্কার করে জার্মান ফুটবল দল মেইনজ থেকে। মেইনজের পক্ষ থেকে শুক্রবার জানানো হয়েছিল, সোশ্যাল মিডিয়ায় প্যালেস্টাইন সংক্রান্ত বিভ্রান্তিকর পোস্টের জন্য এল ঘাজির সঙ্গে চুক্তি শেষ করছে ক্লাব।

ফুটবলার আনওয়ার এল ঘাজিকে বহিষ্কারের পর সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, 'যা সঠিক তার পাশে দাঁড়াও, সেখানে তোমায় একা দাঁড়াতে হলেও দাঁড়াও।' তবে মেইনজ থেকে বহিষ্কারের পরও নিজের অবস্থানেই অনড় ২৮ বছর বয়সী ফুটবলার। উপরোন্তু তিনি বলেছেন, আমি যা হারিয়েছি তা গাজার মানুষজনের উপর চলা অত্যাচারের সামনে কিছুই নয়।'

কী পোস্ট করেছিলেন ঘাজি?

গত ২৭ অক্টোবর সোশ্যাল মিডিয়ায় ফুটবলার এল ঘাজি একটি পোস্ট করেন, সেখানে তিনি লিখেছিলেন,'আমার আগের পোস্টের দরুণ যে বিভ্রান্তি তৈরি হয়েছে স্পষ্ট করতে আমি জানাচ্ছি যে, আমি মানবিকতা ও শান্তির সমর্থনে।

অন্যদিকে মেইনজের পক্ষ থেকে গত জানানো হয়েছিল যে এল ঘাজি হামাস-সহ সব ধরনের সন্ত্রাসের বিষয় কথা বলেছেন, পাশাপাশি ইজরায়েলের অস্তিত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন তাই তাঁকে সাসপেন্ড করা হয়েছিল। তবে তাঁকে একটি দ্বিতীয় সুযোগ দেওয়ার কথা ভেবেই সেই সাসপেনশনে আপাতত স্থগিতাদেশ দিচ্ছে কর্তৃপক্ষ।

এরপর গত বুধবার ঘাজি অভিযোগ করেন যে তাঁর অনুমতি ছাড়াই এই মন্তব্য প্রকাশ করেছে ক্লাব। বরং তিনি বলেছেন,'আমার অবস্থান নিয়ে আমার কোনও আক্ষেপ বা অনুতাপ নেই।' তিনি আরও লেখেন,'আমি আজও মনুষত্বের পাশে রয়েছি, কালও থাকব, আমার শেষ নিস্বাস অব্দি আমি নিজের অবস্থানে অনড় থাকব।' এরপরে তিনি সোশ্যাল মিডিয়ায় আরএকটি পোস্ট করেন,যেখানে তিনি নির্দোষ প্যালেস্টেনিয়ানদের হত্যার বিরোধিতা করে লিখেছিলেন,'গাজায় ৩,৫০০ নিরিহ শিশুকে হত্যার কোনও ব্যাখ্যা হয় না। আমি, আমরা এই বিশ্বের কেউই এই ঘটনায় নিরব থাকতে পারিনা।'

PREV
click me!

Recommended Stories

UCL 2025-26: চ্যাম্পিয়ন্স লিগের মেগা লড়াইতে ইন্টার মিলানের মুখোমুখি লিভারপুল, নজরে সালাহ
নেইমারের চোখ ধাঁধানো ৭.৫ মিলিয়ন পাউন্ডের গাড়ির কালেকশন দেখেছেন?