ভারতীয় ফুটবল প্রশাসনের ইতিহাসে অন্যতম কর্তা প্রয়াত প্রদ্যুত দত্তর স্মরণে এবার বিশেষ সংকলন

বলা চলে, এটি যেন একটি জীবন্ত দলিল। 

প্রকাশ পেল ‘ফুটবলের কাঞ্চনজঙ্ঘা’। বঙ্গ ফুটবলের অন্যতম কর্তা প্রয়াত প্রদ্যুত দত্তর জীবনীগ্রন্থ এবার প্রকাশিত।

জর্জ টেলিগ্রাফ স্পোর্টস ক্লাবের উদ্যোগে একটি মিলন উৎসবের আয়োজন করা হয়েছিল। সেখানেই এই বইটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ পায়। ভারতীয় ফুটবল প্রশাসনের ইতিহাসে অন্যতম একজন পথিকৃৎ ছিলেন প্রদ্যুত দত্ত। এই বইটিতে একজন ফুটবল ব্যক্তিত্ব হিসেবে তাঁর নানা কর্মকাণ্ড এবং একাধিক মনে রাখার মতো মুহূর্তই উঠে এসেছে।

Latest Videos

বলা চলে, এটি যেন একটি জীবন্ত দলিল। শুধু তাই নয়, বইটি উদ্বোধনের আগে একটি তথ্যচিত্রও দেখানো হয়। সেইসঙ্গে, একটি ওয়েবসাইটেরও পথচলা শুরু হয় এদিন, www.prodyutdutta.com

তাঁর ছেলে অনির্বাণ দত্ত বর্তমানে আইএফএ সচিব। যিনি নিজেও ফুটবল অন্তপ্রাণ একজন মানুষ। বিশেষ করে, বঙ্গ ফুটবলের উন্নতির স্বার্থে দীর্ঘদিন ধরেই তিনি কা করে চলেছেন। এই প্রসঙ্গে তিনি বলেন, “আমার বাবা আমার কাছে একজন রোল মডেল এবং ফুটবল প্রশাসনের ক্ষেত্রে আমার পথিকৃৎ। তাঁর কর্মশৈলী এবং কর্মদক্ষতা আজও ময়দানের বহু মানুষের আলোচনার বিষয়। তাঁর নেওয়া অনেক সিদ্ধান্ত আজও বাংলার ফুটবলকে সঠিক পথে পরিচালিত করছে। এমন এক কিংবদন্তী পিতার সন্তান হতে পেরে আমি গর্বিত।”

স্বাভাবিকভাবেই ময়দানের এই মিলনোৎসব যেন আক্ষরিক অর্থেই এক মহীরুহর শ্রদ্ধাঞ্জলির মঞ্চ হয়ে উঠেছিল।

এই অনুষ্ঠানে উপস্তজিত ছিলেন ক্রিকেট কর্তা অভিষেক ডালমিয়া, প্রাক্তন ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্যায়, মহামেডান কর্তা বিলাল খান সহ আরও অনেকে। সবমিলিয়ে ময়দানে দুর্দান্ত একটি সন্ধ্যে এবং ইতিহাসকে আরও একবার ফিরে দেখা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
সীমান্তের নিরাপত্তা হুমকির মুখে! Bangladeshi Infiltration কবে থামবে? | Gede Border | Rohingya
'চায়ের দোকানে চা বিক্রি করুন, চাকরির থেকে বেশি টাকা আয় হয়' মন্তব্য মমতার | Mamata Banerjee Malda
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia