ISL: দুরন্ত গোল লিস্টন এবং মনবীরের, অ্যাওয়ে ম্যাচে নর্থ ইস্টকে ২-০ গোলে হারিয়ে জয় মোহনবাগানের

Published : Dec 08, 2024, 09:27 PM ISTUpdated : Dec 08, 2024, 10:10 PM IST
indian super league 2024

সংক্ষিপ্ত

অনবদ্য বললেও হয়ত কম বলা হয়। 

অ্যাওয়ে ম্যাচে নর্থ ইস্ট ইউনাইটেডকে ২-০ গোলে হারাল সবুজ মেরুন ব্রিগেড। 

গুয়াহাটির জওহরলাল নেহেরু স্টেডিয়ামে যেন ফুল ফোটাল মোহনবাগান। দলের দুই নির্ভরযোগ্য ফুটবলার শুভাশিস এবং রডরিগেজকে ছাড়াও দুরন্ত পারফরম্যান্স দেখাল সবুজ মেরুন ব্রিগেড।

আর ওদিকে ডুরান্ড ফাইনালে জয় পেলেও, আইএসএল-এর দুটি লেগেই মোহনবাগানের হার মানতে বাধ্য হল নর্থ ইস্ট। এদিন অ্যাওয়ে ম্যাচে ২-০ গোলে জিতে মাঠ ছাড়লেন লিস্টন কোলাসোরা। আর এই জয়ের সুবাদে আইএসএল-এর পয়েন্ট টেবিলে ফের একবার শীর্ষে উঠে এল মোলিনার ছেলেরা।

রবিবার, শুরু থেকেই মাঠে ছিলেন দীপেন্দু বিশ্বাস এবং আশিক কুরুনিয়ান। তবে মোহনবাগানের লক্ষ্য ছিল যে, নর্থ ইস্টের স্ট্রাইকাররা যেন কোনওভাবেই আক্রমণাত্মক হয়ে উঠতে না পারে। প্রথমার্ধে বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি করেছিল মোহনবাগান। কিন্তু গোল হয়নি। ওদিকে আবার নর্থ ইস্টও গোল পায়নি।

কিন্তু দ্বিতীয়ার্ধে যেন আক্রমণে ঝড় তোলে মোহনবাগান। ম্যাচের ৬৫ মিনিটে পেনাল্টি বক্সের বাইরে থেকে জোরালো শট নর্থ ইস্ট গোলরক্ষক গুরমিত সিংকে পরাস্ত করে সোজা জালে জড়িয়ে যায়। বলা চলে, বিশ্বমানের গোল। তবে সেখানেই শেষ নয়।

খেলার ৭১ মিনিটে, ডিফেন্ডারদের কাটিয়ে আরও একটি জোরালো শটে গোল করে যান লিস্টন কোলাসো। যদিও গোল শোধের চেষ্টা চালায় নর্থ ইস্টও। কিন্তু সবুজ মেরুন রক্ষণ যেন আজ প্রাচীর হয়ে উঠেছিল। শেষপর্যন্ত, নর্থ ইস্ট ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়ে ম্যাচ জিতে নেয় মোহনবাগান।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

UCL 2025-26: চ্যাম্পিয়ন্স লিগের মেগা লড়াইতে ইন্টার মিলানের মুখোমুখি লিভারপুল, নজরে সালাহ
নেইমারের চোখ ধাঁধানো ৭.৫ মিলিয়ন পাউন্ডের গাড়ির কালেকশন দেখেছেন?