Gavi: স্পেনের রাজকুমারীর প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান! কেন এত বড় সিদ্ধান্ত বার্সেলোনার এই তারকার?

Published : May 28, 2025, 04:10 PM ISTUpdated : May 28, 2025, 04:21 PM IST
Gavi

সংক্ষিপ্ত

Spanish football star Gavi: স্পেন ও বার্সেলোনার তরুণ ফুটবলারদের মধ্যে অন্যতম সেরা গাভি। তিনি মাঠে অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে যেমন নজর কেড়ে নিয়েছেন, তেমনই মাঠের বাইরে এক সিদ্ধান্তের জন্যও আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছেন।

Gavi rejects Princess of Spain: সাধারণ মেয়ের জন্য রাজকুমারীর প্রেম ও বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান! না, পৌরাণিক কোনও আখ্যান নয়। ২০২৫ সালের আধুনিক যুগের ঘটনা। স্পেন ও বার্সেলোনার তরুণ ফুটবলার গাভির (Gavi) প্রতি অনুরক্ত রাজকুমারী লিওনর (Princess Leonor)। তিনি গাভিকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন এই ফুটবলার। কয়েকবার তাঁর সঙ্গে রাজকুমারীর দেখা হয়েছে। তাঁরা কথাও বলেছেন। কিন্তু রাজকুমারীর সঙ্গে প্রেম বা বিয়েতে আগ্রহী নন গাভি। কারণ, তিনি অন্য এক তরুণীর সঙ্গে প্রেম করছেন। এই তরুণীর নাম অ্যানা পেলায়ো (Ana Pelayo)। তিনি স্টাইলিশ ইনফ্লুয়েন্সার হিসেবে পরিচিত। প্রকাশ্যে তাঁকে আলিঙ্গন ও চুম্বন করেছেন গাভি। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এরপরেই অ্যানার সঙ্গে গাভির সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়েছে।

সম্পর্কের বিষয়ে মুখ খোলেননি গাভি

অ্যানা ও গাভির সম্পর্ক নিয়ে আলোচনা চললেও, তাঁরা এখনও পর্যন্ত এ বিষয়ে মুখ খোলেননি। যদিও প্রকাশ্যে তাঁদের আচরণ বলে দিচ্ছে, তাঁরা পরস্পরের প্রতি গভীরভাবে অনুরক্ত। গাভির সঙ্গে নাম জড়ানোর পর থেকে সোশ্যাল মিডিয়ায় অ্যানার জনপ্রিয়তা বেড়ে গিয়েছে। তিনি সৌন্দর্য ও ফ্যাশন সেন্সের জন্য এমনিতেই অনেকের নজর কেড়ে নিয়েছেন। কিন্তু প্রেমের ক্ষেত্রে স্পেনের রাজকুমারীকে টেক্কা দেওয়ায় এখন আলাদা পরিচিতি গড়ে তুলেছেন অ্যানা। তিনি সোশ্যাল মিডিয়ায় প্রায়ই চোখধাঁধানো ছবি শেয়ার করেন। তাঁকে বিকিনি, মিনি ড্রেস-সহ নানা ধরনের পোশাকে দেখা যায়। সব ছবিতেই আলাদা করে নজর কেড়ে নিয়েছেন অ্যানা

 

 

ফ্যাশন আইকন হয়ে উঠেছেন অ্যানা

স্পেনে এখন রাজকুমারীকে ছাপিয়ে ফ্যাশন আইকন হয়ে উঠেছেন অ্যানা। তাঁকে নিয়ে এখন ফুটবল মহল ও ফ্যাশন দুনিয়ায় আলোচনা চলছে। গাভির সঙ্গে তাঁর সম্পর্ক এখন অন্যতম আলোচ্য বিষয়। রাজকুমারী প্রকাশ্যে এ বিষয়ে কোনও কথা বলেননি। তিনি ভবিষ্যতেও মুখ খুলবেন না বলেই আলোচনা চলছে। তবে গাভি ও অ্যানা মুখে কিছু না বলে নিজেদের মতো করে সম্পর্কে এগিয়ে চলেছেন।

 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Inter Miami vs Vancouver: মেসির জাদুতে ঐতিহাসিক এমএলএস কাপ জয় ইন্টার মায়ামির
East Bengal vs FC Goa: ফতোরদা স্টেডিয়ামে স্বপ্নের সমাধি লাল হলুদের, গোলশূন্য ম্যাচে টাইব্রেকারে হার এফসি গোয়ার কাছে