'আভি তো পার্টি শুরু হুয়ি হ্যায়,' আনোয়ার আলি ইস্যুতে মোহনবাগানকে কটাক্ষ 'ঘোস্ট রাইডার' রঞ্জিত বাজাজের

শনিবারও জাতীয় দলের ডিফেন্ডার আনোয়ার আলির ভবিষ্যৎ স্পষ্ট হল না। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের প্লেয়ার স্টেটাস কমিটি এখনও আনোয়ারের বিষয়ে কোনও সিদ্ধান্ত নিতে পারল না।

হলিউডের বিখ্যাত ছবি 'ঘোস্ট রাইডার' হিসেবে নিজেকে তুলে ধরলেন দিল্লি এফসি-র কর্ণধার রঞ্জিত বাজাজ। শনিবার আনোয়ার আলির দলবদল সংক্রান্ত বিতর্কে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের প্লেয়ার স্টেটাস কমিটির বৈঠকের পর 'এক্স' হ্যান্ডলে পোস্টে মোহনবাগান সুপার জায়ান্টকে কটাক্ষ করেছেন রঞ্জিত। তিনি 'ঘোস্ট রাইডার' ছবির একটি দৃশ্যের আদলে জ্বলন্ত স্কুটারের উপরে থাকা এক ব্যক্তির ছবি পোস্ট করেছেন। সেই ব্যক্তিরও মাথা দাউ দাউ করে জ্বলছে। এরই সঙ্গে রঞ্জিত লিখেছেন, 'আভি তো পার্টি শুরু হুয়ি হ্যায়'। মোহনবাগান সুপার জায়ান্টের অফিসিয়াল 'এক্স' হ্যান্ডলে জেসন কামিংস, দিমিত্রিওস পেট্রাটসদের স্কেটিং বাইকে দেখা যায়। সেই পোস্টের জবাবেই কটাক্ষ করেছেন রঞ্জিত।

কী সিদ্ধান্ত নেবে প্লেয়ার স্টেটাস কমিটি?

Latest Videos

এআইএফএফ সূত্রে খবর, আনোয়ারকে ছেড়ে দিতে রাজি হলেও, মোটা অঙ্কের জরিমানা চাইছে মোহনবাগান সুপার জায়ান্ট। একইসঙ্গে আনোয়ারের নির্বাসন এবং ইস্টবেঙ্গল ও দিল্লি এফসি-র ট্রান্সফার ব্যানেরও দাবি জানিয়েছে সবুজ-মেরুন ম্যানেজমেন্ট। তবে প্লেয়ার স্টেটাস কমিটি কী সিদ্ধান্ত নেবে, সে বিষয়ে এখনও কোনও ইঙ্গিত পাওয়া যায়নি। অন্তর্বর্তীকালীন কোনও সিদ্ধান্ত নেওয়া হলেও, ২১ অগাস্টের আগে হয়তো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে না। ইস্টবেঙ্গল ও দিল্লি এফসি বক্তব্য জানানোর জন্য সময় চেয়েছে। সেই বক্তব্য জানার পরেই সিদ্ধান্ত নিতে পারে প্লেয়ার স্টেটাস কমিটি।

 

 

আনোয়ারকে দলে পাবে ইস্টবেঙ্গল?

চলতি মরসুমে ইস্টবেঙ্গলের হয়ে খেলতে চান আনোয়ার। লাল-হলুদ শিবিরও এই ডিফেন্ডারকে দলে নিতে আগ্রহী। কিন্তু মোহনবাগান সুপার জায়ান্ট সহজে পিছু হটতে নারাজ। এই পরিস্থিতিতে ইস্টবেঙ্গলের ভরসা রঞ্জিত। তিনি ফুটবল মহলে আনোয়ারের অভিভাবক হিসেবে পরিচিত। রঞ্জিত চাইছেন না আনোয়ার আর সবুজ-মেরুন জার্সি পরে খেলুন। ফলে এবার লাল-হলুদ জার্সিতেই আনোয়ারকে দেখা যেতে পারে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

আনোয়ার আলি ইস্যুতে জট অব্যাহত, হল না চূড়ান্ত সিদ্ধান্ত! পাল্লা ভারী কোনদিকে?

Anwar Ali: আনোয়ার আলিকে নিয়ে জটিলতা অব্যাহত, মানহানির মামলা দিল্লি এফসি-র, ফাঁসবে মোহনবাগান?

Anwar Ali: মোহনবাগান সুপার জায়ান্টের নির্দেশ লঙ্ঘন, অনুশীলনে গরহাজির আনোয়ার আলি, এবার কী হবে?

Share this article
click me!

Latest Videos

'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের