শনিবারের বারবেলায় কলকাতা ডার্বির টিকিট বিক্রি শুরু, উত্তেজনার প্রহর গুনছেন ইস্টবেঙ্গল-মোহনবাগান সমর্থকরা

এবারের ডুরান্ড কাপে একই গ্রুপে ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্ট। দুই দলই এখনও পর্যন্ত অপরাজিত। ফলে ১৮ অগাস্ট কলকাতা ডার্বির গুরুত্ব বেড়ে গিয়েছে।

ডুরান্ড কাপের সূচি প্রকাশিত হওয়ার পর থেকেই কলকাতা ডার্বির টিকিটের বিষয়ে খোঁজ নেওয়া শুরু করেছিলেন ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্টের সমর্থকরা। তাঁদের অপেক্ষার অবসান হতে চলেছে। শনিবার দুপুর ১২টায় অনলাইনে টিকিট বিক্রি শুরু হবে। অনলাইনে টিকিট বুক করার পর রবিবার, সোমবার ও মঙ্গলবার সকাল ১১টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত হাতে টিকিট নিতে পারবেন সমর্থকরা। ইস্টবেঙ্গল ও মোহনবাগান তাঁবু থেকে টিকিট পাওয়া যাবে। ম্যাচের দিন বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে ফিজিক্যাল টিকিট পাওয়া যাবে না বলে জানিয়েছেন ডুরান্ড কাপের আয়োজকরা। তবে অফলাইনে কবে থেকে টিকিট বিক্রি শুরু হবে, সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। কত হাজার টিকিট বিক্রি করা হবে, সে বিষয়েও কিছু জানানো হয়নি।

কলকাতা ডার্বি ঘিরে উত্তেজনা তুঙ্গে

Latest Videos

১৮ অগাস্ট চলতি মরসুমে দ্বিতীয় কলকাতা ডার্বি হতে চলেছে। কলকাতা লিগের বড় ম্যাচে ২-১ গোলে জয় পায় ইস্টবেঙ্গল। ফলে এবার বদলা নেওয়ার লড়াই সবুজ-মেরুন শিবিরের। কলকাতা লিগের ডার্বিতে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনের গ্যালারি প্রায় ফাঁকা ছিল। তবে সেই ম্যাচে দুই দলেরই তরুণ ফুটবলাররা খেলেছিলেন। ডুরান্ড কাপে ইস্টবেঙ্গলমোহনবাগান সুপার জায়ান্টের সিনিয়র ফুটবলাররা খেলবেন। দুই দলেই একাধিক নতুন বিদেশি ফুটবলার যোগ দিয়েছেন। তাঁদের খেলা দেখার জন্য সমর্থকরা মুখিয়ে আছেন। ফলে ১৮ অগাস্টের ম্যাচের সব টিকিটই বিক্রি হয়ে যাবে বলে আশায় ডুরান্ড কাপের আয়োজকরা।

 

 

এগিয়ে থেকে কলকাতা ডার্বি খেলতে নামছে সবুজ-মেরুন

চলতি ডুরান্ড কাপে গ্রুপের প্রথম দুই ম্যাচেই জয় পেয়েছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্ট। তবে গোলপার্থক্যে এগিয়ে সবুজ-মেরুন ব্রিগেড। ফলে কলকাতা ডার্বিতে না হারলেই গ্রুপের শীর্ষে থেকে নক-আউটের যোগ্যতা অর্জন করবে মোহনবাগান সুপার জায়ান্ট।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

বায়ুসেনার গোলে ৬ বার স্ট্রাইক, এগিয়ে থেকেই কলকাতা ডার্বি খেলতে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট

'ফরাসি প্রেমিক' তালালের জাদুতে মাতোয়ারা লাল-হলুদ, ডুরান্ড কাপে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ইস্টবেঙ্গলের

নেক্সট জেন কাপের ব্যর্থতা অতীত, কলকাতা লিগে ফের জয় ইস্টবেঙ্গলের যুব দলের

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury