প্রস্তুতি ম্যাচে গোল হামিদের, মরক্কোর স্ট্রাইকারকে ঘিরে লাল-হলুদ স্বপ্ন

Published : Jul 30, 2025, 03:38 PM ISTUpdated : Jul 30, 2025, 04:32 PM IST
Hamid

সংক্ষিপ্ত

East Bengal FC: ডুরান্ড কাপের (Durand Cup 2025) প্রথম ম্যাচে বড় ব্যবধানে জয়। কলকাতা ফুটবল লিগে (Calcutta Football League) কলকাতা ডার্বিতে (Kolkata Derby) জয়ের পর আত্মবিশ্বাসে ভরপুর লাল-হলুদ শিবির। এরই মধ্যে নতুন চমক মরক্কোর স্ট্রাইকার।

DID YOU KNOW ?
লাল-হলুদে মরক্কোর তারকা
ইস্টবেঙ্গল ক্লাবের ইতিহাসে আফ্রিকার অনেক ফুটবলার খেলেছেন। এবার মরক্কোর জাতীয় দলের ফুটবলার হামিদ আহাদাদ লাল-হলুদে যোগ দিয়েছেন।

Hamid Ahadad: মঙ্গলবার সরকারিভাবে ইস্টবেঙ্গলের (East Bengal) ফুটবলার হিসেবে তাঁর নাম ঘোষণা করা হয়েছে। এরপরেই প্রস্তুতি ম্যাচে গোল করলেন মরক্কোর (Morocco) জাতীয় দলের হয়ে খেলা স্ট্রাইকার হামিদ আহদাদ (Hamid Ahadad)। প্রস্তুতি ম্যাচে ভবানীপুর ক্লাবের বিরুদ্ধে ৪-২ জয় পেল ইস্টবেঙ্গল। জোড়া গোল করেছেন ব্রাজিলিয়ান তারকা মিগুয়েল ফিগুয়েরা। অপর গোল করেছেন গ্রিক স্ট্রাইকার দিমিত্রিওস দিয়ামান্তাকস। তবে হামিদের গোল পাওয়াই লাল-হলুদ শিবিরের কাছে সবচেয়ে তাৎপর্যপূর্ণ। ডুরান্ড কাপের (Durand Cup 2025) প্রথম ম্যাচে ৫-০ জয় এলেও, দ্বিতীয় ম্যাচের আগে বেশ কিছুদিন সময় আছে। এই কারণেই প্রস্তুতি ম্যাচ খেলার সিদ্ধান্ত নেন লাল-হলুদের হেডস্যার অস্কার ব্রুঁজো। মরসুমের প্রথম টুর্নামেন্ট খেলছে দল। বেশিরভাগ ফুটবলারই অল্পদিন হল একসঙ্গে অনুশীলন শুরু করেছেন। দলের বাঁধন যাতে মজবুত হয়, সবার মধ্যে বোঝাপড়া গড়ে ওঠে, সেই চেষ্টা করছেন অস্কার।

হামিদকে ঘিরে লাল-হলুদ স্বপ্ন

মরক্কোর জাতীয় দলের হয়ে ২০ ম্যাচ খেলে ৬ গোল করেছেন হামিদ। এই স্ট্রাইকারের বয়স ৩০ বছর। ২০১৯ সাল থেকে তিনি মরক্কোর জাতীয় দলের হয়ে খেলছেন। তাঁর উচ্চতা ৫ ফুট ১০ ইঞ্চি। আফ্রিকার ফুটবলার হওয়ায় শারীরিক গঠনও চোখে পড়ার মতো। ভারতীয় ফুটবলে গত কয়েক দশকে আফ্রিকার বহু স্ট্রাইকার সাফল্য পেয়েছেন। এবার হামিদকে ঘিরে নতুন স্বপ্ন দেখছেন ইস্টবেঙ্গল সমর্থকরা। এখন ফিফা ক্রমতালিকায় ১২ নম্বরে আছে মরক্কো। সেই দেশের জাতীয় দলের স্ট্রাইকার লাল-হলুদ জার্সি পরে অনেক গোল করে দলকে সাফল্য এনে দেবেন বলে আশা করছেন সদস্য-সমর্থকরা।

ডুরান্ড কাপে সাফল্যের লক্ষ্যে ইস্টবেঙ্গল

ডুরান্ড কাপে অন্যতম সফল ক্লাব ইস্টবেঙ্গল। এবার শক্তিশালী দল গঠন হওয়ায় মরসুমের প্রথম সর্বভারতীয় টুর্নামেন্টে সাফল্য পাওয়ার আশায় লাল-হলুদ জনতা। আইএসএল (Indian Super League) হবে কি না ঠিক নেই। এই পরিস্থিতিতে এখন ডুরান্ড কাপই লাল-হলুদ শিবিরের কাছে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
১২
ফিফা ক্রমতালিকায় ১২ নম্বরে মরক্কো
আফ্রিকার দেশ মরক্কো এখন ফিফা ক্রমতালিকায় উপরের দিকে আছে। সেই দেশের জাতীয় দলের স্ট্রাইকার ইস্টবেঙ্গলের হয়ে খেলছেন।
Read more Articles on
click me!

Recommended Stories

সুপার কাপ ফাইনাল: 'আমাদের পাশে থাকতে গোয়ায় আসুন,' সমর্থকদের আর্জি রশিদ-সিবিলে-ক্রেসপোদের
FIFA World Cup 2026: ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র শুক্রবার, সরাসরি দেখবেন কোথায়?