Indian Football: আইএসএল-এর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা! উদ্বেগে ক্লাবগুলিও, এবার তাদের সঙ্গে বৈঠকে ফেডারেশন

Published : Jul 30, 2025, 01:57 PM IST
Indian Football: আইএসএল-এর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা! উদ্বেগে ক্লাবগুলিও, এবার তাদের সঙ্গে বৈঠকে ফেডারেশন

সংক্ষিপ্ত

Indian Football: ইন্ডিয়ান সুপার লিগের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে, বেশিরভাগ ক্লাবই যথেষ্ট উদ্বেগে। এমনকি, ফুটবলার এবং কোচদের সই করানোর ক্ষেত্রেও বেশ সমস্যা হচ্ছে।

Indian Football: আইএসএল-এর পরবর্তী সিজন শুরু নিয়ে রীতিমতো অনিশ্চয়তার কালো মেঘ! এমনকি, উদ্বেগ প্রকাশ করেছে ক্লাবগুলিও। নিঃসন্দেহে ইন্ডিয়ান সুপার লিগের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার জেরে, বেশিরভাগ ক্লাবই যথেষ্ট উদ্বেগের মধ্যে রয়েছে। এমনকি, ফুটবলার এবং কোচদের সই করানোর ক্ষেত্রেও বেশ সমস্যা হচ্ছে।

কেরালা ব্লাস্টার্স সহ মোট আটটি দল যৌথভাবে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে (এআইএফএফ) একটি চিঠি দিয়েছে। দলের প্রতিনিধিদের সঙ্গে এআইএফএফ একটি বৈঠকে বসবে বলেও জানা গেছে।

এদিকে এই সমস্যার জেরে কিছু ক্লাব কার্যত, অস্তিত্ব সংকটের মধ্যে পড়েছে। এই পরিপ্রেক্ষিতেই সমস্যা সমাধানের দাবি জানিয়ে, বেঙ্গালুরু এফসি, জামশেদপুর এফসি, এফসি গোয়া, হায়দ্রাবাদ এফসি, কেরালা ব্লাস্টার্স, নর্থ-ইস্ট ইউনাইটেড, ওড়িশা এফসি এবং পাঞ্জাব এফসি যৌথভাবে এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবেকে একটি চিঠি দিয়েছে।

আইএসএল কি হবে?

লিগের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে, বেশিরভাগ ক্লাবেরই কার্যক্রম প্রায় বন্ধ হয়ে গেছে। তাছাড়াফুটবলার এবং কোচদের সই করানোর ক্ষেত্রেও বেশ সমস্যা হচ্ছে। এমনকি, নেওয়া যাচ্ছে না ভবিষ্যৎ পরিকল্পনাও। এখন এই পরিস্থিতি চলতে থাকলে, দলগুলির কাজকর্ম বাধ্য হয়ে বন্ধ করে দিতে হবে বলেও ফেডারেশনকে জানিয়েছে তারা। তাই দ্রুত সমস্যা সমাধানের দাবি জানিয়ে ক্লাবগুলি এবার চিঠি দিয়েছে।

অন্যদিকে, ফুটবল ক্লাবগুলির সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত এবং বৈঠকে প্রতিনিধিদের নিয়োগ করার জন্য এআইএফএফ-এর ডেপুটি সেক্রেটারি জেনারেল এম. সত্যনারায়ণন জবাবও দিয়েছেন। সংবিধান সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের রায় না আসা পর্যন্ত, এআইএফএফ কোনও বড় সিদ্ধান্ত নিতে পারবে না। এর ফলেই এফএসডিএল-এর সঙ্গে ফেডারেশনের সম্প্রচার অধিকার চুক্তিটি করতে দেরি হচ্ছে। বর্তমান চুক্তি শেষ হবে আগামী ৮ ডিসেম্বর

আইনি জটিলতার জেরে, দেরি হলেও এই সিজনে আইএসএল বন্ধ হবে না বলে এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন। আর এবার কেরালা ব্লাস্টার্স সহ মোট আটটি দল যৌথভাবে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে (এআইএফএফ) একটি চিঠি দিয়েছে। দলের প্রতিনিধিদের সঙ্গে এআইএফএফ একটি বৈঠকে বসবে বলেও জানা গেছে।

এশিয়ানেট নিউজ লাইভ দেখতে এখানে ক্লিক করুন

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

FIFA World Cup 2026: ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র শুক্রবার, সরাসরি দেখবেন কোথায়?
এআইএফএফ সুপার কাপ ২০২৫: পাঞ্জাব এফসি-কে ৩-১ উড়িয়ে ফাইনালে ইস্টবেঙ্গল