সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছ থেকে নো-অবজেকশন সার্টিফিকেট পেয়ে আইএসএল-এ ইস্টবেঙ্গলের হয়ে প্রথম ম্যাচ খেলেছেন আনোয়ার আলি। কিন্তু তাঁকে নিয়ে জটিলতা এখনও কাটেনি।
৩০ সেপ্টেম্বর নয়, সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে আনোয়ার আলিকে নিয়ে শুনানি হবে ১৪ অক্টোবর। ইস্টবেঙ্গলের পক্ষ থেকে সময় চাওয়ার জন্যই শুনানি পিছিয়ে দেওয়া হল। ইস্টবেঙ্গলের পক্ষ থেকে চার সপ্তাহ সময় চাওয়া হয়েছিল। কারণ, প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে লাল-হলুদের হয়ে যিনি সওয়াল করবেন সেই আইনজীবী অসুস্থ। তাঁর শিরদাঁড়ায় অস্ত্রোপচার হওয়ার কথা। তিনি চিঠি দিয়ে জানান, ৮ অক্টোবর তাঁর শিরদাঁড়ায় অস্ত্রোপচার হবে। শিরদাঁড়ায় অস্ত্রোপচারের পরেই তাঁর পক্ষে দীর্ঘ সময় বসে থাকা সম্ভব হবে না। তবে প্লেয়ার স্ট্যাটাস কমিটি জানিয়েছে, ২ সপ্তাহের বেশি সময় দেওয়া সম্ভব নয়। ১৪ অক্টোবরই চূড়ান্ত শুনানি হবে। আর শুনানির দিন পিছিয়ে দেওয়া সম্ভব নয়। ফলে একাদশীর দিন আনোয়ারকে নিয়ে যাবতীয় টানাপপোড়েন শেষ হতে চলেছে।
লাল-হলুদেই থাকবেন আনোয়ার?
চলতি আইএসএল-এ ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচে বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে খেলতে পারেননি আনোয়ার। সেই সময় তাঁর উপর নিষেধাজ্ঞা ছিল। কিন্তু পরে নো-অবজেকশন সার্টিফিকেট দেয় প্লেয়ার স্ট্যাটাস কমিটি। ফলে দ্বিতীয় ম্যাচে বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে খেলেন আনোয়ার। শুক্রবার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে এফসি গোয়ার বিরুদ্ধেও খেলবেন আনোয়ার। তাঁর নো-অবজেকশন সার্টিফিকেট থাকায় আপাতত খেলতে অসুবিধা নেই। ১৪ অক্টোবর বিকেল পাঁচটায় শুনানিতে বাকি বিষয়গুলি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এই শুনানিতে সব পক্ষকে হাজির থাকতে বলেছে প্লেয়ার স্ট্যাটাস কমিটি। ইস্টবেঙ্গলের আইনজীবী শারীরিক সমস্যার কারণে উপস্থিত হতে না পারলে বিকল্প ব্যবস্থা করতে বলা হয়েছে।
ইস্টবেঙ্গলের জরিমানা বহাল থাকবে?
আনোয়ার নো-অবজেকশন সার্টিফিকেট পেয়ে যাওয়ায় তাঁর চার মাসের নির্বাসন আর হয়তো থাকছে না। তবে মোহনবাগান সুপার জায়ান্টের প্রায় ১৩ কোটি টাকা ক্ষতিপূরণ পাওয়ার বিষয়ে এখনও কিছু জানা যায়নি। ১৪ অক্টোবর শুনানিতেই হয়তো এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
লাল-হলুদ শিবিরে বোধনের আগেই বিসর্জনের সুর, আর কতদিন থাকছেন কার্লেস কুয়াদ্রাত?
আনোয়ার খেললেও বদলাল না রক্ষণের কঙ্কালসার দশা, ফের হার ইস্টবেঙ্গলের
ফুটবলপ্রেমীদের পাশে কলকাতা মেট্রোরেল, আইএসএল ম্যাচের দিন সমর্থকদের জন্য বিশেষ পরিষেবা