শহরে এসেই অনুশীলনে নেমে পড়লেন মোহনবাগানের নতুন ডিফেন্ডার নুনো, ভরসা বাড়ছে মোলিনার

Published : Sep 25, 2024, 04:21 PM IST
Nuno Reis

সংক্ষিপ্ত

তিনি রবিবার রাতেই শহরে এসে পৌঁছে গেছেন। ঠিক তারপরের দিনই ছিল আইএসএলে (ISL) মোহনবাগান বনাম নর্থ ইস্ট ইউনাইটেড (Mohun Bagan vs North East United) ম্যাচ। তাই সোমবার, অনুশীলনে নামা হয়নি সবুজ মেরুন ব্রিগেডের নতুন ডিফেন্ডার নুনো রুইজের (Nuno Reis)।

তিনি রবিবার রাতেই শহরে এসে পৌঁছে গেছেন। ঠিক তারপরের দিনই ছিল আইএসএলে (ISL) মোহনবাগান বনাম নর্থ ইস্ট ইউনাইটেড (Mohun Bagan vs North East United) ম্যাচ। তাই সোমবার, অনুশীলনে নামা হয়নি সবুজ মেরুন ব্রিগেডের নতুন ডিফেন্ডার নুনো রুইজের (Nuno Reis)।

নর্থ ইস্ট ম্যাচে তাঁকে দেখা গেছিল ভিআইপি গ্যালারিতে বসে খেলা দেখতে। মঙ্গলবার, যখন জেসন কামিংসরা রিহ্যাব করতে নামলেন, তখন নুনো রুইজও তাদের সঙ্গে নেমে গেলেন অনুশীলনে।

এদিকে আবার সোমবারই সবুজ মেরুন জার্সিতে অভিষেক হল অপর এক অস্ট্রেলিয়ান তারকা জেমি ম্যাকলারেনের। এবারের আইএসএলে প্রথম ম্যাচ জিতে স্বাভাবিকভাবেই কিছুটা স্বস্তিতে রয়েছেন মোহনবাগান কোচ জোসে মোলিনা (Jose Molina)। তাঁর কথায়, “সত্যিই এই জয়টা খুব গুরুত্বপূর্ণ ছিল আমাদের কাছে। আইএসএল-এর প্রথম জয়, ফুটবলাররা সত্যিই ভালো খেলেছে। শেষপর্যন্ত, লড়াই করে গেছে গোটা দল। কখনও হাল ছাড়েনি ওরা। এই তিন পয়েন্ট আগামী ম্যাচগুলিতে অনেকটাই আত্মবিশ্বাস জোগাবে আমাদের।”

তবে সব ম্যাচে গোল খাওয়া নিয়ে খুব একটা খুশি নন মোহনবাগান হেড কোচ। মূলত, নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে খেলা ফুটবলাররা রিকভারি করেন এদিন। সেইসঙ্গে, আলাদাভাবে অনুশীলন করতে দেখা যায় নুনোকে। আর এদিকে নতুন বিদেশিকে নিয়ে মোহনবাগান সমর্থকদের মধ্যে উৎসাহ ছিল তুঙ্গে।

ওদিকে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে দুর্দান্ত খেলেছেন তরুণ ফুটবলার দীপেন্দু বিশ্বাস (Dippendu Biswas) রক্ষণ সামলানোর পাশাপাশি জীবনের প্রথম আইএসএল গোলটিও করে ফেলেছেন তিনি। দলের এই তরুণ ফুটবলারকে নিয়ে উচ্ছ্বসিত মোলিনার কথায়, “দীপেন্দু যথেষ্ট ভালো পারফরম্যান্স করছে। ভীষণ পরিশ্রমী ছেলে ও। প্রতিদিন উন্নতি করে চলেছে। আমি মনে করি যে, এই মুহূর্তে দেশের অন্যতম সেরা রক্ষণভাগের ফুটবলার দীপেন্দু। এই ধারাবাহিকতা যদি দেখা যায়, তাহলে খুব দ্রুত জাতীয় দলে ডাক পাবে।”

জীবনের প্রথম আইএসএল গোলটি করে নিজেও বেশ তৃপ্ত দীপেন্দু। তিনি বলছেন, “এটিই আমার প্রথম আইএসএল গোল। এর আগে অনেক ম্যাচ খেললেও কখনও ভাবিনি যে, এমন পরিস্থিতিতে আমি গোল করতে পারব।” অন্যদিকে, মোহনবাগানের পরবর্তী ম্যাচ রয়েছে শনিবার।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

Inter Miami vs Vancouver: মেসির জাদুতে ঐতিহাসিক এমএলএস কাপ জয় ইন্টার মায়ামির
East Bengal vs FC Goa: ফতোরদা স্টেডিয়ামে স্বপ্নের সমাধি লাল হলুদের, গোলশূন্য ম্যাচে টাইব্রেকারে হার এফসি গোয়ার কাছে