I-League: আই লিগ চ্যাম্পিয়ন কে? ভাগ্য আটকে আইনি জটিলতায়! জেনে নিন শেষ মুহূর্তের আপডেট

Published : Apr 09, 2025, 01:09 AM IST
I-League

সংক্ষিপ্ত

I-League: কে হল এবারের আই লিগ চ্যাম্পিয়ন? তা আনা যায়নি এখনও। 

I-League: চলতি মরশুমে কোন দল আই লিগ (I-League) চ্যাম্পিয়ন, তা এখনও জানা যায়নি। তার কারণ, সিদ্ধান্ত ঝুলে রয়েছে ফেডারেশনের অ্যাপিল কমিটির কাছে। কিন্তু কেন?

 

 

সেই কারণ লুকিয়ে আছে বেশ কিছু মাস আগের একটি ম্যাচে। গত ১৩ জানুয়ারী, নামধারী এফসির বিরুদ্ধে খেলতে নামে ইন্টার কাশী (Inter Kashi)। কিন্তু নামধারীর হয়ে সেই ম্যাচে ক্লেডসন কার্ভালহো দা সিলভা মাঠে নেমেছিলেন। তবে ইন্টার কাশী প্রতিবাদ জানায় এবং বলে যে, তিনি চারটি হলুদ কার্ড ইতিমধ্যেই দেখে ফেলেছেন। তাই আইনানুযায়ী, ক্লেডসন কার্ভালহো দ্য সিলভা মাঠেই নামতে পারেন না। এরপরেই ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটি বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা শুরু করে।

কিন্তু অদ্ভুতভাবে সেই নামধারীর পয়েন্ট বাতিলের সিদ্ধান্তকে হটাৎ করেই স্থগিত করে দেওয়া হয়। আর তার জেরে এআইএফএফ অ্যাপিল কমিটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকিও দেয় ইন্টার কাশী। জানা যাচ্ছে, এই বিষয়টি নিয়ে আগামী ২৮ এপ্রিল শুনানি রয়েছে। এদিকে আবার সুপার কাপ শুরু হয়ে যাচ্ছে ২০ এপ্রিল থেকেই। তার থেকেও বড় বিষয় হল যে, আই লিগ চ্যাম্পিয়ন দল পরের মরশুমে আইএসএল খেলবে। 

আর সেই জায়গাতেই হয়েছে সমস্যা। ইন্টার কাশীর কথায়, “ফেডারেশনের তরফ থেকে থেকে স্বচ্ছতা এবং তাৎক্ষণিক পদক্ষেপের প্রত্যাশা করেছিলাম আমরা। কিন্তু সরকারি একটি ইন্টিমেশন পাওয়ার পর, ক্লাবের স্বার্থরক্ষার জন্য এবার যে কোনও প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিতে একবারের জন্যও তারা আর দ্বিধা করবে না। খুবই অবাক করা বিষয় যে, চূড়ান্ত সিদ্ধান্তটি আগামী ২৮ শে এপ্রিল সামনে আসবে। যা কার্যত, লিগ শেষ হওয়ার আরও তিন সপ্তাহ পরে। তাই এক্ষেত্রে লিগের পদ্ধতিগত সমস্যাই প্রকট হচ্ছে, বাড়তি সময় যাচ্ছে এবং প্রতিযোগিতার বিশ্বাসযোগ্যতা নিয়েই প্রশ্ন উঠে যাচ্ছে"

এদিকে চার্চিলের বিরুদ্ধে তারা ২-২ গোলে ড্র করে এবং তারপর ঘরের মাঠে রাজস্থান ইউনাইটেডকে হারায় ৩-১ গোলে। আর এই মুহূর্তে লিগ টেবিলে ১ নম্বরে চার্চিল, তাদের পয়েন্ট ৪০ এবং ইন্টার কাশী আছে ২ নম্বরে। তাদের পয়েন্ট ৩৯। অর্থাৎ, নামধারীর বিরুদ্ধে ঐ ন্যায্য ৩ পয়েন্টটি পেয়ে গেলে নিঃসন্দেহে এবারের আই লিগ চ্যাম্পিয়ন ইন্টার কাশী। তাছাড়া গোটা প্রতিযোগিতায় তারা দুর্দান্ত পারফর্ম করেছে হাবাসের তক্তাবধানে।

সূত্রের খবর, ইন্টার কাশী হয়ত পরেরবার আইএসএল খেলতে নামছে। বাকিটা উত্তর দেবে সময়। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

FIFA World Cup 2026: অনুষ্ঠিত হল ফিফা বিশ্বকাপের ড্র, তারকারা কোন গ্রুপে? ট্রাম্পকে শান্তি পুরস্কার
Indian Super League: সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে চিঠি দিল আইএসএল-এর ১২ ক্লাব, নিজেদের উদ্যোগেই লিগ আয়োজন?