Super Cup 2025: কবে কবে খেলা মোহন-ইস্টের? বিরাট আপডেট! দেখে নিন সুপার কাপের পূর্ণাঙ্গ সূচি

Published : Apr 08, 2025, 03:51 PM IST
Super Cup 2025

সংক্ষিপ্ত

Super Cup 2025: আইএসএল (ISL 2024-25) শেষ হলেই মাঝে কয়েকদিনের বিশ্রাম। তারপরেই শুরু হয়ে যাবে সুপার কাপের (Super Cup 2025) আসর।

Super Cup 2025: প্রতিযোগিতার সূচি ইতিমধ্যেই প্রকাশিত। সামনে চলে এসেছে সুপার কাপের সূচি (Super Cup Fixture 2025)। এবার নকআউট ফরম্যাটে খেলা হবে এই টুর্নামেন্ট। আর প্রথম দিনই মাঠে নামতে চলেছে কলকাতার দুই প্রধান মোহনবাগান (Mohun Bagan) এবং ইস্টবেঙ্গল (East Bengal)।

 

 

কিন্তু আই লিগ (I-League) শেষ হয়ে গেলেও আইনি জটিলতায় আইলিগ চ্যাম্পিয়নের নাম এখনও ঘোষণা করা যায়নি। ফলে, আই লিগ কারা সুপার কাপে খেলবে, তা এখনও পরিষ্কার নয়।

এদিকে সোমবার, সুপার কাপের সূচি প্রকাশ করেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF)। ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে যে এই টুর্নামেন্ট খেলা হবে, তা আগে থেকেই পরিষ্কার ছিল। আর এবার সম্পূর্ণ সূচিটি সামনে চলে এসেছে। উল্লেখ্য, আইএসএল (ISL 2024-25) শেষ হচ্ছে আগামী ১২ এপ্রিল। আর তারপরেই ২০ এপ্রিল থেকে শুরু হয়ে যাচ্ছে সুপার কাপ।

এই প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ ৩মে। সূচি অনুযায়ী, টুর্নামেন্টের প্রথম দিনই মাঠে নামতে চলেছে সবুজ মেরুন এবং লাল হলুদ। কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে প্রথম ম্যাচ রয়েছে ইস্টবেঙ্গলের। অপরদিকে, আই লিগের তৃতীয় স্থানে থাকা দলের বিরুদ্ধে খেলতে হবে মোহনবাগানকে (Super Cup 2025 Schedule)।

যদিও আই লিগের চূড়ান্ত ফলাফল এখনও সরকারিভাবে ঘোষণা করা হয়নি, তবে মোহনবাগানের প্রতিপক্ষ হওয়ার সম্ভাবনা রয়েছে রিয়াল কাশ্মীর এফসির।

এদিকে আবার মহামেডানকে রেখেই সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ২৪ এপ্রিল নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ম্যাচ রয়েছে তাদের। আর ইস্টবেঙ্গল এবং মোহনবাগান যদি নিজেদের প্রথম ম্যাচে জয় পায়, তাহলে আগামী ২৬ এপ্রিল কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে পারে দুই দল।

কিন্তু আই লিগের প্রথম এবং দ্বিতীয় স্থানে কোন দুটি দল থাকবে? কারণ, নামধারীর বিরুদ্ধে ইন্টার কাশীর তিন পয়েন্টের আবেদন আপাতত অ্যাপিল কমিটির সিদ্ধান্তের জন্য আটকে আছে। জানা যাচ্ছে, আগামী ২৮ এপ্রিল এই ইস্যুতে একটি শুনানি হবে।

সুপার কাপের সম্পূর্ণ সূচিঃ

২০ এপ্রিল: কেরালা ব্লাস্টার্স বনাম ইস্টবেঙ্গল (দুপুর ৪.৩০ মিনিট)

২০ এপ্রিল: মোহনবাগান বনাম আই লিগের তৃতীয় ক্লাব (রাত ৮টা)

২১ এপ্রিল: এফসি গোয়া বনাম আই লিগের দ্বিতীয় ক্লাব (দুপুর ৪.৩০টা)

২১ এপ্রিল: ওড়িশা এফসি বনাম পাঞ্জাব এফসি (রাত ৮টা)

২৩ এপ্রিল: বেঙ্গালুরু এফসি বনাম আই লিগের প্রথম ক্লাব (দুপুর ৪.৩০টা)

২৩ এপ্রিল: মুম্বই সিটি এফসি বনাম চেন্নাইয়ান এফসি (রাত ৮টা)

২৪ এপ্রিল: নর্থইস্ট ইউনাইটেড বনাম মহমেডান (দুপুর ৪.৩০টা)

২৪ এপ্রিল: জামশেদপুর এফসি বনাম হায়দ্রাবাদ এফসি (রাত ৮টা)

২৬ এপ্রিল: ২টি কোয়ার্টার ফাইনাল

২৭ এপ্রিল: ২টি কোয়ার্টার ফাইনাল

৩০ এপ্রিল: ২টি সেমিফাইনাল

৩মে: ফাইনাল

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

Indian Super League: সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে চিঠি দিল আইএসএল-এর ১২ ক্লাব, নিজেদের উদ্যোগেই লিগ আয়োজন?
সুপার কাপ ফাইনাল: 'আমাদের পাশে থাকতে গোয়ায় আসুন,' সমর্থকদের আর্জি রশিদ-সিবিলে-ক্রেসপোদের