এতকিছুর মধ্যে কলকাতা ফুটবল লিগের কথাটা ভুলে গেলে তো চলবে না।
চ্যাম্পিয়নশিপের লড়াইতে এখনও ইস্টবেঙ্গল, ডায়মন্ডহারবার এফসি, ভবানীপুর এবং মহামেডানের খেলা বাকি আছে। সেই বাকি ম্যাচগুলি এবার আয়োজন করতে চাইছে আইএফএ। তাই কলকাতা লিগের ভবিষ্যৎ ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে, তা জানা যাবে মঙ্গলবার।
এই বিষয়টি নিয়েই মঙ্গলবার, আইএফএ এই চার ক্লাবকে নিয়ে বৈঠকে বসতে চলেছে। চারটি ক্লাবের সঙ্গে কথা বলার পর, বাকি ম্যাচের সূচি তৈরি করার কথা রয়েছে। এমনিতে, এখনও লিগ জয়ের লড়াইতে সমানভাবে রয়েছে ইস্টবেঙ্গল এবং ডায়মন্ডহারবার এফসি।
তাছাড়া সন্তোষ ট্রফির প্রাথমিক রাউন্ডের খেলা থাকার জন্য গত কয়েক সপ্তাহে ঘরোয়া লিগের কোনও খেলা দেয়নি রাজ্য ফুটবলের নিয়ামক সংস্থা। তাই সন্তোষের প্রাথমিক পর্বের খেলা হয়ে যাওয়াতে এবার লিগ শেষ করার পরিকল্পনা রয়েছে আইএফএ-র। তাই এই বৈঠকের ডাক দেওয়া হয়েছে।
তবে দীর্ঘদিন পর ফের আবার লিগ শুরু করতে গিয়ে বেগ পেতে হতে পারে আইএফএ-কে। কারণ, ইতিমধ্যেই কোচ কিবু ভিকুনা ডায়মন্ডহারাবার ফুটবলারদের ছুটি দিয়ে দেশে ফিরে গেছেন। তিনি ফিরবেন আবার আগামী মাসের প্রথম সপ্তাহে।
শুধু তাই নয়, সেই দলের একাধিক ফুটবলার আবার রয়েছেন সন্তোষ ট্রফির বিভিন্ন রাজ্য দলে। এরপর লিগের ম্যাচ খেলার আগে কমপক্ষে এক সপ্তাহ অনুশীলনের জন্য সময়ও চাইবে তারা। কারণ, তার আগে খেলা কোনওভাবেই সম্ভব নয়।
ফলে, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কলকাতা লিগ নিয়ে কিছুটা সমস্যা রয়েছে। এইজন্যই বিস্তারিত একটা আলোচনার দরকার। তাই মঙ্গলবারের বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।