CFL: জল গড়াল এবার আদালতে! এখনই ইস্টবেঙ্গলকে লিগ চ্যাম্পিয়ন ঘোষণা করা যাবে না

এবার খেলার মাঠেও কোর্টের হস্তক্ষেপ।

নির্দেশ অনুযায়ী, আগামী ১৯ মার্চের আগে কোনওভাবেই কলকাতা লিগের ফলাফল ঘোষণা করতে পারবে না আইএফএ। প্রসঙ্গত, গত ১৫ ফেব্রুয়ারি লিগের সূচি অনুযায়ী ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলতেই নামেনি DHFC। আইএফএ-কে ডায়মন্ডহারবার আগেই জানিয়ে দেয় যে, একইদিনে আই লিগ ২-এর ম্যাচ থাকায় কলকাতা লিগের ম্যাচ খেলা সম্ভব নয় (CFL Update)।

সেইসঙ্গে, সূচি পরিবর্তনের জন্যও আবেদন করা হয় ডায়মন্ডহারবার এফসির পক্ষ থেকে। কিন্তু সেই আবেদন গ্রাহ্যই করেনি আইএফএ। নির্ধারিত সূচি মেনে ইস্টবেঙ্গল কিশোর ভারতী স্টেডিয়ামে উপস্থিত থাকলেও দল নামায়নি ডায়মন্ডহারবার। ঠিক একই যুক্তিতে মহমেডান স্পোর্টিং-এর বিরুদ্ধেও খেলেনি তারা।

Latest Videos

এবার এই দুই ম্যাচের ভবিষ্যৎ নির্ধারণের জন্য ২০ ফেব্রুয়ারি লিগ সাব কমিটির একটি বৈঠক ডাকেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত। সেই বৈঠকেই দুটি ম্যাচ ছাড়াও লিগের ভাগ্য নির্ধারণ হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই এবার আইএফএ-র বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিল ডায়মন্ডহারবার কর্তৃপক্ষ।

জানা যাচ্ছে, ক্লাবের পক্ষ থেকে আলিপুর আদালতে জানানো হয় যে, ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলার জন্য তাদের প্রস্তুতির কোনওরকম সময়ই দেওয়া হয়নি। তারপর ডায়মন্ডহারবারের আবেদন খতিয়ে দেখার পর, আদালত লিগের ফলাফল ঘোষণার ক্ষেত্রে পুরোপুরি স্থগিতাদেশ দিয়ে দিয়েছে। তবে হ্যাঁ, প্রাথমিকভাবে এই নির্দেশ।

বিচারক এদিন তাঁর পর্যবেক্ষণে ঠিক কী বলেছেন? তাঁর কথায়, “প্রাথমিকভাবে মনে হচ্ছে ডায়মন্ডহারবারকে ম্যাচ খেলার উপযুক্ত সুযোগ দেওয়া হয়নি। আর সেটা হলে তো নিঃসন্দেহে তাদের অংশগ্রহণের অধিকারকে ক্ষুণ্ণ করা।”

তাই এবার এইসব নিয়ে সমস্ত পক্ষকে নোটিস দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

সন্দেশখালিতে ফের তৃণমূলের গোষ্ঠীকোন্দল, শেখ শাহজাহানের অনুগামীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ
Nadia News: আপনজনই বিশ্বাসঘাতক? নাবালিকাকে প্রলোভনে ফাঁসিয়ে নিয়ে গেল পরিচিতরাই, চাঞ্চল্য শান্তিপুরে
মালদার মোথাবাড়িতে বাংলাদেশের ছায়া? সুকান্তকে সামনে পেয়ে কি বললেন বাসিন্দারা? | Sukanta Majumdar
Sukanta Majumdar: মালদা মোথাবাড়িতে গিয়ে পুলিশি বাঁধার মুখে পরে এ কী বলছেন সুকান্ত মজুমদার? দেখুন
'মোথাবাড়ি দেখার পর কোনও হিন্দু ওদের ভোট দেবে না' বুঝিয়ে দিলেন শুভেন্দু | Suvendu Adhikari