CFL: জল গড়াল এবার আদালতে! এখনই ইস্টবেঙ্গলকে লিগ চ্যাম্পিয়ন ঘোষণা করা যাবে না

Published : Feb 19, 2025, 11:38 PM IST
East Bengal FC

সংক্ষিপ্ত

এবার খেলার মাঠেও কোর্টের হস্তক্ষেপ।

নির্দেশ অনুযায়ী, আগামী ১৯ মার্চের আগে কোনওভাবেই কলকাতা লিগের ফলাফল ঘোষণা করতে পারবে না আইএফএ। প্রসঙ্গত, গত ১৫ ফেব্রুয়ারি লিগের সূচি অনুযায়ী ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলতেই নামেনি DHFC। আইএফএ-কে ডায়মন্ডহারবার আগেই জানিয়ে দেয় যে, একইদিনে আই লিগ ২-এর ম্যাচ থাকায় কলকাতা লিগের ম্যাচ খেলা সম্ভব নয় (CFL Update)।

সেইসঙ্গে, সূচি পরিবর্তনের জন্যও আবেদন করা হয় ডায়মন্ডহারবার এফসির পক্ষ থেকে। কিন্তু সেই আবেদন গ্রাহ্যই করেনি আইএফএ। নির্ধারিত সূচি মেনে ইস্টবেঙ্গল কিশোর ভারতী স্টেডিয়ামে উপস্থিত থাকলেও দল নামায়নি ডায়মন্ডহারবার। ঠিক একই যুক্তিতে মহমেডান স্পোর্টিং-এর বিরুদ্ধেও খেলেনি তারা।

এবার এই দুই ম্যাচের ভবিষ্যৎ নির্ধারণের জন্য ২০ ফেব্রুয়ারি লিগ সাব কমিটির একটি বৈঠক ডাকেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত। সেই বৈঠকেই দুটি ম্যাচ ছাড়াও লিগের ভাগ্য নির্ধারণ হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই এবার আইএফএ-র বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিল ডায়মন্ডহারবার কর্তৃপক্ষ।

জানা যাচ্ছে, ক্লাবের পক্ষ থেকে আলিপুর আদালতে জানানো হয় যে, ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলার জন্য তাদের প্রস্তুতির কোনওরকম সময়ই দেওয়া হয়নি। তারপর ডায়মন্ডহারবারের আবেদন খতিয়ে দেখার পর, আদালত লিগের ফলাফল ঘোষণার ক্ষেত্রে পুরোপুরি স্থগিতাদেশ দিয়ে দিয়েছে। তবে হ্যাঁ, প্রাথমিকভাবে এই নির্দেশ।

বিচারক এদিন তাঁর পর্যবেক্ষণে ঠিক কী বলেছেন? তাঁর কথায়, “প্রাথমিকভাবে মনে হচ্ছে ডায়মন্ডহারবারকে ম্যাচ খেলার উপযুক্ত সুযোগ দেওয়া হয়নি। আর সেটা হলে তো নিঃসন্দেহে তাদের অংশগ্রহণের অধিকারকে ক্ষুণ্ণ করা।”

তাই এবার এইসব নিয়ে সমস্ত পক্ষকে নোটিস দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

PREV
click me!

Recommended Stories

আইএসএল ২০২৬: দলের স্বার্থে বেতন কমাতে রাজি এফসি গোয়ার ফুটবলার, সাপোর্ট স্টাফরা
East Bengal: মাত্র চার মাসের মধ্যেই হিরোশির সঙ্গে সম্পর্ক ছিন্ন করল লাল হলুদ, আইএসএল-এর আগেই বড় ঘোষণা